Wazedur Rahman Wazed's Blog, page 2

July 14, 2021

লেডিস অ্যান্ড জেন্টলম্যান: এক পরজীবী শহরের গল্প

জিফাইভের হয়ে দ্য গুড কোম্পানি এবং ছবিয়াল তৈরি করেছে এই ওয়েব সিরিজ। সহযোগী পরিচালক হিসেবে ছিলেন মাহমুদুল ইসলাম। স্টোরি ডেভেলপমেন্ট টিমে ছিলেন মোস্তফা সরওয়ার ফারুকি, তানভীর হোসেন, নুসরাত ইমরোজ তিশা এবং সাঈদ মাহমুদ। সিনেমাটগ্রাফির কাজ করেছেন রাশিয়ান অ্যালেক্সি কুসোরোকোভ।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2021 08:53

July 9, 2021

উই আর লেডি পার্টস: পাঁচ মুসলিম নারীর পাংক রক ব্যান্ড গড়ার গল্প

হিজার পরা পাঁচ মুসলিম নারী পারফর্ম করছে এক পাঙ্কের ব্যান্ডে। ব্যাপারটা একটু অস্বাভাবিকই বটে। সচরাচর উপমহাদেশের প্রেক্ষাপটে এমনটা তো অকল্পনীয়। যেখানে নারীদের ঘর থেকে দুই পা ফেলে উঠানে এসে আকাশ দেখা নিষেধ; যেখানে গান শোনাই হারাম, সেখানে পাঙ্ক ব্যান্ডে পারফর্ম করা তো যেন সাক্ষাৎ মৃত্যু দেবতার আমন্ত্রণ বলে মনে হয়। কিন্তু এই ব্যাপারটাকে বাস্তব প্রেক্ষাপটে সিরিজের গল্পে তুলে এনেছেন নিধা মানজুর। কথা বলছিলাম সিটকম সিরিজ উই আর লেডি পার্টস নিয়ে। এটা মূলত ব্রিটিশ সিরিজ।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2021 09:49

July 3, 2021

মহানগর: ক্রাইম থ্রিলার এক সিরিজের নাম

গল্পটা মূলত এক রাতের। যে রাতে শিল্পপতির ছেলে আফনান চৌধুরী পার্টি শেষে ফেরার পথে গাড়ি চাপা দেয় এক সাইকেল আরোহীকে। ঘটনার আকস্মিকতায় আফনান লোকটাকে বাঁচানোর চেষ্টা না করেই পালানোর চেষ্টা করে। যদিও তার সেই পালানোর চেষ্টা ব্যর্থ হয়। ধরা পড়ে আফনান চৌধুরী পুলিশের কাছে। নিয়ে আসা হয় তাকে থানায়। কেসের দায়িত্ব পড়ে ওসি হারুনের কাছে। আফনানের বাবা আলমগীর চৌধুরী ফোন করে ওসি হারুণকে। ওসি হারুণ সুযোগ খুঁজে আফনাঙ্কে এই কেস থেকে মুক্তি দিতে। কিন্তু সমস্যাটা বাঁধে যখন এসি স্যার থানায় চলে আসে। গল্প এগিয়ে চলে।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2021 09:12