What do you think?
Rate this book


135 pages, ebook
মূল কাহিনি আবর্তিত হয়েছে রাজা বিগ্রহপাল ও রাজকুমারী যৌবনাশ্রীর প্রেমকাহিনীকে ঘিরে। যৌবনাশ্রীর পিতা লক্ষীকর্ণ তার কন্যার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেন, কিন্তু রাজা বিগ্রহপালকে আমন্ত্রণ জানান না। বিগ্রহপাল তখন যৌবনাশ্রীকে হরণ করার পরিকল্পনা করে, ঠিক যেমন পৃথ্বীরাজ চৌহান সংযুক্তাকে হরণ করেছিলেন। কিন্তু শরদিন্দুর আধুনিক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে যৌবনাশ্রীর সিদ্ধান্তে সে চায় বিগ্রহপাল স্বয়ম্বর সভায় এসে তাকে প্রকাশ্যে বরণ করুক, যাতে তার ইচ্ছা ও ভালোবাসা স্পষ্টভাবে প্রকাশ পায়।