Syeda’s
Comments
(group member since Oct 14, 2023)
Syeda’s
comments
from the Boipokader Addakhana group.
Showing 1-1 of 1
গুডরিডসে এক সময় সবাই বই এড করতে পারতেন৷ এখন শুধুমাত্র লাইব্রেরিয়ানরাই সেটা করতে পারেন, সে কারণে অনেক বাংলা বই-ই গুডরিডসে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। সেই সমস্যা সমাধানে এই থ্রেড খোলা। যে বই এড করতে চান তার বিস্তারিত (নাম, লেখক, প্রকাশনী, কাহিনি সংক্ষেপ, প্রচ্ছদ, আইএসবিএন, হার্ডকাভার/পেপারব্যাক, প্রকাশকাল) একটা কমেন্টে দিবেন। আমরা সেগুলো নোট করে পৌঁছে দিবো লাইব্রেরিয়ানদের কাছে। এছাড়াও গুডরিডস সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়েও প্রশ্ন করতে পারেন।
অসংখ্য ধন্যবাদ তাঁদের ব্যস্ততার মধ্যে এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য।
গুডরিডসে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে আসুন সবাই এগিয়ে আসি।
