সোনালী দুঃখ
question
বইটি পড়ে আপনার অনুভূতি কি?
Sabbir
May 18, 2014 09:27AM
আমার মতে at least আমি যদি ত্রিস্তানের জায়গায় থাকতাম তবে জাহাজে থাকা অবস্থাই সোনালীকে নিয়ে কোন দেশান্তরে পাড়ি দিতাম। :p
আর তাছাড়া ত্রিস্তানের দরকার কি ছিল রাজার জন্য সোনালীকে পছন্দ করবার। রাজা তো তাকে বলেনি। সে তো নিজেই সোনালীকে বিয়ে করতে পারত।
কিন্তু গল্প শুধু গল্পই, বাস্তবে তা হয় না।
আর তাছাড়া ত্রিস্তানের দরকার কি ছিল রাজার জন্য সোনালীকে পছন্দ করবার। রাজা তো তাকে বলেনি। সে তো নিজেই সোনালীকে বিয়ে করতে পারত।
কিন্তু গল্প শুধু গল্পই, বাস্তবে তা হয় না।
reply
flag
এই ধরণের প্রেম মেনে নেয়া যায় না । গল্পটা আমার কাছে মনে হয়েছে, পড়ার জন্যই পড়া ।
all discussions on this book
|
post a new topic

