বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
বই আলোচনা (Book Reviews)
>
How this section works
date
newest »

Hemu wrote: "new to goodreads"
Welcome Hemu :)
এই An Unofficial Guide To Goodreads webpage এ একটা আনফিসিয়াল গাইডলাইন আছে। পড়ে দেখতে পারেন। Goodreads এর সব ফিচারস অনেক সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে যা যেকোন নতুন goodreads user এর জন্যে অনেক উপকারী মনে হয়েছে আমার কাছে।
Welcome Hemu :)
এই An Unofficial Guide To Goodreads webpage এ একটা আনফিসিয়াল গাইডলাইন আছে। পড়ে দেখতে পারেন। Goodreads এর সব ফিচারস অনেক সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে যা যেকোন নতুন goodreads user এর জন্যে অনেক উপকারী মনে হয়েছে আমার কাছে।
৪. Goodreads এর নিজস্ব বই রেটিং সিস্টেম ফলো করতে পারেন আপনার রিভিউ এ বইয়ের রেটিং উল্লেখ করার সময়। Goodreads এ বইকে 5 Stars সিস্টেম এ রেটিং দেয়া যায় যেখানে বইটি আপনার কতটা ভালো লেগেছে তা প্রকাশ করতে একেকটি star রেটিং হিসেবে দেয়া হ্য় -
1 star - didn't like it
2 stars - it was ok
3 stars - liked it
4 stars - really liked it
5 stars - it was amazing!
1 star - didn't like it
2 stars - it was ok
3 stars - liked it
4 stars - really liked it
5 stars - it was amazing!
কিছু নিয়ম পালন করুন বুক রিভিউ পোস্ট করার ক্ষেত্রেঃ
১. নির্দিষ্ট একটি বইয়ের অথবা সিরিজের অথবা লেখকের রিভিউ লিখুন। একধিক বইয়ের রিভিউ এক সাথে লিখবেন না, যদি না আপনি একটি নির্দিষ্ট সিরিজ অথবা লেখককে নিয়ে না লিখছেন।
২. বুক রিভিউ পোস্টের টপিক এর বক্স এ বইয়ের পুরো নাম (সিরিজ হলে সিরিজের নাম) সহ লেখকের নাম লিখে দিন। বাংলা বই হলে বাংলায় লিখুন এবং English বই হলে English এ লিখুন। আপনার প্রিয় লেখককে নিয়ে কিছু লিখতে চাইলে টপিক এ শুধু ওনার নাম লিখুন।
উদাহরণস্বরূপঃ
“Harry Potter and the Deathly Hallows (Harry Potter #7) - J.K. Rowling”
"Harry Potter series" - J.K. Rowling”
“উত্তরাধিকার (অনিমেষ #১) - সমরেশ মজুমদার”
"রবীন্দ্রনাথ ঠাকুর"
***This book is about এ -
>সিঙ্গেল বুক নিয়ে রিভিউ হলে সেই বইয়ের নাম দিন, autosearch হয়ে বিভিন্ন বইয়ের নাম দেখতে পাদেন, সঠিক বইটি select করে দিন।
>লেখক কে নিয়ে রিভিউ হলে লেখকের নাম দিন, একি ভাবে লেখকের নাম এড করা যাবে।
>সিরিজের খেত্রেও লেখকের নাম দিন।
Optional>>> সিরিজ বই হলে মেসেজ বক্সে সিরিজের সব বই "add author/book" option এর মাধ্যমে মেসেজে add করে দিন। এতে সিরিজটি/সিরিজের বইগুলো খুজতে যে কারোরি সুবিধা হবে।
৩. যদি একই বই অথবা লেখক এর উপর আগে থেকে কোন পোস্ট থাকে তাহলে সেই পোস্টে কমেন্ট করে আপনার রিভিউ শেয়ার করুন, নতুন পোস্ট ওপেন করবেন না। পুরোনো পোস্ট আছে কিনা খুজে দেখতে গ্রুপ এর “Search discussion posts” search bar টি ব্যবহার করুন।
৪. Goodreads এর নিজস্ব বই রেটিং সিস্টেম ফলো করতে পারেন আপনার রিভিউ এ বইয়ের রেটিং উল্লেখ করার সময়। Goodreads এ বইকে 5 Stars সিস্টেম এ রেটিং দেয়া যায় যেখানে বইটি আপনার কতটা ভালো লেগেছে তা প্রকাশ করতে একেকটি star রেটিং হিসেবে দেয়া হ্য় -
1 star - didn't like it
2 stars - it was ok
3 stars - liked it
4 stars - really liked it
5 stars - it was amazing!
***IMPORTANT: USE OF SPOILER ALERT
কখন Spoiler Alert ব্যবহার করবেনঃ
একটি বই পড়া শেষে আপনি নিশ্চয়ই বুঝবেন কাহিনীর কোন নাটকীয় ঘটনার মাধ্যমে কিভাবে কাহিনীর মোড় ঘুরে যায়। যখন বইটি নিয়ে রিভিউ অথবা মতামত দিবেন তখন যদি সে ঘটনা নিয়ে তাৎপর্যপূর্ণ তথ্য প্রকাশ করেন যারা বই পড়েননি তাদের জন্য কিন্তু বইটি পড়ার মজা আপনি অনেকাংশে কমিয়ে দিবেন, বিশেষ করে যারা কোন রকম spoiler না জেনেই বই পড়তে পছন্দ করেন। একজন সহ বই পড়ুয়ার সাথে নিশ্চয়ই আপনি এমন করতে চাইবেন না? :)
Spoiler Alert কিভাবে দিবেনঃ
তাই বলে বই এর রিভিউ লিখতে গেলে spoiler দেয়া যাবে না এমন তো হতে পারেনা। কারণ এমন বই পড়ুয়াও আছেন যারা spoiler পড়তে পছন্দ করেন। আবার এমন অনেকে আছেন যারা spoiler ছাড়া কিভাবে রিভিউ লিখবেন সেটাই হয়তো বুঝে উঠতে পারেন না। তাদের জন্য সবচেয়ে সহজ সমাধান - রিভিউ অথবা কমেন্ট এর উপর Bold এবং বড় অক্ষরে ***SPOILER ALERT*** লিখে দিন। যদি আপনার পুরো রিভিউতে spoiler এর ছড়াছড়ি থাকে তবে এই উপায়টি প্রয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে বার বার spoiler code ব্যবহার করার থেকে।
কিন্তু যদি আপনি আপনার রিভিউতে অল্প কিছু ছোট ছোট spoiler লিখে থাকেন সেক্ষেত্রে spoiler code ব্যবহার করাটাই ঠিক। কেননা রিভিউ এর সবার শুরুতে যদি ***SPOILER ALERT*** লিখে দেন সেক্ষেত্রে আপনার রিভিউ এ সেভাবে spoiler না থাকলেও একজন পাঠক আপনার রিভিউ পড়াকে এড়িয়ে যাবেন।
তাই কোন সময় কোন spoiler alert ব্যবহার করবেন সেটি আপনার রিভিউ অথবা কমেন্টের ধরনের উপর নির্ভর করবে।
Spoiler Alert Code কিভাবে ব্যবহার করতে হয় জানতে এই লিংক এ যান - comment formatting tips
Spoiler Alert ব্যবহার না করে spoiler লিখলে কি হবে?
আপনার কমেন্টটি কপি পেস্ট করে সেটি কে warning সহ একটা মেসেজ করা হবে আপনাকে। আপনার কমেন্ট টি ডিলিট করে দেয়া হবে কেননা কোনো সদস্য মেসেজ পাওয়ার পর ঠিক কখন তার কমেন্টটি এডিট করবেন এটা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনাকে আপনার কমেন্ট পুরোটুকু মেসেজ করার উদ্দেশ্য হচ্ছে spoiler টি আপনার কাছে চিহ্নিত করে দেয়া এবং যেন আপনি ইচ্ছে করলে ঐ অংশটুকু এডিট করে আবার কমেন্ট করতে পারেন।
সদস্যদের কাছে অনুরোধঃ
আমাদের মডারেটর দের পক্ষে সবসময় জানা সম্ভব নয় কোন বইয়ের spoiler প্রকাশ করে ফেলা হয়েছে কিনা কেননা স্বভাবতই সব বই নিয়ে আমাদের সবার ধারনা থাকাটা অসম্ভব। যদি কোন মডারেটর এর চোখে এমন কিছু এড়িয়ে যায় আপনারা কমেন্ট অথবা রিভিউ এর লিংক সহ আমাদের কাছে মেসেজ করে দিবেন এই অনুরোধ করছি। অথবা যদি কমেন্টটি একেবারেই নতুন হয় এবং কমেন্টকৃত সদস্য তখনো online থাকেন আপনি তাকে সরাসরি মেসেজ করেও জানাতে পারেন যেন তিনি ওনার কমেন্ট/রিভিউ এডিট করেন। গ্রুপ এর Members অপশনে গেলেই ওখানে সদস্যদের লিস্ট সহ তাদের online status দেখতে পাবেন।
আশা করছি সব সদস্যরা এই ব্যাপারটিকে ভালো ভাবে নিবেন কেননা এই একটি ক্ষেত্রে সব নিয়ম কড়াকড়ি ভাবে পালন করা হবে এবং কারো সাথে কোন কম্প্রোমাইজ করা হবে না।
ধন্যবাদ।