Hamima Afroz Lopa > Hamima Afroz's Quotes

Showing 1-30 of 246
« previous 1 3 4 5 6 7 8 9
sort by

  • #4
    Bibhutibhushan Bandyopadhyay
    “মানুষ কি চায় — উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষইয়া ভোঁতা — এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না, জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান-বাঁধানো — রস ঢুকিতে পায় না।”
    Bibhutibhushan Bandyopadhyay, আরণ্যক

  • #6
    Bibhutibhushan Bandyopadhyay
    “যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে তাহার মূল্য অনেক বেশি। এ কথা খুবই সত্য যে, এই মূল্য মানুষের মনগড়া একটি কৃত্রিম মূল্য, প্রার্থিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোন সম্বন্ধ নাই। কিন্তু জগতের অধিকাংশ জিনিসের উপরই একটি কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি।”
    Bibhutibhushan Bandyopadhyay, আরণ্যক

  • #7
    Taradas Bandyopadhyay
    “সন্ধানেই আনন্দ, প্রাপ্তিতেই পরিসমাপ্তি।”
    Taradas Bandyopadhyay, কাজল

  • #8
    Ashapurna Devi
    “এতো আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এতো অন্ধকারে কেন?”
    Ashapurna Devi, প্রথম প্রতিশ্রুতি

  • #8
    Ashapurna Devi
    “সুখের বদলে সম্মান বিকাইয়া দেওয়া যায় না। সুখ বিদায় হোক — সম্মান থাক জীবনে।”
    Ashapurna Devi, অগ্নিপরীক্ষা

  • #9
    Taradas Bandyopadhyay
    “চেনা মুখের ভিড়ে একলা থাকা বড়ো কষ্টের।”
    Taradas Bandyopadhyay, কাজল

  • #9
    Rabindranath Tagore
    “বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি।”
    Rabindranath Tagore, Sesher Kobita, the Last Poem

  • #10
    Rabindranath Tagore
    “পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না।”
    Rabindranath Tagore, Sesher Kobita, the Last Poem

  • #10
    Ashapurna Devi
    “উঁচুতে উঠতে হলে কত নীচুতে নামতে হয়। কিন্তু সেটা সত্যি উঁচু নয় বলেই তো। অথচ এই পৃথিবী ওইটাকেই সত্যি উঁচু ভেবে অবিরত নীচে নেমে চলেছে।”
    Ashapurna Devi, উঁচুতে ওঠা

  • #11
    Sarat Chandra Chattopadhyay
    “সাদা আলো যেমন বাঁকা কাঁচের মধ্যে রঙিন হয়ে ওঠে, ন্যায়ও তেমনি অন্যায়, অধর্ম, পাপ, তাপের বাঁকা পথ দিয়ে দয়া, মায়া, ক্ষমায় বিচিত্র হয়ে দেখা যায়।”
    Sarat Chandra Chattopadhyay, चरित्रहीन

  • #12
    Rabindranath Tagore
    “পশুপক্ষীরা প্রকৃতির কারখানা থেকে বেরিয়েছে তৈরি জিনিস। কিন্তু মানুষ কাঁচা মালমসলা। স্বয়ং মানুষের উপর ভার তাকে গড়ে তোলা।”
    Rabindranath Tagore, Two Sisters

  • #12
    Humayun Ahmed
    “মানুষকে ঘৃণা করার অপরাধে কখনো কাউকে মৃত্যুদন্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে। ভবিষ্যতেও হয়তো হবে।”
    Humayun Ahmed, সম্রাট

  • #13
    Taradas Bandyopadhyay
    “আত্মার বিনাশ নেই। আত্মা একটা শক্তি। একটা ভীষণ শক্তি। শক্তির বিনাশ নেই, রূপান্তর আছে মাত্র”
    Taradas Bandyopadhyay, কাজল

  • #14
    Rabindranath Tagore
    “শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না; আফিমওয়ালী বাঁধেও বটে, ভোলায়ও।”
    Rabindranath Tagore, Sesher Kobita, the Last Poem

  • #15
    Humayun Ahmed
    “গল্প উপন্যাসের নায়ক-নায়িকাদের সুখ-দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়।”
    Humayun Ahmed, এইসব দিনরাত্রি

  • #16
    Rabindranath Tagore
    “বিক্ষিপ্তকে সংক্ষিপ্ত করতে হবে একটা অভিপ্রায়ের টানে, আঁট হয়ে উঠবে, ডাইনামিক হবে, তবেই সেই একত্বকে বলা যেতে পারবে মরাল অর্গানিজম্।”
    Rabindranath Tagore, Two Sisters

  • #17
    Humayun Ahmed
    “সময় নেতা তৈরি করে। ঠিক সময়ে ঠিক নেতা এই কারণেই বের হয়ে আসে।”
    Humayun Ahmed, চাঁদের আলোয় কয়েকজন যুবক

  • #18
    Humayun Ahmed
    “প্রিয় মুখ কিছু দিন পরপর দেখতে হয়। মানুষের মস্তিষ্ক অপ্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রাখে। প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না। যে জন্যে চোখ বণধ করে প্রিয়জনের চেহারা কখনোই মনে করা যায় না।”
    Humayun Ahmed, হিমু

  • #19
    Suchitra Bhattacharya
    “মনের ছবি আড়াল করতে সামনে একটা চলমান ছবি তো রাখতেই হয়।”
    Suchitra Bhattacharya, ছেঁড়া তার

  • #20
    Bibhutibhushan Bandyopadhyay
    “মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। দশ বছরের জীবন সে উপভোগ করেছে দেড় বছরে।”
    Bibhutibhushan Bandyopadhyay, চাঁদের পাহাড়

  • #21
    Humayun Ahmed
    “আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না। আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মতো - স্বাদহীন। সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে। যারা ডিসটিল্ড ওয়াটার নয় - কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো।”
    Humayun Ahmed

  • #22
    Muhammed Zafar Iqbal
    “পবিত্র কোরআন শরিফে লেখা আছে মানুষ যখন বেহেশত পাবে তখন তার বুকের ভেতর থেকে সব প্রতিহিংসা সরিয়ে দেওয়া হবে। কথাটি অন্যভাবেও ব্যাখ্যা করা যায়, এই পৃথিবীতেই যদি একজন মানুষ তার বুকের ভেতর থেকে সব প্রতিহিংসা দূর করতে পারে তাহলে পৃথিবীটাই তার কাছে বেহেশত হয়ে যেতে পারে। ১৯৭১ সালে পাকিস্তান নামক রাষ্ট্রটি আমাদের দেশে যে ভয়ঙ্কর হত্যাকান্ড এবং নির্যাতন চালিয়েছে সেটি আমি নিজের চোখে দেখেছি এবং সে কারণে আমার বুকের ভেতর এই রাষ্ট্রটির জন্য যে তীব্র ঘৃণা এবং প্রতিহিংসার জন্ম হয়েছে আমি কোনোদিন তার থেকে মুক্তি পাব না। এই রক্তলোলুপ ভয়ঙ্কর দানবদের কারণে পৃথিবীটা আমার জন্য কখনো বেহেশত হতে পারবে না। সব সময়ই এই দেশ এবং এই দেশের দানবদের জন্য আমার বুকে ঘৃণা এবং প্রতিহিংসার আগুন ধিকিধিকি করে জ্বলতে থাকবে।”
    Muhammed Zafar Iqbal

  • #23
    Tarashankar Bandyopadhyay
    “কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদ কেনে?
    কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে?”
    Tarashankar Bandyopadhyay, কবি

  • #24
    Tarashankar Bandyopadhyay
    “এ ভুবনে ডুবল যে চাঁদ সে ভুবনে উঠল কি তা?
    হেথায় সাঁঝে ঝরল যে ফুল হোথায় প্রাতে ফুটল কি তা?
    এ জীবনের কান্না যত― হয় কি হাসি সে ভুবনে?
    হায়! জীবন এত ছোট কেনে?
    এ ভুবনে?”
    Tarashankar Bandyopadhyay, কবি

  • #25
    Ashapurna Devi
    “যাকে সামনে সমীহ করতে বাধ্য হতে হয়, তাকে আড়ালে নিন্দে করতে না পেলে বাঁচবে কেমন করে মানুষ?”
    Ashapurna Devi, প্রথম প্রতিশ্রুতি

  • #26
    Tarashankar Bandyopadhyay
    “এই খেদ মোর মনে
    ভালবেসে মিটল না আশ- কুলাল না এ জীবনে।
    হায়, জীবন এত ছোট কেনে?
    এ ভুবনে?”
    Tarashankar Bandyopadhyay, কবি
    tags: life, love

  • #27
    Syed Mujtaba Ali
    “যে ব্যামোর দেখবেন সাতান্ন রকমের ওষুধ, বুঝে নেবেন, সে ব্যামো ওষুধে সারে না।”
    Syed Mujtaba Ali, চাচা কাহিনী

  • #28
    Mahasweta Devi
    “সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘনিয়ম অনুযায়ী, সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়।
    অঙ্কুর। আশার-দুঃখের-চিন্তার-বিদ্বেষের।
    আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়।
    সময় সব পারে।”
    Mahasweta Devi, Mother of 1084

  • #29
    “আকাশের চাঁদকে মাটিতে নামাবার সাধনা শুধু নির্বুদ্ধিতা নয় অন্যায়। তাতে গোটা পৃথিবীটাকে চাঁদের আলো থেকে বঞ্চিত করা হয়।”
    Falguni Mukhopadhyay, শাপমোচন

  • #30
    Humayun Ahmed
    “প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই
    গৃহত্যাগী হবার মত জোছনা কি উঠেছে ?
    বালিকা ভুলানো জোছনা নয়।
    যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে ―
    ও মাগো, কি সুন্দর চাঁদ ।
    নব দম্পত্তির জোছনাও নয় ।
    যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন ―
    দেখো দেখো নীতু, চাঁদটা তোমার মুখের মতই সুন্দর ।
    কাজলা দিদির স্যাঁতস্যাতে জোছনা নয় ।
    যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাষ্টবিন উল্টে দেয় আকাশে ।
    কবির জোছনা নয় । যে জোছনা দেখে কবিরা বলবেন ―
    কি আশ্চর্য রূপার থালার মত চাঁদ ।
    আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি ।
    যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ―
    ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর ।
    প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব ―
    পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে ।
    চারদিক থেকে বিবিধ কন্ঠ ডাকবে ― আয় আয় আয় ।”
    Humayun Ahmed, কবি



Rss
« previous 1 3 4 5 6 7 8 9