Loved the fact that the story touches on several relatable issues including the rise of motivational speakers, sheep mentality of people, celebrity worship, and so on. Have never related this hard to any superhero before, especially when he is pressured to sit for BCS. Though, I expected the last fighting climax to have some more twists.
খুব ভালো লাগছে যে রোমেল বড়ুয়া মার্কিন কমিকসের অনুকরণে অবাস্তব রাজ্যে বিচরণ না করে দেশীয় প্রেক্ষাপটে আর সমসাময়িক বিষয়বস্তুকে তুলে ধরেছেন। অবশ্য বিপরীতে যুক্তি দিতে পারেন, '-ম্যান' তো সুপারম্যানদের থেকেই। সে হিসেবে আমাদের সমস্ত কৃতিত্ব মুদ্রণযন্ত্রের উদ্ভাবক চিনা তাং রাজবংশকে দেওয়া যায়! অঙ্কনশিল্পে আজকাল আমাদের দেশের রাজনৈতিক-সামাজিক প্রহসন দারুণভাবে সবাই তুলে ধরছেন! ফলে একটা সমমনা গোষ্ঠী গড়ে উঠেছে বা উঠছে। এটা আমাদেরকে সাহস দেয়।
এক বসায় শেষ করলাম। এই বইটি আগের বইটির থেকেও ভালো লেগেছে। ফ্রেমিং, নানান সিম্বলের ব্যবহার, পপ কালচারের আর্টফেক্টস গল্পকে দারুণ মাত্রা দিয়েছে। বর্তমান সময়ের এক অদ্ভূত ক্যারিকেচার যেন। লেখকের সেন্স অব হিউমারের বিশাল ফ্যান আমি।