What do you think?
Rate this book


256 pages, Hardcover
First published February 21, 2019
গুডরিডস আর ফেসবুকে গ্রপের সকল পজিটিভ-নেগেটিভ রিভিউ নিউরন থেকে ঝেড়ে ফেলে খোশ মেজাজেই এক বিকালে দুধ চা নিয়ে আড্ডায় বসলাম। ডার্ক কমেডি আর স্যাটায়ারের সাথে ক্রাইম-থ্রিলারের সংকরায়নটা শুরুর দিকে বেশ ভালোই জমজমাট ছিলো। লেখক তো দিওয়ালি ছাড়াই ফটকা বাজি ফুটাচ্ছেন। মনে হচ্ছিলো হাতিরঝিলে মধ্যরাতে একশ বিশ স্পীডে ধাবমান কোনো বাইকের পিছনে শাহরুখ খানের মত দুইহাত প্রসারিত করে চোখ মু্দিয়া বিশুদ্ধ বাতাসের ফিল নিচ্ছি। মান্নান মিয়ার চা- চারটে খুনের কাহিনী- দ্য টি অভ শ্যানং থিওরি- ড. মেহবুব আরেফীন চৌধুরী- কদম- গিল্টি মিয়া- রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা 'ঘুঘু'- কসাই কাসেমের চাপাতির কুপ- সবমিলিয়ে ভালোই গতিবেগ নিয়ে ছুটছিলো কাহিনী।
কিন্তু কয়েকটা অধ্যায় পরেই হঠাৎ করেই নিজেকে আবিস্কার করলাম শাহবাগের জ্যামে। বসে বসে শুকনো বিষাদ মুখে বাদাম চিবোচ্ছি। বইয়ে প্রচুর চরিত্রের আগমন আর তাদের অহেতুক ব্যাকস্টোরির বিস্তর বর্ণনায় কাহিনীর মোড় কানাগলিতে গিয়ে থমকে দাঁড়ায়। অধিকাংশ চরিত্রেরই ভূমিকা ছিলো সামান্য। তবে হ্যাঁ, কিছু জায়গায় এইসব চরিত্রের মাঝে গ্যাংস অব ওয়াসিপুর টাইপ ফিল পাইসি। প্রঙ্গতই, দলের সাথে জড়িত লতা-পাতা জাতের কিছু পাবলিকের আগমন হতেই পারে। তাই বলে এত ? আর কমেডির বিস্তর জালে লেখক গল্পের থ্রিলটাই হারিয়ে বসেন। কোনোরকম দুই-তিন অধ্যায় পড়েই রেখে দিচ্ছিলাম। ভাবতেসিলাম এই বই কি আদৌ শেষ করা সম্ভব ? গল্পের কনসেপ্টটা শুধুমাত্র নামে। আমেরিকা, রাশিয়া, ঘুঘু, মুন ফার্মাসিউটিক্যাল সবার লক্ষ্য- শ্যানং চা। কিন্তু দ্য টি অভ শ্যানং থিওরি অথবা ইমমরটালিটি নিয়ে লেখক প্রথমে কিছু খসড়া ধারণা দিলেও পরবর্তীতে কোনো বিস্তারিত থিওরিক্যাল এক্সপ্লেনেশনের দরকার মনে করেন নি। টুইস্টের পরিমাণ ছিলো কম আর শেষের টুইস্টটা অনেকের মতে মাথা নষ্ট হলেও আমার কাছে এভারেজ লেগেছে। লেখক ভালোই কুপ দিসিলেন তবে কসাই কাসেমের ভাষায় বলতে পারব না যে, 'আর এইরাম কুপ খাইলাম, ব্রেইন বাইর অইয়া গেলো'
এইটা ছিলো এক্সপেরিমেন্টাল কাজ। স্যাটায়ার আর ডার্ক কমেডিতে লেখক পরিপূর্ণভাবে সার্থক।অনেকের অতিরিক্ত গালিগালাজ নিয়ে কচকচানি ছিলো। তবে আমার কাছে তেমন গালিসমৃদ্ধ মনে হয় নাই। শেষে বলব, দেড় চা চামচ চিনি নামক থ্রিলারে সাথে আড়াই চা চামচ কমেডি দুধের স্বাদ নিতে চাইলে পড়তে পারেন এই বছর বইমেলার অন্যতম সেরা আলোচিত স্ল্যাশ সমালোচিত বই। তবে উচ্চআশা না রাখাই শ্রেয়। - ধন্যবাদ