Mohiuddin Mohammad Zunaid (মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ) Mohiuddin Mohammad Zunaid’s Comments (group member since Apr 07, 2024)



Showing 1-5 of 5

May 16, 2025 09:32PM

1224301 আপনাকে ২টা বই এ্যাড করার জন্য মেসেজ দিয়েছি। অনুগ্রহ করে দেখবেন।
Dec 23, 2024 02:15AM

1224301 আচ্ছা আজকেই দিয়ে দিব ইনশাআল্লাহ
Aug 02, 2024 06:07AM

1224301 জিন ও শয়তানের জগৎ
শাইখ ড. উমার সুলাইমান আল আশকার
অনুবাদ আশিল আরমান নিলয় ও মাওলানা আবদুল্লাহ আল মাসউদ
সীরাত পাবলিকেশান্স
প্রথম সংস্করণ সেপ্টেম্বর ২০১৯
মূল্য ২৮০ টাকা
ISBN 978-984-8041-30-7

এই বইটা এখনো পড়া শুরু করিনি। পড়া শেষ হলে এটার রিভিউ লিখবো এবং এখানেও আপডেট করে দেবো।
Aug 02, 2024 05:58AM

1224301 যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি
ওয়াহিদ বিন আব্দুস সালাম বালী
অনুবাদ আবদূর রব আফফান
তাওহীদ পাবলিকেশান্স
প্রথম সংস্করণ ফেব্রুয়ারী ২০১০
মূল্য ১৫০ টাকা
ISBN 978-984-8766-17-1

এই বইটা এখনো পড়া শুরু করিনি। পড়া শেষ হলে এটার রিভিউ লিখবো এবং এখানেও আপডেট করে দেবো।
Aug 02, 2024 05:33AM

1224301 অসংখ্য ধন্যবাদ। আমি একটা বই এই লাইব্রেরিতে যুক্ত করতে চাই।

ক্রুসেডের ইতিবৃত্ত
আশকার ইবনে শাইখ
মদীনা পাবলিকেশান্স
প্রথম সংস্করণ ১৯৯৪
মূল্য ১০০ টাকা
ISBN 984-8367-024-0

আসকার ইবনে আবু সাঈদের লেখা ক্রুসেডের ইতিবৃত্ত বইটার নাম শোনার পরে প্রথমে আমি এর পিডিএফ কপি থেকে প্রথমে কয়েক পাতা পড়ে দেখি। মাত্র কয়েকটা পাতা পড়ার পরই সাথে সাথে আমি ওয়ালিলাইফে এই বইটার জন্য অর্ডার দেই। নিজের ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য এর চেয়ে দারুণ কোনো বই হতেই পারে না। আমি উনার লেখা আগে কোনো বই পড়িনি। কিন্তু প্রথমবার উনার লেখা একটা বই পড়তে যেয়ে উনার লেখার দক্ষতা আমাকে রীতিমত মুগ্ধ করেছে। নাট্যকার হিসেবেই কিনা জানি না, তবে উনার লেখার মধ্যে একটা অদ্ভুত মাদকতাময় আকর্ষণবোধ কাজ করে, যার কারণে আপনি পড়তে শুরু করলে সহজে সেই লেখা থেকে উঠে যেতে পারবেন না।
ঐতিহাসিক কিংবা রাজনৈতিক এই দুই জনরার বইগুলো খুবই গুরুত্বপূর্ণ হয় এই কারণে যে, এটাতে লেখকরা যদি সঠিক তথ্য যথাযথভাবে ও নিরপেক্ষভাবে উপস্থাপন না করেন, তাহলে সেই বইগুলো আসলে আবর্জনা ছাড়া আর কিছুই হয় না। বিশেষ করে ঐতিহাসিক পটভূমিতে লেখা বইগুলো, যেখানে দুই পক্ষই কোনো রাজনৈতিক সংঘাতের সাথে জড়িত থাকে। সেই দ্বন্দ্ব এবং সংঘাতের কারণ বিশ্লেষণ ও পটভূমি বা প্রেক্ষাপট এবং এর পরবর্তীতে কী ধরনের বিপর্যয় নেমে এসেছে সেটা চুলচেরা বিশ্লেষণ করাটা খুব সাধারণ কোনো লেখার কাজ নয়। আর ঠিক এই কারণে লেখকরা সাধারণত বিভিন্ন জনরা নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করলেও ঐতিহাসিক পটভূমির বইগুলিতে লিখতে গিয়ে রীতিমত দ্বিধান্বিত হয়ে পড়েন। ‌
‘ক্রুসেডের ইতিবৃত্ত’ নামটাই খুবই আকর্ষণীয়। বুঝাই যাচ্ছে এটা ইসলামের প্রথম যুগ থেকে অটোম্যান সাম্রাজ্যের মাঝামাঝি পর্যন্ত একের পর এক খ্রিস্ট ধর্মীয় সম্রাজ্যের সাথে দ্বন্দ্ব সংঘাত এবং যুদ্ধের ইতিহাস নিয়ে এসেছে। আশ্চর্য বিষয় হচ্ছে লেখক এই অংশটা তো দুর্দান্তভাবে লিখেছেন, তার সাথে সারা বিশ্বের পারিপার্শ্বিক, সামাজিক, রাজনৈতিক ও ভূ-সামাজিক প্রেক্ষাপট এত দুর্দান্তভাবে তুলে এসেছেন যে সমসাময়িক পৃথিবীর সার্বিক রাজনৈতিক পরিস্থিতি খুব সহজে উপলব্ধি করা যায়। লেখককে সেজন্য অবশ্য অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উপযুক্ত মনে করছি আমি।
আমার কাছে সবচেয়ে দুর্দান্ত লেগেছে ভারত উপমহাদেশের অংশটা নিয়ে লেখা জায়গাটা। একেবারে শুরু থেকে, একেবারে মানে আমি আর্যরা যখন এই ভারতবর্ষে আসে ঠিক তখন থেকে উনি লেখা শুরু করেছেন। ভারত উপমহাদেশে ইংরেজি শাসন ব্যবস্থার সূচনা, মধ্যকাল এবং সর্বশেষে এর ভেঙে যাওয়া পর্যন্ত পরিস্থিতি এবং আর্থসামাজিক অবস্থাগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে। বিশেষ করে ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্যের বিস্তারের সূচনা এবং একের পর এক যে বৈরি পরিবেশের মধ্যেও মুসলিম মুঘল সাম্রাজ্য কীভাবে টিকে ছিল, কেন টিকে ছিল, কার সাহায্যে টিকে ছিল এবং কী উদ্দেশ্যে টিকে ছিল তা খুবই সুন্দরভাবে বিবৃত হয়েছে।
এ বইটার নন ফিকশন ক্যাটাগরির। যারা সাধারণত ফিকশন জনরার বই পড়েন, তাদের কাছে বইটা কিছুটা অন্যরকম লাগবে। তবে এই বইয়ের বিভিন্ন জায়গায় ঐতিহাসিক ঘটনাগুলো গল্পের আকারে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে, সেটা পড়ার সময় আসলে একটা অন্যরকম অনুভূতি হয়। ‌আমি এই বইয়ের ঐতিহাসিক ঘটনাগুলো লেখার সময় লেখক যে পদ্ধতি ব্যবহার করেছেন তাকে আমি ‘বার্ডস আই’ বলে ধরে নিয়েছি।