Sumaiya Sumi > Sumaiya's Quotes

Showing 1-8 of 8
sort by

  • #1
    Jibanananda Das
    “তবু তোমাকে ভালোবেসে
    মুহূর্তের মধ্যে ফিরে এসে
    বুঝেছি অকূলে জেগে রয়
    ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয় ।”
    Jibanananda Das, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

  • #2
    Jibanananda Das
    “শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে
    বলিলাম: ‘একদিন এমন সময়
    আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–
    পঁচিশ বছর পরে!”
    Jibanananda Das

  • #3
    Jibanananda Das
    “হেঁয়ালি রেখো না কিছু মনে;
    হৃদয় রয়েছে ব'লে চাতকের মতন আবেগ
    হৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয়,-
    যদিও জেগেছে তাতে জলভারানত কোনো মেঘ;
    হে প্রেমিক, আত্মরতিমদির কি তুমি?
    মেঘ;মেঘ, হৃদয়ঃ হৃদয়, আর মরুভূমি শুধু মরুভূমি..”
    Jibanananda Das
    tags: poems

  • #4
    Jibanananda Das
    “সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই হয় কথা,
    আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের 'পরে!”
    Jibanananda Das, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

  • #5
    Jibanananda Das
    “কতো দেহ এলো,- গেল,- হাত ছুঁয়ে-ছুঁয়ে
    দিয়াছি ফিরায়ে সব,- সমুদ্রের জলে দেহ ধুয়ে
    নক্ষত্রের তলে
    বসে আছি,- সমুদ্রের জলে
    দেহ ধুয়ে নিয়া
    তুমি কি আসিবে কাছে”
    Jibanananda Das, ধূসর পাণ্ডুলিপি

  • #6
    Jibanananda Das
    “তোমার শরীর ,-
    তাই নিয়ে এসেছিলে একবার;- তারপর,- মানুষের ভিড়
    রাত্রি আর দিন
    তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা,- হয়েছে মলিন
    চক্ষু এই;- ছিঁড়ে গেছি- ফেড়ে গেছি ,- পৃথিবীর পথ হেঁটে হেঁটে
    কত দিন রাত্রি গেছে কেটে !”
    Jibanananda Das, ধূসর পাণ্ডুলিপি

  • #7
    Jibanananda Das
    “কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হল তার সাধ ।”
    Jibanananda Das, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

  • #8
    Tarashankar Bandyopadhyay
    “কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদ কেনে?
    কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে?”
    Tarashankar Bandyopadhyay, কবি



Rss