“মানুষ মূলত মূর্খ। মানুষের মূর্খতার মোহময় এক ক্ষমতা আছে এবং এটা অসীম। এই ক্ষমতার বলেই দাঁড়িয়ে আছে মানব সৃষ্ট সকল কাঠামো, সকল গল্প। এই মূর্খতাই ঠেক দেয় মানুষের অস্তিত্ব সংকট, সৃষ্টি করে মনুষ্য-জীবনের উদ্দেশ্য। একটি গল্প দুর্বল হয়ে গেলে জন্ম নেয় আরেকটি নতুন গল্প, একটি কাঠামো ভেঙে পড়লে জন্ম নেয় আরেকটি নতুন কাঠামো। মজার ব্যাপার হলো, এই মূর্খতার ঝুড়ি যেমন তলাবিহীন, আবার বিপরীত দিকে, মানুষের প্রজ্ঞাও আকাশচুম্বী। এই দুইয়ের এমন মিশ্রণ জীবনকে কোন রকমে কিংবা জোরেশোরেই করে তোলে বেঁচে থাকার জন্য উপযোগী।”
―
Shariful Islam,
নিউরোদর্শন