Rakib Hassan > Quotes > Quote > Ferdous liked it
“অসংখ্য ঘটনা ঘটে একজন মানুষের জীবনে। আমিও তার ব্যতিক্রম নই। মাঝে মাঝে অলস দুপুরে বিছানায় শুনে আকাশের দিকে তাকিয়ে, কিংবা গভীর রাতে লিখতে বসে যখন কারেন্ট চলে যায় জানালার বাইরে তাকিয়ে ভাবতে থাকি আমার সেই শৈশব, সেই কৈশোরের সোনালী দিনগুলোর কথা। ছবির মত মনের পর্দায় খেলে উঠতে থাকে কত কথা, কত স্মৃতি। কোনটা হাসির কোনটা বেদনার।
কখনো উদার হয়ে যায় মন, কখনো হাহাকার করে উঠে। বারবার মনে হয় এইতো সেদিনের কথা, হাত বাড়ালেই যেন ছোঁয়া যায়, কিন্তু তা আর যায় না! মনে হয় একটিবার, শুধু একটিবারের জন্য যদি সে সব দিনে ফিরে যেতে পারতাম!”
― আমার কৈশোর
কখনো উদার হয়ে যায় মন, কখনো হাহাকার করে উঠে। বারবার মনে হয় এইতো সেদিনের কথা, হাত বাড়ালেই যেন ছোঁয়া যায়, কিন্তু তা আর যায় না! মনে হয় একটিবার, শুধু একটিবারের জন্য যদি সে সব দিনে ফিরে যেতে পারতাম!”
― আমার কৈশোর
No comments have been added yet.
