বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
Member area
>
Introduce yourself... say hi to everyone :)
message 1:
by
Bookish
(new)
Dec 31, 2014 12:49AM

reply
|
flag
Rizwan wrote: "আমি বইলাভার'সের সদস্য রিজওয়ান খলিল। আপনার আইডিয়াগুলো দেখেছি। সবগুলোই অনেক ভাল ও ইন্টারেস্টিং।"
ধন্যবাদ। এখানে বুক গ্রুপ গুলোতে হরহামেশাই এমন বুক চ্যালেঞ্জ চলতে থাকে। আইডিয়া গুলো অনেকটাই ধার করা বলতে পারেন। আপনার এবং আরও অনেকের (বই লাভার'স এর সদস্য) রিভিউ ফলো করি আমি এখানে :) বই লাভার'স থেকে চমৎকার অনেক অনেক নতুন বই এর খোঁজ পেয়েছি।
গ্রুপ নিয়ে আরো কিছু কথা শেয়ার করতে চাই। Discussion Board এ বিভিন্ন folder তৈরি করে বিভিন্ন সেকশন বানিয়ে গ্রুপটা গুছিয়ে ফেলা যায়। যেমন এই Introduction সেকশন শুধু নতুন সদস্যরা একে অন্যকে নিজের সম্পর্কে জানাতে ব্যবহার করল। আইডিয়া পোস্ট - general discussion এ। মাসিক এবং বাৎসরিক চ্যালেঞ্জ কি হবে ডিসিশন নেয়ার পর সেগুলোর আলাদা folder। সদস্য বুক লগ নামে সেকশন থাকলে খুব ই ভালো হয়। একেকটি সদস্য এরকম একটি নিউ টপিক ক্রিয়েট করে চ্যালেঞ্জর জন্য পড়া বইগুলো সেখানে লিস্ট করতে পারবে যা সবাই দেখতে পাবে। মনে হতে পারে কমেন্ট এ লিখে দিলেই তো হয়, লগ এর কি প্রয়োজন। কিন্তু শত কমেন্টের ভিড়ে একটি কমেন্ট হারিয়ে যাবে। আর এরকম বুক লগ দেখতে খুব ই সুন্দর লাগে।
গ্রুপ গুছিয়ে রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা অনেক দরকার, যেমন - একই বই/টপিক এর উপর একাধিক পোস্ট ক্রিয়েট না করাতে সদস্যদের অনুরোধ করা। টপিক এর থিম অনুযায়ী পোস্ট এর সেকশন/folder আলাদা করে ফেলা।
ধন্যবাদ। এখানে বুক গ্রুপ গুলোতে হরহামেশাই এমন বুক চ্যালেঞ্জ চলতে থাকে। আইডিয়া গুলো অনেকটাই ধার করা বলতে পারেন। আপনার এবং আরও অনেকের (বই লাভার'স এর সদস্য) রিভিউ ফলো করি আমি এখানে :) বই লাভার'স থেকে চমৎকার অনেক অনেক নতুন বই এর খোঁজ পেয়েছি।
গ্রুপ নিয়ে আরো কিছু কথা শেয়ার করতে চাই। Discussion Board এ বিভিন্ন folder তৈরি করে বিভিন্ন সেকশন বানিয়ে গ্রুপটা গুছিয়ে ফেলা যায়। যেমন এই Introduction সেকশন শুধু নতুন সদস্যরা একে অন্যকে নিজের সম্পর্কে জানাতে ব্যবহার করল। আইডিয়া পোস্ট - general discussion এ। মাসিক এবং বাৎসরিক চ্যালেঞ্জ কি হবে ডিসিশন নেয়ার পর সেগুলোর আলাদা folder। সদস্য বুক লগ নামে সেকশন থাকলে খুব ই ভালো হয়। একেকটি সদস্য এরকম একটি নিউ টপিক ক্রিয়েট করে চ্যালেঞ্জর জন্য পড়া বইগুলো সেখানে লিস্ট করতে পারবে যা সবাই দেখতে পাবে। মনে হতে পারে কমেন্ট এ লিখে দিলেই তো হয়, লগ এর কি প্রয়োজন। কিন্তু শত কমেন্টের ভিড়ে একটি কমেন্ট হারিয়ে যাবে। আর এরকম বুক লগ দেখতে খুব ই সুন্দর লাগে।
গ্রুপ গুছিয়ে রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা অনেক দরকার, যেমন - একই বই/টপিক এর উপর একাধিক পোস্ট ক্রিয়েট না করাতে সদস্যদের অনুরোধ করা। টপিক এর থিম অনুযায়ী পোস্ট এর সেকশন/folder আলাদা করে ফেলা।

গ্রুপ গুছিয়ে রাখার আইডিয়াটা খুব ভালো । চ্যালেঞ্জের সাজানোরটাও। তবে একজনের পক্ষে হয়তো সব করা সম্ভব হবে না। তাই এখানেও একটা প্যানেল জাতীয় কিছু বানিয়ে অথবা সদস্যরা দায়িত্ব ভাগ করে নিয়ে কাজটা করে ফেলা যায়। এখানে কি যে কেউ এডিট করতে পারবে, নাকি শুধু এডমিনরা পারবে?
জনরা অনুযায়ী বইয়ের রিভিউ এর জন্য সেকশন থাকতে পারে।

বইয়ের গ্রুপগুলোতে নিভৃতে ঘোরাঘুরি করি।সবার পোস্ট পড়ি,আর মাঝেমাঝে হয়ত দুই একটায় কমেন্ট করি।
আপনার পোস্ট পড়ে ভাল লাগলো।

Auyon wrote: "আমি বইলাভার্সের সদস্য অয়ন।
গ্রুপ গুছিয়ে রাখার আইডিয়াটা খুব ভালো । চ্যালেঞ্জের সাজানোরটাও। তবে একজনের পক্ষে হয়তো সব করা সম্ভব হবে না। তাই এখানেও একটা প্যানেল জাতীয় কিছু বানিয়ে অথবা সদস্যরা দায়িত্ব ..."
সদস্যরা দায়িত্ব ভাগ করে নিয়ে কাজটা করে ফেলার আইডিয়াটা ভালো যদি মডারেটরদের আপত্তি না থাকে। সেক্ষেত্রে সেসব সদস্যদের মডারেটর করতে হবে না হলে ওদের ফোল্ডার ক্রিয়েট/এডিট করার ক্ষমতা থাকবেনা। গ্রুপ কে জনপ্রিয় এবং সদস্যদের পারটিসিপেশন নিশ্চিত করতে বেশ কিছু মডারেটর প্রয়োজন যারা নিয়মিত গ্রুপ গোছানো এবং বই চ্যালেঞ্জের দায়িত্ব ঠিক ভাবে পালন করতে পারবে। অন্যান্য গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন আগ্রহী সদস্যকে মডারেটর করতে দেখেছি গ্রুপ প্রপারলি অরগানাইজড করার প্রয়োজনে। এক্ষেত্রে কোঅরডিনেশন দরকার। একবার একটা ফরমেট এ আনার পর আসলে ফলো আপ করা সহজ হয়ে আসে।
জনর অনুযায়ী বইয়ের রিভিউ এর জন্য সেকশন থাকলে ডিসকাশন পোস্টস গুছিয়ে রাখতে অনেক সুবিধা হবে এবং যে যার পছন্দ মতো টপিকস সহজেই খুজে পাবেন।
মডারেটরদের সাহায্য প্রয়োজন হলে আমি সাহায্য করতে ইচ্ছুক।
গ্রুপ গুছিয়ে রাখার আইডিয়াটা খুব ভালো । চ্যালেঞ্জের সাজানোরটাও। তবে একজনের পক্ষে হয়তো সব করা সম্ভব হবে না। তাই এখানেও একটা প্যানেল জাতীয় কিছু বানিয়ে অথবা সদস্যরা দায়িত্ব ..."
সদস্যরা দায়িত্ব ভাগ করে নিয়ে কাজটা করে ফেলার আইডিয়াটা ভালো যদি মডারেটরদের আপত্তি না থাকে। সেক্ষেত্রে সেসব সদস্যদের মডারেটর করতে হবে না হলে ওদের ফোল্ডার ক্রিয়েট/এডিট করার ক্ষমতা থাকবেনা। গ্রুপ কে জনপ্রিয় এবং সদস্যদের পারটিসিপেশন নিশ্চিত করতে বেশ কিছু মডারেটর প্রয়োজন যারা নিয়মিত গ্রুপ গোছানো এবং বই চ্যালেঞ্জের দায়িত্ব ঠিক ভাবে পালন করতে পারবে। অন্যান্য গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন আগ্রহী সদস্যকে মডারেটর করতে দেখেছি গ্রুপ প্রপারলি অরগানাইজড করার প্রয়োজনে। এক্ষেত্রে কোঅরডিনেশন দরকার। একবার একটা ফরমেট এ আনার পর আসলে ফলো আপ করা সহজ হয়ে আসে।
জনর অনুযায়ী বইয়ের রিভিউ এর জন্য সেকশন থাকলে ডিসকাশন পোস্টস গুছিয়ে রাখতে অনেক সুবিধা হবে এবং যে যার পছন্দ মতো টপিকস সহজেই খুজে পাবেন।
মডারেটরদের সাহায্য প্রয়োজন হলে আমি সাহায্য করতে ইচ্ছুক।
সোহাগ wrote: "আমি বই লাভার্স গ্রুপের সদস্য সোহাগ প্লাবন।
বইয়ের গ্রুপগুলোতে নিভৃতে ঘোরাঘুরি করি।সবার পোস্ট পড়ি,আর মাঝেমাঝে হয়ত দুই একটায় কমেন্ট করি।
আপনার পোস্ট পড়ে ভাল লাগলো।"
Thanks. :)
বইয়ের গ্রুপগুলোতে নিভৃতে ঘোরাঘুরি করি।সবার পোস্ট পড়ি,আর মাঝেমাঝে হয়ত দুই একটায় কমেন্ট করি।
আপনার পোস্ট পড়ে ভাল লাগলো।"
Thanks. :)



Abs wrote: "আমি বই লাভার'স গ্রুপ এর MD. HASAN, এখন গ্রুপের বিষয় টা ভালভাবে বুঝে উঠতে পারছি না,আশা করি খুব দ্রুতই বুঝতে পারব কার্যকম পুরদমে শুরু হবার পর। আপেক্ষায় রইলাম সেই শুভ ক্ষনের।"
facebook গ্রুপ এ যা করি আমরা সেটাই এখানেও করব। বই নিয়ে আলোচনার পাশাপাশি বই পড়া নিয়ে বিভিন্ন মজার চ্যালেঞ্জ/গেমস খেলব। একসাথে কিছু মাসিক গ্রুপ বই চয়েস করে বই পড়ব এবং বই নিয়ে নিজের অনুভতি সবার সাথে শেয়ার করব।
facebook গ্রুপ এ যা করি আমরা সেটাই এখানেও করব। বই নিয়ে আলোচনার পাশাপাশি বই পড়া নিয়ে বিভিন্ন মজার চ্যালেঞ্জ/গেমস খেলব। একসাথে কিছু মাসিক গ্রুপ বই চয়েস করে বই পড়ব এবং বই নিয়ে নিজের অনুভতি সবার সাথে শেয়ার করব।

happy reading :)
Mustahid wrote: "আমি সালমান। বই লাভার্স গ্রুপ এর একজন সদস্য। বই নিয়ে চ্যালেঞ্জ এর ব্যাপার টা মজার লাগল। যোগ দিলাম আপনাদের সঙ্গে।
happy reading :)"
Thanks Salman bhai for joining us! চ্যালেঞ্জ এ পার্টিসিপেট করে ফেলেন, আরো মজা লাগবে :)
হ্যাপি রিডিং!
happy reading :)"
Thanks Salman bhai for joining us! চ্যালেঞ্জ এ পার্টিসিপেট করে ফেলেন, আরো মজা লাগবে :)
হ্যাপি রিডিং!
Md Khalid wrote: "মোঃ খালিদ রহমান , ফেসবুক গ্রুপের সদস্য । Goodreads এ এই উদ্যোগের জন্য ধন্যবাদ :)"
Welcome খালিদ ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেয়ার জন্যে :) ।
Welcome খালিদ ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেয়ার জন্যে :) ।

Souro wrote: "সৌর জিত, ফেসবুক গ্রুপের সদস্য। Goodreads এ এর আগে কোন গ্রুপেই ছিলাম না। এটাই এখানে আমার প্রথম গ্রুপ। তাই নতুন একটা স্বাদ পাচ্ছি, ভালোই লাগছে।"
Welcome সৌর জিত bhai! :) Glad you liked our group. :D
Welcome সৌর জিত bhai! :) Glad you liked our group. :D
Sourav wrote: "Me, Sourav Giri, An Assistant School Teacher(Kolkata)by profession. Now very busy with my exam, will be active from 19th Jan."
Sourav Giri bhai, good luck for your exam :)
Sourav Giri bhai, good luck for your exam :)

Fariha wrote: "আমি ফারিহা জাবিন, বই লাভারসের একজন সদস্য। গুডরীডসে অ্যাক্টিভ ছিলাম না, এই গ্রুপের মাধ্যমে অ্যাক্টিভ হওয়ার ইচ্ছা আছে। পোল, ডিসকাশন, চ্যালেঞ্জ ব্যাপার গুলা বেশ ভালোই লাগছে :)"
Hi Fariha apu :) Glad to hear you're liking this group :D.
Hi Fariha apu :) Glad to hear you're liking this group :D.

নিশাত wrote: "হ্যালো,আমি নিশি.আমি ফেসবুকে বই লাভারস পোলাপান গ্রুপ এর একজন সদস্য.কিন্তু আমি যে কোনো কিছু share করতে অনেক hesitate feel করি তাই আজ পর্যন্ত কোনো পোস্ট করা হয়নি.আশা করি এই hesitation টা আস্তে আস্তে ক..."
Hi নিশি :) Welcome to this group. আমি নিজেও এটা ফিল করতাম, এখনো করি। যার কারণে আমি খুব কম বইয়ের রিভিউ লিখি, লিখলেও অনেক ছোট রিভিউ লিখি। জড়তা এখন একটু কমে এসেছে। অল্প সল্প করে লিখতে শুরু করুন, দেখবেন একটা সময় এই hesitate feeling একেবারে চলে না গেলেও কমে আসবে। :)
Hi নিশি :) Welcome to this group. আমি নিজেও এটা ফিল করতাম, এখনো করি। যার কারণে আমি খুব কম বইয়ের রিভিউ লিখি, লিখলেও অনেক ছোট রিভিউ লিখি। জড়তা এখন একটু কমে এসেছে। অল্প সল্প করে লিখতে শুরু করুন, দেখবেন একটা সময় এই hesitate feeling একেবারে চলে না গেলেও কমে আসবে। :)

ওয়েলকাম :) বইয়ে মুখ গুজে থাকা আমাদের প্রায় সবারই এই সমস্যাটা আছে, আশাকরি সমমনা মানুষদের মাঝে হেজিটেশনটা ধীরে ধীরে কমে যাবে।



Welcome Bro. Hoping so.


Welcome Sourav. আরে ভাই বই পড়া নিছক একটা রোগ হবে কেন, এটা রীতিমত মহামারী!! দেখেন না এখানেই কত শত আক্রান্ত ব্যক্তি আছে!!



Have a nice day.




Sristi wrote: "Hi!!!! amar nam sristi ami ekhono skul e pori but i loovvee jafar iqbal sir books ( i mean, who does'nt?)"
Welcome to our group Sristi. :) তুমি ঠিক ই বলেছো, এমন কোন বইপ্রেমী বাঙালী কে খুঁজে পাওয়া মুশকিল হবে যে জাফর ইকবাল স্যার এর বই এর ভক্ত নয়।
Welcome to our group Sristi. :) তুমি ঠিক ই বলেছো, এমন কোন বইপ্রেমী বাঙালী কে খুঁজে পাওয়া মুশকিল হবে যে জাফর ইকবাল স্যার এর বই এর ভক্ত নয়।
Asif wrote: "সবাই শুভেচ্ছা নিবেন ... আমি আসিফ ... ভাল লাগে আহমেদ সফা, হুমায়ুন আহমেদ সহ ফিকশান ধর্মীয় বই , এই গ্রুপ এর কেউ কিন্ডেল দিয়ে বই পরলে কোন জায়গা থেকে .mobi ডাউনলোড করেন জানাবেন ... pdf বাংলা বই এর দুর্ল..."
Hi Asif, welcome to our group. :)
সবার আগে গ্রুপ এর নিয়ম গুলো পড়ে নিতে অনুরোধ করবো আপনাকে, তাহলে জানতে পারবেন এখানে বই ডাউনলোড বিষয়ক কোন আলোচনা করা থেকে সদস্যদের বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। আপনি ফেসবুক ইউজার হয়ে থাকলে এই গ্রুপ এর ফেসবুক পেজ এ জয়েন করুন, ওখানে আপনার রিকোয়েস্ট এর উত্তর পাবেন আশা করি।
Hi Asif, welcome to our group. :)
সবার আগে গ্রুপ এর নিয়ম গুলো পড়ে নিতে অনুরোধ করবো আপনাকে, তাহলে জানতে পারবেন এখানে বই ডাউনলোড বিষয়ক কোন আলোচনা করা থেকে সদস্যদের বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। আপনি ফেসবুক ইউজার হয়ে থাকলে এই গ্রুপ এর ফেসবুক পেজ এ জয়েন করুন, ওখানে আপনার রিকোয়েস্ট এর উত্তর পাবেন আশা করি।

এই গ্রুপে নতুন। মূলত গুডরিডার্সেই নতুন। এখনো এখানকার সবকিছু নিয়ম-কানুন শিখে উঠতে পারি নি। দ্রুত সব জেনে নিব আশা করি। এখানে এড হতে পেরে সেই সাথে এত এত বই লাভারকে এক সাথে পেয়ে খুব ভালো লাগছে। সবার আগামী দিনের শুভ কামনা। হ্যাপি গুড বুকস রিডিং। :)
হাই, আমি মিরাজ। বই পড়তে খুব ভালোবাসি। কিন্তু মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যাই। তখন ইন্সপিরেশন লাগে। আশা করি এক্ষেত্রে এই গ্রুপ টা থেকে উপকার পাব। বিশেষ করে রিডিং চ্যালেঞ্জ এর ব্যাপার টা খুব ভাল। happy reading.

আমি Mohammad Saifullah (Sayf). শুধুমাত্র একজন পাঠক । ফেসবুকে বইলাভারস এর নীরব দর্শক শ্রেণীর সদস্য । ফেসবুকের গ্রুপ থেকে প্রচুর পেয়েছি, এখনও পাচ্ছি । ধন্যবাদ সবাইকে ।
Happy Reading.