মিথলজী একটা মজার জিনিস, আর এদের মধ্যেও সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় গ্রীক মিথলজী। বিশাল কন্টেন্ট, প্রচুর স্টোরি সাইড স্টোরি নিয়ে গ্রীক মিথলজী। জানা কথা - প্রধান চরিত্রগুলো হচ্ছে অলিম্পিয়ান গড। আর তাদের মধ্যে প্রধান এবং সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সাহসী যে একা টাইটানদের, টাইফুন কে এবং জায়ান্টদের হারাইছে হল - হেডিস।
আচ্ছা ঠিকই আছে, নাহয় একা হারায়নি, কিন্তু সবচেয়ে বেশি অবদানতত রাখছে, নাকি? কি বললেন? জিউস? আরে সে ত ক্রাই বেবী। ওর কি কিছু করার ক্ষমতা আছে নাকি? সে একটা কাজই ভাল পারে পলায়ন।
বইএর কথা জিজ্ঞাসা করছেন? আরে বাবা, যে লোকটা (অথবা গডটা) মাটির নীচের আন্ডারওয়ার্ল্ড এ চলে গেছে, সে প্রচার বিমুখ হবে সেটাই ত স্বাভাবিক, নাকি?
এতদিন যা পড়ে এসেছেন তা হল জিউসের বানানো বাজে কথা। যে কিনা হেরার সাথে বিয়ে হবার পরও এত আকাম-কুকাম করে বেড়ায়, তার কথায় বিশ্বাস করবেন? আচ্ছা হেডিসের নামে শুনছেন কখনো যে সে পার্সিফনির সাথে ঝামেলা করছে?
আসলে পোকার খেলায় হেরে হেডিস যখন আন্ডারওয়ার্ল্ড এ চলে যায়, তখন জিউস একগাদা উল্টাপাল্টা কথা সবাইকে গিলাইছে।
পোকার খেলা কোথথেকে আসল? কেন জিউস, পো (পোসাইডন কে আসলে ওর ভাই বোন এই নামেই ডাকত), আর হেডিস কিভাবে ক্ষমতা ভাগ করছে বলে আপনার ধারণা? লটারি? হায়রে জিউস বেটায় ইতিহাসের কি বিকৃতিই না করছে।
তাহলে নিশ্চয় বলবেন অলিম্পিয়ান আর টাইটান যুদ্ধ করছে মাউন্ট অলিম্পাসের জন্য, নাকি? আরে সত্যি হল যে, এরা ফুটবল খেলে ঠিক করেছে কে ক্ষমতায় আসবে আর কে না।
ক্যামপে এর মত এত সুইট একটা মহিলাকে কি বিষাক্ত দানব হিসেবেই না আপনাদের সামনে উপস্থাপন করছে। আর সেরেবাস? ওর মত এত কিউট একটা কে....... না, না। আমি আর লিখতে পারছি না। হাতে তুলে নিন বইটা আর শুনে নিন মিথের আসল ঘটনা গুলো, এমন একজনের কাছ থেকে যে ঐসব ঘটনা ঘটার সময় উপস্থিত ছিল - হেডিস।
বি.দ্র. বেশ মজার একটা বই, মিথ ফ্যান হলে পড়া উচিত।