রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
আগে পড়েছিলাম তবে কাহিনি একেবারেই মনে নেই, শুধু মনে আছে ভিক্টর সাইমনের প্রথম উপস্থিতি। এই বইটা মূল ইংরেজি সিরিজ থ্রি ইনভেস্টিগেটরের একটা গুরুত্বপূর্ণ পর্যায় যেখানে প্রথমবার হিচকক তথা ডেভিস ক্রিস্টোফার অনুপস্থিত, আর হেক্টর সেবাস্টিয়ান তথা ভিক্টর সাইমনের আগমন। আমরা আগামিতে দেখব তিন গোয়েন্দায় ডে. ক্রিস্টোফার ফিরে আসেন কিনা। বইটার শুরুটা বেশ ভাল ছিল, মনে হচ্ছিল জমজমাট একটা রহস্যের প্লট সাজছে, কিন্তু পরে বোরিং লাগতে শুরু করে।