ক্লাস সেভেনে উঠেছি সবে মাত্র, জানুয়ারি মাস, সব নতুন বই হাতে এসে পৌছায় নি, তাই পড়াশুনার চাপ কম। আব্বু তার সরকারি চাকরির দায়িত্ব নিয়ে তখন দেশের এ মাথা থেকে ও মাথা, ভাইয়া স্কুল কোচিং আর পড়াশোনা নিয়ে মগ্ন, আম্মু আমার ছোট্ট দেড়-দুই বছর বয়সী বোনকে নিয়ে ব্যস্ত, সবকিছু মিলিয়ে আমি অনেকটা একলা হয়ে পড়ি। যখন তখন টিভি দেখার অনুমতি ছিল না, বিশেষ করে দুপুরে, টিভির শব্দে আম্মু আর বোনের ঘুমাতে সমস্যা হবে বলে।
শীতকালের এইরকম শান্ত দুপুরের অলস সময় কাটানোর জন্যে ভাইয়া আমাকে কতগুলো বই এনে দিল৷ ছোটবেলা থেকে বিভিন্ন বই - ম্যাগাজিন পড়ার শখ এবং অভ্যাস থাকলেও এই সময়টাই আমার বইপোকা হওয়ার একদম জোরালো সময় ছিল। মনে আছে, একদিন দুপুরে একলা রুমে বসে বসে এই বইটা পড়ছিলাম, বইয়ের প্রথম গল্প আয়না তে যেভাবে মৃত মানুষ দেখার উপায় বলা আছে, সেভাবে চেষ্টাও করেছিলাম! এখন মনে করেও হাসি পাচ্ছে। যাই হোক, খুব ভয় পেয়েছিলাম কিন্তু, আবার এঞ্জয় ও করেছি। এজন্যেই বইটা আমার জন্যে খুব স্পেশাল।