আর কেউ কি ব্যবহার করছেন এই app? এখনো তেমন user friendly হয়ে উঠেনি। বেশ কিছু লিমিটেশন চোখে পড়েছে। মাত্র ১০০ বুকশেলফ কে দেখানো হচ্ছে। যেহেতু মেইন ক্যাটাগরি শেলফস এর সাথে আরো কিছু সাব-ক্যাটাগরি শেলফ ট্যাগ করি যে কোনো বইয়ে আমার বুকশেলফের সংখ্যা ১০০ থেকে বেশি। বই এর finished date ম্যানুয়ালী সেট করার অপশন চোখে পড়লনা।
সম্ভবত বই খোঁজা এবং এড করা টাকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। একাউন্ট Settings এ যাওয়ার কোনো অপশন নেই। এইতো। গ্রুপ নটিফিকেশন চেক করা এবং প্রয়োজনে কমেন্ট করা ছাড়া এটি আমার আর কোন উপকারে আপাতাতো আসছেনা।
সম্ভবত বই খোঁজা এবং এড করা টাকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। একাউন্ট Settings এ যাওয়ার কোনো অপশন নেই। এইতো। গ্রুপ নটিফিকেশন চেক করা এবং প্রয়োজনে কমেন্ট করা ছাড়া এটি আমার আর কোন উপকারে আপাতাতো আসছেনা।