What do you think?
Rate this book
160 pages, Hardcover
First published February 9, 2017
যাইহোক আবার পড়লাম একটু মনোযোগ দিয়েই। সবশেষে আমার রিয়াকশন মধ্যম মানের। এই বই নিয়ে এত মাতামাতির কারণ তেমন নেই। কিন্তু এই বইয়ের এত বিখ্যাত হওয়ার পেছনে বরমাল্য দেয়া আর ধোয়াধুয়ি করা পাঠকই দায়ী (বই এর সাথে রিলেটেড ব্যক্তিবর্গের খুশি হওয়া উচিত! )
পুরো বইটিকে ২২টি শিরোনামে সাজানো হয়েছে। পবিত্র কোরআন শরীফের বেশ কিছু আয়াতের ভাবার্থ বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে, যা ভালো লেগেছে। ওখানে আর তর্ক বিতর্কের কিছু থাকে না শেষে, সম্ভবত সেই কারণেই এই অধ্যায়গুলো নিয়ে বিতর্কও তেমন একটা নেই ( থাকলেও আমার সামনে আসেনি; ম্যাক্সিমামের অভিযোগ কিছু নির্দিষ্ট টপিকে আর শেষের দিকের বিবর্তন নিয়ে )
আর বাদবাকি থাকে যা ভাল লাগে নি। খুব কম টপিকই মন্দ লাগার ঘরে কিন্তু সেগুলো খুবই স্পর্শকাতর। ১ম অধ্যায় নিয়েই আমার ব্যাপক সমস্যা। বাকি সবার দেখাদেখি আমিও একমত যে, লেখক বিশ্বাস শব্দটিকে একরকম গুলিয়ে ফেলেছেন।
মা,বাবাকে আমরা দেখে আসতেছি ছোটবেলা থেকে তারা কেমন করে আমাদের বড় করে তুলতেছেন- সব আমাদের সামনে, তাই আমরা তাদেরকেই মেনে নিচ্ছি। কারোর যদি বেশি সমস্যা মনে হয় তো ডিএনএ টেস্ট করিয়ে আসুক🙄এই মেনে নেয়ার সাথে স্রষ্টাকে বিশ্বাস করার মধ্যে কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এই কম্পারিজন চলেই না, স্রষ্টা মানুষ নন।
"পুতুল নাচের ইতিকথা" য় মানিকবাবু বলেছেন,
“কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর।”
সবশেষে বিবর্তন নিয়ে কথাবার্তা। আমি এই টপিকে তেমন কিছু বলবো না, আমার জ্ঞান এক্ষেত্রে তেমন নাই বললে চলে। তবে বিবর্তন কি বলে সেটা জানি- এপ আর মানুষ একটা কমন এনসেন্টর থেকে এসেছে( ব্যাপারটা সহজ ভাষায় এই রকম)। কিন্তু দুর্ভাগ্যবশত বিবর্তন সম্পর্কে সাজিদের ধারণা হচ্ছে এপ থেকে মানুষ এসেছে বিবর্তন প্রক্রিয়ায়। এখন কথা হচ্ছে লিচু খেতে ঝাল না মিষ্টি এটা না জেনে আমি বলতে পারি না লিচু খেতে নোনতা, উচিত না। (বাদ বাকি আপনি বিবর্তন বিশ্বাস করেন আর নাই করেন নিতান্তই ব্যক্তিগত ব্যাপার😪)
আসলে স্যার, বলতে সংকোচবোধ করলেও সত্য এটাই যে, নাস্তিকতার উপর আপনি যে লজিক দেখিয়েছেন, সেগুলো এতটাই দুর্বল যে, নাস্তিকতার ওপর আমি বেশিদিন ইমান রাখতে পারিনি
“I am not an atheist. An atheist is someone who has compelling evidence that there is no Judeo-Christian-Islamic God. I am not that wise, but neither do I consider there to be anything approaching adequate evidence for such a god. Why are you in such a hurry to make up your mind? Why not simply wait until there is compelling evidence?”