What do you think?
Rate this book


Paperback
First published January 1, 1962
খুবই মেয়েলি ধরনের শোকার্ত দৃষ্টিতে পপলার দুটোর পানে তাকিয়ে রইলেন তিনি। হঠাৎ মনে হলো আমার, যিনি দাঁড়িয়ে আছেন তিনি একাডেমিশিয়ান সুলাইমানভা নন, একজন সামান্যা সাধারণ কির্গিজ রমণী, কি সুখে কি দুঃখে বড়োই সাদামাটা। এই বৈজ্ঞানিক মহিলা, মনে হলো, সে মুহূর্তে ফিরে গেছেন নিজ শৈশবে-
যা-কিছু স্মৃতিময় সেখানে মানুষের পদচিহ্ন চিরকাল কেন পড়ে থাকে না? দিউইশেন আর আমি যে-পথে ঐ পাহাড় থেকে হেঁটে ঘরে ফিরেছিলাম আজ যদি আমি তা খুঁজে পেতাম, তো বুক পেতে দিতাম সেই মাটির বুকে, মাষ্টার সাহেবের পদচিহ্ন চুমোয় চুমোয় ভরিয়ে দিতাম আমি। আমার জন্যে ঐ পথ- যত পথ আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে মূল্যবান। কৃতজ্ঞ আমি সে-দিনের পৃথিবীর প্রতি...

