পার্থিব পার্থিব discussion


11 views
comment

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

ফেরদৌস আলম আমি স্তব্ধ। কখনই কল্পনাতেও আনতে পারিনি। কোন এক লেখকের লেখা কোন চরিত্রের সাথে কোন মানুষের জীবন এরকম হুবহু মিলে যেতে পারে। মিলে যেতে পারে অনুভূতি, উপলব্ধি, জীবনের সবগুলো দিক। পড়ার পর মনে হল লেখক যেন আমার জায়গাতেই ঠিক 'কৃষ্ণজীবন'কেই বসিয়ে দিয়েছেন। যে এক অন্যরকমভাবে পৃথিবীটাকে ভালবাসে, উপলব্ধি করে। মাঝে মাঝে বেশ কয়েক জায়গায় কেঁদেও ফেলেছি। সঙ্গত কারণেই। কৃষ্ণজীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর সাথে সমানভাবে ঘুরপাক খেয়েছি। ভালবাসার একটা অর্থ হয়ত ভালবাসা না পাওয়া। তাতে ভালবাসার অস্তিত্বটা টের পাওয়া যায় প্রতিটি পদক্ষেপে। কৃষ্ণজীবন, ভালো থেকো। ইনশাআল্লাহ, আমি হয়ত 'ডারলিং আর্থ' বইটা সত্যিই সত্যিই লেখা শুরু করব। লেখকের আশীর্বাদ চেয়ে নিলাম। ভালবাসাটা লেখকের প্রতি রেখে গেলাম, যেমনটি লেখক আমাকে না জানিয়েই দিয়েছিলেন তার লেখা এই 'পার্থিবে'।


back to top