Shahaduz Zaman > Quotes > Quote > Hosna liked it
“আর কিছু নয় শুধু অগণন ভ্রান্তিবিলাস মানুষকে ঘিরে থাকে অনুক্ষণ। মানুষ অবিরাম দিনকে রাত হয়ে যেতে দেখেও বলে দিন কখনো রাত হয় না। মানুষ ভুলে যায় বীজে বৃক্ষের ছায়াও প্রচ্ছন্ন থাকে। টগরের গন্ধভরা চিরায়ত হাওয়া মানুষ পুরে রাখে টয়োটার টায়ারে, টায়ারে। বুঝি তাই মানুষ কাছে গেলে প্রকৃত সারস উড়ে যায়। মানুষ শঙ্খমালার অভিমান মনে রাখে না। টাপুর টুপুর বৃষ্টিতে মানুষ যে তিন কন্যার বিয়ে দেয়, জানে না কি হলো তাদের শেষে।”
― কয়েকটি বিহ্বল গল্প
― কয়েকটি বিহ্বল গল্প
No comments have been added yet.
