মোঃ ফরহাদ চৌধুরী শিহাব
Goodreads Author
Born
in Dhaka, Bangladesh
Member Since
January 2015
|
অমিয়েন্দ্র
—
published
2013
—
2 editions
|
|
|
অমিয়েত্রা
—
published
2015
—
2 editions
|
|
|
ক্যাথেড্রাল
|
|
|
লৌহিত্য (সংখ্যা#১)
by
—
published
2020
|
|
|
ক্যাপ্টেন বাবাকোয়া
—
published
2017
|
|
|
কালবীর (আবির্ভাব) (কালবীর, #১)
by
—
published
2020
|
|
|
তেপান্তর
|
|
|
আজাজিল
|
|
|
বিসর্গ : গল্প সংকলন ২ (বিসর্গ #২)
by |
|
|
অসমাপ্ত ঠিকানা
—
published
2018
—
2 editions
|
|
“তোমায় ছাড়া চায়ের কাপে
একটা চিনি গলবে না,
তোমায় ছাড়া তোমায় ছাড়া
হৃদয় কথা বলবে না।
তোমায় ছাড়া ভাত হবে না
ভিজিয়ে খাবো পাউরুটি,
তুমি যদি শুধরে না দাও
করবো কেন ভুল ত্রুটি?
তোমায় ছাড়া পাকস্থলি
খাদ্য হজম করবে না,
তোমায় ছাড়া চোখের পাতার
একটা পলক পড়বে না।
তোমায় ছাড়া সারাটা রাত
স্বপ্ন বিহীন দেবো ঘুম,
তোমায় ছাড়া শ্বাস নেয়াটা
ভুলেই যাব বেমালুম।
তোমায় ছাড়া তেলের প্রদীপ
আগুন পেলেও জ্বলবে না।
তোমায় ছাড়া তোমায় ছাড়া
একটা দিনও চলবে না।
তোমায় ছাড়া এই নিশি আর
একটু পথও হাঁটবে না,
তোমায় ছাড়া তোমায় ছাড়া
সূর্য কথা বলবে না।
দুষ্টুমী সব তোমায় ছাড়া
অর্থবিহীন লাগছে তাই,
তোমায় ছাড়া এই ভূবনে
আমার কোনো কাব্য নাই।”
― অমিয়েত্রা
একটা চিনি গলবে না,
তোমায় ছাড়া তোমায় ছাড়া
হৃদয় কথা বলবে না।
তোমায় ছাড়া ভাত হবে না
ভিজিয়ে খাবো পাউরুটি,
তুমি যদি শুধরে না দাও
করবো কেন ভুল ত্রুটি?
তোমায় ছাড়া পাকস্থলি
খাদ্য হজম করবে না,
তোমায় ছাড়া চোখের পাতার
একটা পলক পড়বে না।
তোমায় ছাড়া সারাটা রাত
স্বপ্ন বিহীন দেবো ঘুম,
তোমায় ছাড়া শ্বাস নেয়াটা
ভুলেই যাব বেমালুম।
তোমায় ছাড়া তেলের প্রদীপ
আগুন পেলেও জ্বলবে না।
তোমায় ছাড়া তোমায় ছাড়া
একটা দিনও চলবে না।
তোমায় ছাড়া এই নিশি আর
একটু পথও হাঁটবে না,
তোমায় ছাড়া তোমায় ছাড়া
সূর্য কথা বলবে না।
দুষ্টুমী সব তোমায় ছাড়া
অর্থবিহীন লাগছে তাই,
তোমায় ছাড়া এই ভূবনে
আমার কোনো কাব্য নাই।”
― অমিয়েত্রা



































