দীর্ঘ ত্রিশ বছর গবেষনার শেষে বুয়েটের অবসরপ্রাপ্ত একজন প্রফেসর মানুষের কল্যাণের জন্য ঢাকা শহরে একটি অতি উচ্চ বুদ্ধিমাত্রার রোবটকে মুক্ত করে দেয়। অনুভূতি সম্পন্ন এই রোবটটির নাম রিবিট যার একমাত্র কাজ মানুষের কল্যাণ সাধন করা। মানুষের মতোই রিবিটের সুখ দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না, কষ্ট-যন্ত্রণা রয়েছে, রয়েছে মানুষ বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অফুরন্ত আ…