“পাপে নিমজ্জিত দেহ মন কখনোই প্রকৃত অর্থে সুখি হতে পারে না। একবুক হাহাকার আর সীমাহীন একাকীত্বই হয় তাদের সারাটি জীবনের সঙ্গী। লোকেরা যাদেরকে স্মার্ট এবং বুদ্ধিমতী ভাবে প্রকৃত অর্থে তারা তো হতেই বা পেরেছে কবে! প্রতিটি আত্মাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই তো প্রকৃত স্মার্ট যে তার মৃত্যুর পরবর্তী জীবনকে সাজিয়ে নেয়ার কথা ভাবে।”
―
মাহিন মাহমুদ,
পুণ্যময়ী