যে লেখকের খুন ঘিরে এই থ্রিলারটি গড়ে উঠেছে, তাঁর সঙ্গে বাংলাদেশের একজন অতি বিখ্যাত সাহিত্যিকের মিল স্পষ্টতই চোখে পড়ার মতো। সাহিত্যিকের ভাবভঙ্গি, পরিবারের গঠন, দুই স্ত্রীর নাম, সাহিত্যিকের লেখার বিখ্যাত চরিত্র, দেশে তাঁর জনপ্রিয়তা, পরে সিনেমার কাজকর্মে জড়িয়ে পড়া সবই অতি পরিচিত একজনের কথা মনে পড়ায়।
এটা সাধারণ একটা চরিত্র হলে কিছু বলার ছিল না। কিন্তু নেমেসিস উপন্যাসে এই সাহিত্যিক এবং তার দ্বিতীয় স্ত্রীকে প্রচলিত সামাজিক মূল্যবোধের নিরিখে অত্যন্ত নেগেটিভ আলোয় দেখানো হয়েছে। লাম্পট্য, বিকৃত যৌনতা, দ্বিতীয় স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ইত্যাদি অনেক কিছু। অবশ্যই আইন বাঁচিয়ে।
নাজিমউদ্দিন এটা কেন করলেন, অনেক বার ভেবেছি। সিরিজের প্রথম বই বলে টিআরপি তোলার জন্যই শুধু?
এটা সাধারণ একটা চরিত্র হলে কিছু বলার ছিল না। কিন্তু নেমেসিস উপন্যাসে এই সাহিত্যিক এবং তার দ্বিতীয় স্ত্রীকে প্রচলিত সামাজিক মূল্যবোধের নিরিখে অত্যন্ত নেগেটিভ আলোয় দেখানো হয়েছে। লাম্পট্য, বিকৃত যৌনতা, দ্বিতীয় স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ইত্যাদি অনেক কিছু। অবশ্যই আইন বাঁচিয়ে।
নাজিমউদ্দিন এটা কেন করলেন, অনেক বার ভেবেছি। সিরিজের প্রথম বই বলে টিআরপি তোলার জন্যই শুধু?