কিছু কিছু বন্ধুপাগল মানুষের ছেলেমানুষি মনোভাব কেটে গেলেও বন্ধুমানুষি মনোভাবটা বুঝি কখনওই আর কাটে না। তাই তো বাস্তবতার জাঁতাকলে প্রতিনিয়ত পিষ্ট হবার পরেও এই ধুলোবালি মাখা জীর্ণ, ধূসর পৃথিবীর ছাদে ওরা ছয়জন আজো বুকের ভেতর কাচ দেয়ালের এক বৃষ্টিমহল নিয়ে ঘুরে বেড়ায়। বৃষ্টিমহল বেঁচে থাকুক চিরকাল ওদের হৃদয়ে , বৃষ্টিমহল বেঁচে থাকুক পৃথিবীর সব বন্ধুপা…