Jump to ratings and reviews
Rate this book

টুনটুনি ও ছোটাচ্চু #1

টুনটুনি ও ছোটাচ্চু

Rate this book
মিতভাষী, বুদ্ধিমতী, ভারী চশমা চোখে টুনি জোবেদা খানমের বিশাল বাসার অগুণতি নাতি-নাতনীদের মাঝে একজন । ছোটাচ্চু শাহরিয়ার বাসার সবথেকে ছোট ছেলে, মাস্টার্স পাশ করে 'দি আলটিমেট ডিটেকটিভ এজেন্সি' খুলেছেন । কিন্তু ছোটাচ্চু কি পারবে টুনটুনি (টুনি) কে ছাড়া আদৌ জটিল সব কেসের সমাধান করতে ?

152 pages, Hardcover

First published February 1, 2014

19 people are currently reading
369 people want to read

About the author

Muhammed Zafar Iqbal

401 books1,604 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
316 (27%)
4 stars
424 (36%)
3 stars
324 (27%)
2 stars
79 (6%)
1 star
26 (2%)
Displaying 1 - 30 of 59 reviews
Profile Image for Aishu Rehman.
1,093 reviews1,079 followers
January 1, 2019
টুনির(টুনটুনি) বুদ্ধীর কাছে মুগ্ধ। বাচ্চা একটা মেয়ে যার বয়স মাত্র এগার বছর তিন মাস (মেবি)। তার বুদ্ধীর প্রসংশা না করে পারছি না। ছোটাচ্চুর খালার কাছে সে চৌকষতার পরিচয় দিয়েছে(বিয়ে ঠিক হবার সময়)। সবমিলিয়ে অসধারন কিছু গোয়েন্দাগিরি দেখিয়েছেন তাদের আলটিমেট ডিটেক্টিভ এজেন্সি। এবার অপেক্ষা পরের অংশ পড়ার জন্য।

মামা-মামী, চাচা-চাচী, খালা-খালু দাদা-দাদী সবাইকে নিয়ে বিশাল এক যৌথ পরিবার টুনটুনিদের। তাদের পরিবার এতটাই বড় যে, পরিবারের সদস্যরাও তাদের একে অপরের সম্পর্ক গুলিয়ে ফেলে। পরিবারের বড়দের মধ্যে সবার ছোট হলেন শাহরিয়ার আহমেদ। তিনি বাসার সব ক্ষুদে সদস্যদের ছোট চাচ্চু সেখান থেকে তারা নাস সংক্ষিপ্ত করে বনিয়েছেন ছোটাচ্চু। ছোটাচ্চু সবার চাচ্চু না। কারো কারো মামাও হয়। কিন্তু সব ক্ষুদে সদস্যরা তাকে ছোটাচ্চু বলে ডাকে।

ছোটাচ্চুর পড়াশোনা শেষ। বড়দের ধারনা ছোটাচ্চুকে দিয়ে চাকরি বা ব্যবসা কিছুই হহবে না। একদিন বাসার সব ছোট বাচ্চাদের ডেকে ছোটাচ্চু বললেন, তিনি একটা গোয়েন্দা সংস্থা খুলবেন। আর এই কথাটা যাতে কেউ না জানে। কিন্তু বাসার ক্ষুদে সদস্যরা এক কথা সবাইকে জানিয়ে দেয় এবং বড়রা হাসি-ঠাট্টায় উড়িয়ে দেয়। তেমন গুরুত্বই দেয় না। কিন্তু বাসার সব ছোটরাই ছোটাচ্চুর কথা শুনে ভীষণ খুশি। তারাও ছোটাচ্চুর গোয়েন্দা সংস্থায় যোগ দিবে। কিন্তু চাচ্চু কড়া ভাবে তাদের জানিয়ে দেয় এটা কোন খেলা নয় এটা একটি সিরিয়াস কাজ। টুনটুনি বাসা সবচেয়ে শান্ত মেয়ে, প্রচন্ড বুদ্ধীমতীও বটে। সে নাছরবান্দা নিজের জায়গা নিজেই তৈরি করে নেয় ছোটাচ্চুর ডিটেক্টিভ এজেন্সিতে। অসাধারন মজার একটা বই। টুনটুনি ও ছোটাচ্চুর মজার মজার টিটেক্টিভিটির সাক্ষি হতে পড়ে ফেলুন।
Profile Image for Moumita Hride.
108 reviews65 followers
April 4, 2017
"টুনটুনি ও ছোটাচ্চু" সিরিজটা আমার পড়া বর্তমান সময়ে মুহাম্মদ জাফর ইকবালের লেখা সবচেয়ে ভালো বই। আগের মত অতো অসাধারণ না হলেও, খুব একটা খারাপ না! ছোট ছোট হিউমার গুলা বেশ মজা দেয়। একঘেয়ে ভাবটাও নেই লেখার মধ্যে। বেশ বুদ্ধিমত্তা আছে গল্প গুলার মাঝে।

"টুনটুনি ও ছোটাচ্চু" হল এই সিরিজের প্রথম বই। আমি ২য় বইটা আগে পড়েছিলাম। আমার কাছে প্রথমটার চেয়ে "আরো টুনটুনি ও আরো ছোটাচ্চু" টা একটু বেশি ভালো লেগেছে।
গল্পের শুরুতে আমরা একটা বাড়ির বর্ণনা পাই। বাড়িটা সাড়ে তিনতলা এবং যৌথ পরিবার। সেখানে অনেক গুলা বাচ্চাকাচ্চা এবং বাচ্চাকাচ্চা এতই বেশি যে কে কাকে মামা ডাকছে না চাচা ডাকছে ঠিক নেই। তাই ছোটাচ্চু যার মামা তারাও তাকে ছোটাচ্চুই ডাকে।
মাস্টার্স পাশ করার পর ছোটাচ্চুর চাকরী করার ইচ্ছে নেই, তাই সে খুল্লো একটি ডিটেকটিভ এজেন্সি! বাংলাদেশের প্রথম প্রাইভেট ডিটেক্টিভ এজেন্সি। ছোটাচ্চু একটু বোকা এবং সহজ সরল টাইপের মানুষ। বাড়ির কেউ তাকে পাত্তা দিল না এই ব্যপারে কিন্তু টুনটুনি (যার আসল নাম টুনি) নামের শান্ত এবং খুবই বুদ্ধিমান একটা বাচ্চা ছোটাচ্চুর এই উদ্দ্যোগ বেশ সিরিয়াসলি নিল এবং সে ঘোষনা করল যে সে ছোটাচ্চুর আ্যসিস্ট্যান্ট হবে। প্রথমে ছোটাচ্চু কিছুতেই রাজি হবে না, পরে দেখা গেল টুনটুনি তার তিক্ষ্ণ বুদ্ধি দিয়ে সলভ করে যাচ্ছে ছোটাচ্চুর এক একটা অদ্ভুত কেস!

এভাবেই, ছোটাচ্চু ও টুনটুনি জড়িয়ে পরতে থাকলো মজার কিন্তু কিংভুত সব কেসে এবং এক এক কেস সলভ করে প্রতিষ্ঠিত করে ফেলে তাদের প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি!

"টুনটুনি ও ছোটাচ্চু" গল্পে সবচেয়ে মজার দিক হল চরিত্র গুলো। প্রতিটা চরিত্র খুব মজার এবং হিউমারাস। শান্ত নামের একটা বাচ্চা ছেলের চরিত্র আছে যা থেকে বোঝা যায় আজকালকার বাচ্চারা কতটা দুষ্ট এবং পাকনা! গল্পের প্লট তেমন কোন আহামরি না কিন্তু চরিত্রগুলোই গল্পগুলোকে হিউমারাস এবং আমার কাছে উপভোগ্য করে তুলেছে।
Profile Image for Nusrat Mahmood.
594 reviews737 followers
March 14, 2014
আমার মতে এবারের বইমেলায় মুহাম্মদ জাফর ইকবালের প্রকাশিত সবচেয়ে ভাল বই হল টুনটুনি ও ছোটাচ্চু। আমি বলবোনা খুবই ভাল, কিন্তু গত কয়েক বছরের তার লেখা বইগুলোর মধ্যে এটা পড়ে ভাল লেগেছে।কয়েকটা জায়গায় পড়ে অজান্তেই ঠোঁটের কোণে আলতো হাসি এসে কখন যে জায়গা করেনিয়েছে টের পাইনি।বইটা পড়বার সময় আগেভাগেই প্রত্যাশার স্কেল ছোট করে নিয়েছিলাম, আশা করিনি যে সেই আগের 'দুষ্টু ছেলের দল' বা 'হাত কাটা রবিন' বা 'মেকু কাহিনীর' মতো মজা পাবো, মন মেজাজও যথেষ্ট খারাপ ছিল,কিন্তু তারপরও বইটা পড়া শেষ করে খেয়াল করে দেখলাম মন ভাল হয়ে গিয়েছে।কিশোর এডভেঞ্চার ক্যাটাগরিতে না ফেলে বরং এটাকে শুধু কিশোর উপন্যাস ক্যাটাগরিতে জায়গা দেয়াই বুদ্ধিমানের কাজ।খুব বেশি এডভেঞ্চার নেই, উত্তেজনা নেই কিন্তু কিছু একটা আছে যা মনোযোগ ধরে রাখে। টুনটুনির বিশাল পরিবারের বিচিত্র লোকজনের সাথে আমার পরিবারের মিল খুজে পেয়েছি বলে আমি এতোটা আনন্দ পেয়েছি, অন্য কেউ হলে হয়তো তার কাছে বইটা এতোটা ভাল লাগবেনা। কভারটা সুন্দর, ঝা চকচকে। যদিও ছোটাচ্চুর চেহারার সাথে ফেলুদার চেহারার মিল পাওা যায়।চেহারায় মিল থাকলেও প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খোলা ছোটাচ্চুর বুদ্ধি ফেলুদার ধারে কাছেও নেই। বরং রাশভারী টুনিকে যে কেউ পছন্দ করতে বাধ্য।দৃষ্টিকটু হচ্ছে শেষের দিকের কয়েকটা পৃষ্ঠার ছাপায় ভুল।প্রুফ রিডিঙটা আর একটু যত্ন নিয়ে করলে ভাল লাগতো।কাহিনীগুলো খুব বেশি সহজ সরল। ছোটদের জন্য হলেও একটু জমজমাট করলে কি ক্ষতি ছিল বুঝলামনা।তবে মুগ্ধ করেছে বইয়ের ভিতরের ইলাস্ত্রেশন।এক কথায় অপূর্ব। আমি রঙ পেন্সিল নিয়ে বসে যাবো ভাবছি রঙ করবার জন্য কয়েকদিন পর।শেষমেশ বলা যায় বাবুর্চির কাছে অনেক উপকরণ থাকা সত্ত্বেও উনি বেশি রিস্ক না নিয়ে ডাল ভাত আলুভর্তাই রান্না করিলেন।
Profile Image for Farhana Sufi.
495 reviews
September 10, 2015
বইয়ের দাম খুব বেশিই বেড়ে যাচ্ছে - এত মোটা কাগজ, এত বড় প্রিন্ট না করলেও চলে, ছোটদের বই হলেও কিশোর-রা যেহেতু মূল পাঠক, তারা আরেকটু ছোট ফন্টে লেখা পড়তেই পারবে, অন্তত আমরা পারতাম।

যাক গে, বইয়ের ভেতরে ছবি থাকাটা ছোটবেলায় পড়া 'দুষ্টু ছেলের দল', ইত্যাদি মনে করিয়ে দিলো। ভালো লেগেছে। 'কিশোর আলো'তে ধারাবাহিকভাবে বের হচ্ছিলো, তখনই সাদাতউদ্দিন আহ্‌মেদ এমিল-এর আঁকা ছবি ভালো লেগেছে, যদিও ছোটাচ্চুকে একেবারেই সত্যাজিতের আঁকা 'ফেলুদা'র কপি মনে হয়েছিলো তখনই। বাড়ির ছবিটা সবথেকে মজার হয়েছে। তবে ছবিগুলো যেটা যে জায়গায় থাকার কথা সেটা সেখানে থাকলে আরও আকর্ষণীয় হতো। ছোটদের জন্যে বড় ফন্টের দিকে মনোযোগ যখন সবাই দিচ্ছে, তখন প্রকাশকের ছবির অবস্থান সম্পর্কেও সচেতন হওয়া দরকার।

টাইপো না বলে বলা উচিত লিখন প্রমাদ, কারণ এটা মনে হয় মুজাইকই করে থাকেন, বই প্রকাশের তাড়া থাকায় ডেডলাইন মিট করতে গিয়ে হয়তো লেখকেরা রিভিশন দিতে পারেন না, বা ভুল চোখ এড়িয়ে যায়। ইদানীং প্রতিটা বইতেই তাই দেখি। এখানেও হয়েছে - 'তনু' হয়ে গেছে 'ফারিহা', আবার 'ফারিহা' হয়তো কোথাও 'টুনি' হয়ে গেছে, আবার জোবেদ��� খানমকে শুরু থেকে 'দাদি' লিখলেও মাঝে এসে তিনি হয়ে গেলেন 'নানি' (তবে এক্ষেত্রে লেখক বলেইছেন - বড় পরিবার, কাজেই কারও দাদি তো কারও নানি)। যেহেতু বইমেলা শেষ হতে হতেই দ্বিতীয় মুদ্রণ চলে আসবে আশা করাই যায়, এগুলো দ্রুত কারেকশন হলে খুব ভালো হতো, তবে প্রকাশকেরা একটা ভুল ঠিক করতে পুরো ফর্মা পুনঃতৈরিতে সাধারণত গররাজি থাকেন, কাজেই অতটা আশা করা বৃথা যাবে মনে হয়।

যাই হোক, গল্পটা ভালো লেগেছে, নতুনত্ব ছিলো অনেকদিন পরে। আর হেসেছি প্রাণ খুলে। বিশেষ করে জাফর ইকবালের খুবই সামান্য কিন্তু কন্টেম্পোরারি বিষয় টেনে এনে সূক্ষ্ম সারকাজমে খুব মজা পেয়েছি। জয়তু ছোটাচ্চু, জয়তু টুনটুনি। মুজাইক আরও এমন বই উপহার দিন। :)
Profile Image for Rizwan Khalil.
374 reviews599 followers
March 6, 2018
ফান টাইমপাস হিসেবে ভালই, খারাপ না । কিছুক্ষণের জন্য জটিল পৃথিবীর কুটিলতা ছেড়ে শিশুদের সরলতাপূর্ণ আনন্দময় কাল্পনিক সহজ পৃথিবীতে ডুব দেয়া । পড়া শেষে মনে রাখার মত তেমন কিছুই থাকে না, শুধু ঠোটের কোণে বেকুবের মত একটুকরো হাসি ঝুলে থাকে বেশ কিছু সময় । এখনকার সর্বক্ষণ মেজাজ খারাপ করে দেয়া কঠিন বাস্তবতায় এইটুকু প্রাপ্তিই বা কম কি ?

তবে ঘটনাগুলোর একটু বেশিই সহজসরল ঝামেলাবিহীন সমাধান হয়ে গেছে বলে মনে হয়েছে প্রায় সবসময়... চাইলেই আরেকটু চিন্তাভাবনা করে অনায়াসে আরও কিছুটা জমজমাট করা যেত অনেক ক্ষেত্রে । ছোটদের জন্য লেখা বলেই ছোটাচ্চু-টুনির ডিটেক্টিভ কেইসগুলিতে কোন প্যাঁচ থাকতে পারবে না এমন তো কোন কথা নাই । প্রকৃষ্ট উদাহরণ ফেলুদা সিরিজ, একই ডেমোগ্রাফিক পাঠকের জন্যই লেখা ।
Profile Image for Ësrât .
515 reviews85 followers
May 17, 2021
মনে হয়েছে শাহরিয়ার আর টুনির পার্টটা অদলবদল হয়ে গেছে,ছোট হিসেবে টুনির জন্য যা স্বাভাবিক সেই কাজগুলোই বড় হিসেবে শাহরিয়ার অজান্তেই করে ফেলে
আবার শাহরিয়ার যে বুদ্ধির জোর(!?)সে তুলনায় এগারো বছর তিন মাস বয়সের টুনির মাথাখানা তার তুলনায় একটু বেশিই কাজ করে

রেটিং: 🌠🌠🌠.৭০
আরেকটু ছোটবয়সে পড়লে বোধহয় সাড়ে চার অনায়াসে দিয়ে দিতাম
Profile Image for সালমান হক.
Author 66 books1,958 followers
March 17, 2018
ভালো লেগেছে :) যেরকম ভেবেছিলাম তারচেয়ে ভিন্ন, টুনি ক্যারেক্টারটা একটু টিপিক্যাল হয়ে গেছে আর কি।
Profile Image for Bayazid Ahmed.
14 reviews24 followers
January 17, 2023
বাচ্চাদের জন্য বেশ উপযোগী বই।
আমার কাছেও ভালোই লেগেছে৷ সিরিজের বাকি বইগুলোও পড়ার ইচ্ছে আছে৷
February 1, 2024
টুনটুনি ও ছোটাচ্চু, কিশোর উপন্যাস।প্রথমটা একটু স্লো ছিল খুব একটা ভালো লাগেনি কিন্তু গল্প আগানোর সাথে সাথে ভালো লাগা শুরু করে।
ছোটাচ্চু বাসার ছোট ছেলে তাই হয়তোবা এম.এ পাশ করার পরেও তার মধ্যে বাচ্চা-বাচ্চা স্বভাব বিদ্যমান। ছোটাচ্চু তার বাচ্চা সলুভ আচারের জন্য বাসার বাচ্চা মহলে খুব ফেমাস।
হঠাৎ ছোটাচ্চু ডিটেকটিভ এজেন্সি খুলে আর তার সহকারী হতে চায় বাসার সবচেয়ে বুদ্ধিমতি ছোট সদস্য টুনি।যদিও ছোটাচ্চু ইচ্ছা ছিলনা টুনিকে তার এজেন্সিতে নেবার তবুও টুনি তার বুদ্ধির জন্য ছোটাচ্চুর ডিটেকটিভ এজেন্সির সদস্য হয়ে যায়।তারপরে ছোটাচ্চু আর টুনি মজার মজার কেস সলভ করতে থাকে।
বইটি খারাপ না,১০-১৩ বছরের বাচ্চাদের উপহার দেওয়ার মত বই।
আমার মত বড়রাও পড়তে পারেন-কারণ আমার মতে সাহিত্যের মূল উদ্দেশ্য আনন্দ দান করা,যা বইটি পড়ে আমি পেয়েছি।
😊
Profile Image for Ismail.
Author 66 books204 followers
April 15, 2018
দারুণ! ভিণ্টেজ জাফর ইকবালের অনেকটাই কাছাকাছি। পরের বইগুলো পড়ার আগ্রহ তৈরি হয়েছে।
Profile Image for Shammiul Siraji.
28 reviews46 followers
May 10, 2021
অনেক দিন ধরে পড়ি পড়ি করে আর পড়া হচ্ছিলো নাহ। ১ সপ্তাহ আগে শেষ করেছি, আজকে মার্ক করলাম ফিনিশ। ছোট বাচ্চাদের জন্যে সুপাঠ্য। ডিটেকটিভ নভেল হিশেবে না ধরে, এই ধরনের বই দিয়ে যে কোন ছোট বাচ্চা শুরু করে দিতে পারে। প্রত্যাশা তেমন ছিলো না, বাট ইসি রিড হিশেবে বেশ এঞ্জয় করেছি। মুহাম্মাদ জাফর ইকবাল, সুন্দর করে, "গোলাম আযম" কে গালি হিসেবে চালিয়ে দিয়েছে দেখে বেশ ভাল লাগল। এখনার ইয়ং গেন রাই কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস জানে নাহ। বাচ্চা রা নিশ্ছই এই বই পড়ে বাবা মা এর কাছে জিজ্ঞেস করবে "গোলাম আযম" কে? আমার মতো কিউরিয়াস হলে কথা নেই, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়বে বলে আমার বিশ্বাস।

পার্সোনাল নোট ঃ আমার মা ইন্তেকাল করেছেন ইন রিসেন্ট টাইমস, তাই কোন বই পড়তে পারছিলাম নাহ, এই বই এক টানে পুরোটা পড়ে ফেলতে পেরেছি।
Profile Image for Shanto.
45 reviews15 followers
April 2, 2017
বাচ্চাদের বই বাচ্চাদের বই হিসেবেই রিভিউ করা উচিত। এ কথা বলতেই হবে এই ধরণের বইগুলো মুহম্মদ জাফর ইকবালের সেই শুরুর দিকের লেখা শিশু-কিশোর উপন্যাসের ঘটনাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে লেখা। তারপরেও সেসব মাথায় না রেখে পড়লে পড়তে এখনও ভালো লাগবে। সেই হিসেবে বড়োদের মতো কৃপণতা না করে, শিশুদের মতো মন নিয়ে চারতারা দাগিয়ে দিলাম।
Profile Image for Shahriar Shafin.
115 reviews10 followers
July 30, 2015
নাট-বল্টুর পর জাফর ইকবালের একমাত্র ভাল কিশোর উপন্যাস। খানিকটা হাসা গেলো, সাথে সেই পুরান জাফর ইকবালের ছায়াড়া পেলাম।
Profile Image for হাসান মাহবুব.
Author 15 books91 followers
October 10, 2022
এই বইটা আমাকে সাজেস্ট করেছে আমার মেয়ে মিতিন। টুনটুনি ও ছোটাচ্চু সিরিজের দুটি বই সে অনেকবার করে পড়ে ফেলেছে। তাকে এখন বাকি সবগুলি বইও কিনে দিতে হবে। যাই হোক, আমি একধরণের উন্নাসিকতা নিয়ে বইটি পড়া শুরু করি। পড়া শেষ করে বলতেই হচ্ছে, ভালো লেগেছে। ক্লাসিক জাফর ইকবালের স্বাদ পেয়েছি, যা ছোটবেলায় আমাকে মোহমুগ্ধ করে রেখেছিলো। সবচেয়ে ভালো লেগেছে এই বইয়ের হিউমার। আরো দুটি অর্ডার করলাম আমার মেয়ের জন্যে। সুযোগ করে আমিও পড়ে নিতে পারি!
Profile Image for Rideeta Tabassum Prova.
98 reviews25 followers
March 25, 2018
জাফর ইকবালের নতুন বইগুলা এর মাঝে ভালই।
এই সিরিজ শেষ করার ইচ্ছা আছে।
Profile Image for Ayesha.
117 reviews36 followers
October 11, 2018
বাচ্চাদের জন্যে নিঃসন্দেহে ভালো!
Profile Image for Ahmed Aziz.
381 reviews69 followers
June 29, 2020
সেরা চরিত্র ফারিহা আর শান্ত। ছোটাচ্চুর ছ্যাবলামি আর টুনির পাকামি ভালো লাগেনি।
Profile Image for Mohammad Kamrul Hasan.
342 reviews15 followers
January 26, 2021
বাচ্চাদের জন্য উপযোগী বই। দারুণ সময় কাটানো যায়।
Profile Image for Shafi Hossain.
20 reviews1 follower
July 26, 2022
শিশুসুলভ কাহিনী তবে এক কথায় জোস! টুনটুনি আর ছোটচাচ্চূর দি আলটিমেট ডিটেক্টিভ এজেন্সির ফ্যান হয়ে গেলাম।
এই সিরিজের বাকিগুলো পরার আশায় রইলাম।
Profile Image for Pranta Dastider.
Author 18 books328 followers
March 7, 2018
চমৎকার লাগল বইটা পড়ে। মুহাম্মদ জাফর ইকবালের রসবোধ সত্যিই অনবদ্য। তাঁর গল্প পড়ে বিশ্বাস করতে ইচ্ছা করে যে শিশুদের পক্ষেও চাইলে বড়সড় কিছু করে ফেলা মোটেই অসম্ভব নয়। শৈশবের রঙিন দিনগুলো যেন দেখতে পেলাম আরও একবার। ইচ্ছা আছে সিরিজের বাকি বইগুলোও অচিরেই পড়ে ফেলব। দেখি কবে সময় সুযোগ হয়!
Profile Image for Ivey Rashid.
42 reviews29 followers
March 11, 2014
জাফর ইকবালের এটাই মনে হয় প্রথম বাচ্চাদের গোয়েন্দা কাহিনী। খারাপ না, ভালই। তবে বাচ্চাদের বই বলে হয়ত তাদেরকে ফোকাস করতে গিয়ে ছোটাচ্চুকে একটু বেশিই পচানো হয়ে গেছে!
Profile Image for Emtiaj.
237 reviews86 followers
February 8, 2015
কয়েকটা একটু খারাপ উপন্যাসের পর, আমি বলবো, এটা দিয়ে উনি আবার ব্যাক করেছে।

তবে উনার স্বভাবটা আর গেল না। ঠিকমত শেষ করেনা। আরো কতকিছু বলার ছিল!!
Profile Image for অলকানন্দা .
109 reviews5 followers
June 10, 2021
মুহম্মদ জাফর ইকবাল স্যারের লেখা নিয়ে আসলে নতুন করে বলবার কিছু নেই। তিনি এমন একজন মানুষ, যিনি কিনা ছেলেবেলার সেই রঙিন দিনগুলোকে এক নিমিষেই ফিরিয়ে এনে দিতে পারেন। তার কিশোর উপন্যাসগুলো আসলে সব বয়সের মানুষের কাছেই উপভোগ্য হতে বাধ্য। "টুনটুনি ও ছোটাচ্চু" বইটি পড়ে আমারো মনে হল, আমি যেন টাইম মেশিনে করে আমার সেই স্কুলজীবনে ফিরে গেছি, যেখানে শুধু আনন্দ আর আনন্দ।

লেখকের প্রতিটি কিশোর উপন্যাসেই থাকে বড়মানুষের খোলসে আবদ্ধ থাকা কিছু শিশুসুলভ চরিত্র। এই উপন্যাসেও তার ব্যতিক্রম নেই। বর্ষীয়ান জোবেদা খানমের ছোটছেলে শাহরিয়ারও ঠিক তেমনি একজন। বাড়ির সকল ছেলেমেয়ের "ছোটাচ্চু" শাহরিয়ারের জীবন হয়ত কেটেই যেত ছেলেমেয়েদের জন্য নাটকের স্টেজ শো তৈরি, ছাগলকে গোলাপি রঙ করা কিংবা দুষ্ট চরিত্রের লোকদের ভয় দেখিয়ে নাস্তানাবুদ করাতে, যদিনা তার মাথায় ডিটেকটিভ এজেন্সি খোলার অভিনব আইডিয়াটি আসতো। আর তার এই অলিখিত ডিটেকটিভ এজেন্সিতে ফাঁকতালে জড়িয়ে গেলো তার এগারো বছর বয়সী বুদ্ধিমতী ভাতিজি টুনটুনি।

স্বল্পভাষী, ভাবুক গোছের টুনটুনির রয়েছে মানুষকে পর্যবেক্ষণ করার অসাধারণ জ্ঞান, একই সাথে যেকোন বিপদে অবিচলিত থেকে মাথা ঠাণ্ডা করে সিদ্ধান্ত নেবার ক্ষমতা। প্রকৃতার্থে, টুনটুনি হচ্ছে ছোটাচ্চুর ঠিক বিপরীতমুখী একটি চরিত্র।

যাইহোক, ডিটেকটিভ এজেন্সি খুলবার পরপরই টুনটুনি ও ছোটাচ্চুর আশেপাশে ঘটতে থাকে একের পর এক রহস্যময় অথচ হাস্যরসমিশ্রিত কিছু কাণ্ড, যেগুলোর সমাধান করতে যেয়ে কখনো তারা জব্দ হয়েছে, কিংবা কখনো এর থেকে উঠে এসেছে কিছু শিক্ষণীয় বিষয়বস্তু। মোটকথা, এরকম ঘটনা আমাদের চারপাশে অহরহই ঘটতে পারে, অর্থাৎ এসব খুবই সাধারণ। কিন্তু ওইযে বললাম না, লেখকের লিখনের জাদুতে সেসব সাধারণ ঘটনা রূপ নিয়েছে অসাধারণত্বে। এবং ঘটনাগুলোর গতিপ্রবাহও ছিলো বেশ সাবলীল।

উপন্যাসের মূখ্য চরিত্র টুনটুনি ও ছোটাচ্চু শাহরিয়ার দুজনই হলেও প্লটের প্রয়োজনে টুনটুনির চরিত্রকে বেশি হাইলাইট করা হয়েছে৷ তবে এতে করে উপন্যাসের ভাবধারা মোটেও ক্ষুণ্ণ হয়নি, বরং ব্যাপারটি বেশ শিক্ষণীয় লেগেছে আমার কাছে।
প্রকৃতার্থে, লেখক টুনটুনিকে দিয়ে বুঝাতে চেয়েছেন যে,
কিছু বিশেষ ক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিকতাকে বড়দের চেয়ে ছোটরা বেশ সহজ সাবলীলভাবে পর্যবেক্ষণ করতে পারে। তাই তাদের গুরুত্ব না দেয়া মোটেও উচিত নয়। এক্ষেত্রে,
আমি মুগ্ধ হয়েছি টুনটুনির তাৎক্ষণিক বুদ্ধিমত্তায়, যা দ্বারা সে একের পর এক জটিলতাকে সুন্দরভাবে সমাধান করতে পেরেছে, এবং ছোটাচ্চুর কাছে নিজের যোগ্যতা ও ক্ষমতা দুটোরই উজ্জ্বল প্রমাণ দিয়েছে।

উপন্যাসের আরো উল্লেখযোগ্য চরিত্রের মাঝে ফারিহা, ডলি খালা, টুনটুনির ত্যাঁদড় টাইপের কাজিন শান্ত ইত্যাদি অন্যতম গুরুত্বপূর্ণ। প্রতিটি ঘটনায়ই ফারিহা ও শান্তর ভূমিকা অসাধারণ লেগেছে আমার কাছে।

ব্যক্তিগতভাবে, ছোটবেলায় লেখকের পড়া অন্যান্য উপন্যাসের সাথে এর সূক্ষ্ণ তফাৎ পেলেও আমার কাছে ব্যস্ত জীবনের যান্ত্রিকতা থেকে একচিলতে মুক্তির আস্বাদ এনে দেয়ার মত একটি টনিকের কাজ করেছে এই উপন্যাসটি। যখন কিছু ভাবগাম্ভীর্যপূর্ণ গুরুগম্ভীর থিমের উপন্যাস পড়তে পড়তে একটু ব্রেকের প্রয়োজন হবে, তখন এই উপন্যাসটি চাইলে আপনিও পড়তে পারেন।
Profile Image for Madhurima Nayek.
361 reviews135 followers
May 26, 2020
টুনটুনি ও ছোটাচ্চু #১

শাহরিয়ার ও টুনি একই পরিবারের সদস্য।শাহরিয়ারকে বাড়ির ছোটরা ছোটাচ্চু বলে ডাকে।শাহরিয়ার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর নিজস্ব একটা ডিটেকটিভ এজেন্সি খোলে, যেখানে জোর করেই অ্যাসিস্টেন্টের পদ নেয় টুনি ( ছোটাচ্চু ডাকে টুনটুনি, বয়স ১১)। প্রথমদিকে কেউ তাদের সিরিয়াস ভাবে না নিলেও তাদের কাছে কেস আসতে শুরু করে। ছোটখাটো কেস দিয়েই শুরু হয় আলটিমেট ডিটেকটিভ এজেন্সির তদন্ত। কতদূর সাফল্য পায় ছোটাচ্চুর এই ডিটেকটিভ এজেন্সি ?

প্রথমদিকে পড়তে গিয়ে মনে হচ্ছিল ছোটদের জন্য লেখা, কেমন হবে না হবে !? কিছুটা এগোবার পর বেশ মজার লাগতে শুরু করলো তাই পড়ে ফেললাম। ছোটাচ্চুর থেকে টুনটুনি বেশি বুদ্ধিমতী।
বাচ্চাদের জন্য নিঃসন্দেহে খুব ভালো বই।
Profile Image for Sovera Alam.
57 reviews4 followers
April 9, 2024
💜Rate:5⭐
This book is so funny and the humor of Tuni is top notch 😭. And bacha- kacha bye they're brutally honest 😂 they always roast chotacchu. Anyway, Tuni is my favorite character, and Fariha apu ( who apparently will become Chotacchu'swife as we can tell by the feeling of Chotacchu. Also, can we talk about the illustrations they're so good, I love them from my heart 💝. As an adult, I enjoyed reading this child's fiction book more than I expected 😂. I guess I'm just a baby 🍼. Also, I think Chotacchu's brain has finally started braining. One thing I noticed is that Tuni mostly helped Chotacchu solve his cases but never took any credit for it and Chotacchu never gave credit to Tuni for helping him solve those cases.
Chapters💜
1. Assistant detective.
2. Tiffin Chor.
3. Prothom uparjon.
4. Ghor palano biggani.
5. Gabra Baba.
86 reviews1 follower
Read
November 11, 2023
২০১৪ সালে প্রথম কিশোর আলোতে পড়েছিলাম টুনটুনি ও ছোটাচ্চুর গল্পগুলো।মাঝে বই কেনা হলেও পড়া হচ্ছিল না। ২০২৩ সালে এসে বাকি বই গুলো পড়তে গিয়ে বুঝতে পারছিনা কোন গুলো পড়া হ���়নাই। তাই আবার শুরু করা কোন এক শুক্রবার সন্ধ্যায়।
২০১৪ এর আমি আর ২০২৩ এর আমির মধ্যে বিশাল তফাত থাকলেও গল্পগুলো সেই একভাবে আমার কাছে আবেদন রেখেছে। হাসিয়েছে একই ভাবে।।।
1 review
Read
January 22, 2022
আমার ৬ বছরের মেয়ে টুনটুনির সব কটা সিরিজ শেষ করেছে আমার কাছে শুনে। পড়ে পড়ে শুনিয়েছি আর সে ব্যাপক মজা নিয়ে পড়েছে, ঘোষণা দিয়েছে এই রকম ডিডেক্টিভ বই আরো শুনাতে। শান্তা পরিবার, দীপু নাম্বার টু পড়া শোনাও শেষ।
Profile Image for Nafisa Anjum.
226 reviews13 followers
November 27, 2023
কিশোর আলোতে প্রথম পড়েছিলাম। গল্পটা ভালো লেগেছে। জাফর ইকবালের এটাই মনে হয় প্রথম বাচ্চাদের গোয়েন্দা কাহিনী। "টুনটুনি ও ছোটাচ্চু" গল্পে সবচেয়ে মজার দিক হল চরিত্র গুলো। প্রতিটা চরিত্র খুব মজার এবং হিউমারাস।
Profile Image for M .
507 reviews30 followers
March 20, 2018
ভালো লেগেছে.
Profile Image for The Phisosopher.
10 reviews14 followers
July 7, 2018
পুওর, আশানুরূপ ছিল না। অবশ্য আজকাল তারওপর আশাটাই অনেক নিচে নেমে গেছে।
Displaying 1 - 30 of 59 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.