ইতিহাস নিয়ে পড়তে গেলে প্রথমেই বড় বই দিয়ে শুরু করাটা কঠিন ব্যাপার মনে হয়, এজন্য সংক্ষিপ্ত হিসেবে এটা পড়া। এর ঠিক আগেই একই বিষয়ে একটা বই (লস্ট ইসলামিক হিস্ট্রি) পড়ে শেষ করেছি এবং ওই বইটা এটার চেয়ে অনেক ভালো মনে হওয়ায় এটা অনেক দিক থেকেই দূর্বল মনে হয়েছে।
খুলাফায়ে রাশেদিন, উমাইয়া, আব্বাসী, উসমানী খিলাফত, ফাতিমি, হামদানি, আইয়ুবি, সেলজুক, মুঘল সাম্রাজ্য, মোঙ্গল আক্রমণ, ক্রুসেড, ফিলিস্তিন ইস্যু—মোটামুটি এসব নিয়েই বইয়ের মূল আলোচনা। এর মধ্যে আব্বাসি খিলাফত সম্পর্কেই সবচেয়ে ভালোভাবে আলোচনা করা হয়েছে।
অনুবাদ মোটামুটি ভালোই লেগেছে।
যা ভালো লাগেনি—
★শুরুতেই অপ্রয়োজনীয় আলাপ বেশি
★শিয়াদের ব্যাপারে আলোচনা হয়নি বললেই চলে, অথচ এই ব্যাপারটা একটু বিশদ আলোচনার দাবি রাখে
★সাল এবং বানান ভুল কম হলেও একেবারে কম না, এদিকটায় আরো সতর্ক হওয়া জরুরি