আমাদের অধিকাংশই বই বলতে মুলত দুরকমের বইকে বুঝি ! একটা পাঠ্যবই অন্যটা গল্পের বই। হাজার ফিকশনের ভীড়ে আমরা আজকাল অন্য কোনও বিষয় নিয়েও যে লেখা যায় তা ভুলতেই বসেছি। বই পড়ে আমরা আমাদের কল্পনাশক্তি, সৃজনশীলতা ইত্যাদি গুণাবলি বিকাশ ঘটাতে পারি। কেমন হতো যদি বই পড়ে বদলে ফেলা যেত নিজেকে? শেখা যেতো হতাশা থেকে মুক্তি পাওয়ার, অপরিচিত কারও সাথে প্রথমবার ফোনে কথা বলার কিংবা সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মত দরুণ এবং বাস্তব জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সব কৌশল! 'Never Stop Learning' বইটিতে সংক্ষেপে বর্ণিত আছে তেমনি কিছু আইডিয়া যেগুলো বর্তমান প্রজন্মের পাঠকদের কল্পনা আর সৃজনীশক্তির বিকাশের পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশ ও উন্নয়নেরও সহায়তা করবে!
এই বইটা খুব একটা ভালো লাগে নাই। কয়েকটা লাইন তো এক্কেবারেই আজব মনে হয়েছে। টু বি অনেস্ট, চার পাঁচটা লাইন পড়ার পর আমার কেন জানি মনে হয়েছে এই লাইন কয়েকটা আপু পড়লে আমাকে এই বই কেনার জন্য ধুয়ে দিতো :/
নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও গুলোর সেইম কপি পেস্ট। হ্যা, এটা একটা ভালো উদ্যোগ কিন্তু বই আকারে যেহেতু ছাপানো হচ্ছেই তাহলে আরও অনেক ভাল ভাল টপিক সংযোজন করা যেত। যাক গে, ব্যাপার নাহ! ;)
রোজা আছি। খিধে লাগলে ভালো লাগেনা। তবে বইটা পড়ে ভালো লাগছে। পড়লে উপকৃত হবেন, না পড়লে কুয়োর ব্যাঙ হয়ে থাকবেন। রমজান যাক, তারপর ভালো করে সবকিছু উপভোগ আর উপলব্ধি করতে পারবো।
কিছুটা মোটিভেটেড হলাম, কিন্তু যারা তাকে চিনে যে 'টেন মিনিটস স্কুল' দিয়ে, সেই ভিডিও এর লিখিত রূপ ছিল বইটা, আর বেশি কিছু না। কিছু ক্ষেত্রে কোন কোন কথা আমার কাছে ডাবল স্ট্যান্ডার্ট মনে হয়েছে। ওভারঅল, মোটিভেশনাল বই হিসেবে চলে। * কিছু জায়গায় বানান ছিল, ১৩তম মুদ্রণ পড়েছি আমি, সেখানেও কীভাবে ভুল থাকে... বুঝলাম না :S
ভালোলাগছে বললে ভুল হবে। ভ্লগের কথাবার্তাই ছাপার অক্ষরে। আমার কেন জানি উনাকে কম জ্ঞানের মানুষ মনে হয়। ঝংকার মাহবুবের 'রিচার্জ ইউর ডাউন ব্যটারি' শত গুনে এটার চেয়ে ভালো। বাই দ্য ওয়ে, লিখতে চেষ্টা করেছে বেচারা।সেজন্য একটা থ্যাংকস। :)
আত্মপোলব্ধি ও আত্মউন্নয়ন এর বিভিন্ন খুঁটিনাটি নিয়ে রচিত বইটি। খুবই ভালো উদ্যোগ। আলোচিত প্রতিটা বিষয় অসম্ভব গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। Sunk cost, Pink elephant, Elevator Pitch-- ইত্যাদি বিষয় নিয়ে জানলাম। অধিকাংশ বিষয়ই তাঁর ভিডিওগুলো থেকে আগে জেনেছি, তারপরেও পড়ে ভালো লাগলো। Maestro ওয়ার্ডটা শিখেছি এই বই থেকে :D । ফেসবুক, ইউটিউব, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহারের টুকিটাকি, সিভি বানানো, বিভিন্ন দরকারি অ্যাপ, পাওয়ার পয়েন্ট, যুগের সাথে তাল মিলিয়ে ছাত্র জীবনকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, ইন্টারভিউ অ্যাডভাইস- কি নেই বইটিতে। বর্তমান তরুণ প্রজন্মের জন্য খুবই প্রয়োজনীয়, যুগোপযোগী ও অবশ্যপাঠ্য একটি বই।
কিছু ব্যাপার যা বইটার মান কিঞ্চিত কমিয়ে দিয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য বানান ভুল, কিছু কিছু বাক্যেরও গড়মিল আছে। আশা করি পরের এডিশনে এগুলো শুধরে যাবে। লেখার ধরনটাও আরেকটু ভালো হতে পারত। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, যা পড়ছি সেগুলো আসলে তার কথায় শুনতে বেশি ভালো লাগতো। কিন্তু একটা লেখা সুখপাঠ্য হতে ভাষাটা হতে হয় আরেকটু অলঙ্কৃত।
তারপরেও, বাংলা ভাষায় এমন বই আমি কখনো পাইনি। এমন ধাঁচের লেখার সূচনা করার জন্য লেখক আয়মান সাদিককে অবশ্যই সাধুবাদ। লেখার বিষয়বস্তু নিয়েও আমার কোন অভিযোগ নেই। দশে দশ। Its name does the utmost justice to the book. 'Never Stop Learning!' :)
অনেকদিন পর বইটা পড়ায় আসলেই ভালো লেগেছে। ২০১৭ তে যখন পড়তে নিয়েছিলাম তখন কোন আগ্রহ জন্মেনি। কারণ হ্যাঁ ভিডিওর কন্টেন্ট আর বইয়ে তেমন কোন পার্থক্য নেই। কিন্তু এখন যখন পড়ছি তখন আবার নিজের মধ্যে পুরোনো ভালো লাগাটা কাজ করছে।
তো যারা আয়মান সাদিকের ভিডিওগুলো ফলো করেন তারা অনেকদিন পর যদি বইটা পড়েন আশাকরি ভালো লাগবে।
বইয়ের লেখা যেহেতু সবসময় বেশি আগ্রহের জন্ম দেয়, সেজন্যও বইটা ভালো লাগল।
আমি তখন সবেমাত্র ইন্টারমিডিয়েড ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। বরিশাল পড়তে এসেছি, নতুন জায়গা, অপরিচিত আবহাওয়া। একদিন বিকেলে কোনো কাজ নেই, নতুন প্রাইভেটও শুরু করিনি, তাই ভাবলাম আশপাশটা একটু ঘুরে দেখি। ভাবনামত বাসা থেকে বেরিয়ে মেইন রাস্তায় চলে আসতেই কি মনে করে ঠিক করলাম, সদর রোডের লাইব্রেরিতে যাবো, পকেটে কয়েশ টাকা ছিলো। অতপর অটোতে করে চলে এলাম সদর রোড। সেখান থেকে চোখের সামনে যে লাইব্রেরিটা আগে বাজলো, সেখানেই ঢুকলাম। বিভিন্ন গাইড বইতে লাইব্রেরি ঠাসা। আমি নন একাডেমিক বই খুঁজছিলাম। বেরিয়ে আসতে যাবো হঠাৎ এককোনে রাখা সবুজ মলাটের এই বইটা চোখে পড়লো। বইটা সমন্ধে আগে কিছু শুনেছিলাম। সেই বছরের বেস্ট সেলিং বই। কোনো ২য় চিন্তা না করেই শেলফ থেকে বইটি তুলে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখা শুরু করলাম, মনে সন্তুষ্ট হয়ে কাউন্টারে গিয়ে বললাম প্যাকেট করে দেওয়ার জন্য। হালকা বার্গেনেইং অবশ্য করেছিলাম।
২.
রিভিউ শুরুর আগে এই ছোট ভূমিকাটা দেওয়ার কারন, যেই সময়ে এই বইটি কিনেছিলাম, সেই সময়টা ছিলো জীবনের অন্যতম সেরা সময়। বইটি ২০১৮ তেই একবার পড়েছিলাম। তখন বইয়ের আলোচিত অনেক বিষয়ের সাথে নিজেকে মিলাতে পারেনি। কিন্ত ৭ বছর পর কি মনে করে বইটি আবার হাতে তুলে নিয়ে পড়তে শুরু করলাম এবং সত্যি বলতে একটা নস্টালজিক ফিল হচ্ছিলো, এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের আমি বইয়ের যেই বিষয়গুলোর সাথে তখন নিজেকে মিলাতে পারেনি, অনার্স ফাইনাল ইয়ারে এসে সেই বিষয়গুলো খুব সহজেই বর্তমান আমির সাথে মিলাতে পেরেছি।
৩.
বইটিতে এমন সব বিষয় নিয়ে আলোচনা আছে যেগুলো ফলো করলে আমরা আমাদের জীবনকে আরো বেশি প্রোডাক্টিভ এবং সমাজের একজন সু নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। কিছু ছোট ছোট লাইফ হ্যাকস নিয়ে আলোচনা করা হয়েছে এই বইতে, এই লাইফ হ্যাকস গুলো স্কুল,কলেজ বা ইউনিভার্সিটিতে আমাদের কেউ শিখিয়ে দেয়না। আয়মান সাদিকের ভিডিও লেকচারের একটা লিখিত রূপ বলা যেতে পারে এই বইটিকে। কিছু কিছু অধ্যায়ে ঘুরে ফিরে এক কথাই বলা হয়েছে, "সাফল্য, সাফল্য,সাফল্য" যেইটা আসলে একটু বিরক্তিই লেগেছে। তবে যেই টিপস গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো অবশ্যই এফেক্টিভ। ইউনিভার্সিটি ফ্রেশারসদের ফার্স্ট ইয়ারে থাকতে এই বইটি পড়া উচিত। আপাতত এই বই নিয়ে আর কোনো শব্দ মাথায় আসছে না।
This is a self help book by our country's favourite public figure Ayman Sadik. This book is a great start for who never tried any of Ayman's book. But who already read some of his books I won't suggest this for them. This book has the similar problems like other books of Ayman. And that is, there are many concepts and topics which were already covered in other books of him. The amount of this repeatation is not small rather it's too much that I feel so irritated. To be honest, I read only about 30-40% of this book. The rest part was fully copy pasted from other books from him. As a result, I lost interest of reading any further books from him.
Now come to the postive side of this book. As always this book is filled with some effective tips, tricks and ideas. The examples of this book is so relative and interesting. This book is written based on some effective ideas which is really applicable for readers. Students will find a tons of resources and motivations from this book which may help them in their life. I will suggest readers to annotate and mark points of this book to fully utilize this book. Finally, I will suggest students to read this book who never tried Ayman's book ever.
চিরাচরিত পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের জ্ঞান বৃদ্ধির যথেষ্ট উদ্যোগ নেয়া হলেও দক্ষতা বৃদ্ধির জন্য তেমন কিছু করা হয় না। তাই আমরা লেখাপড়াকে আমাদের বাস্তব জীবনের সাথে মেলাতে পারি না; ঠিকমত শিখতে পারি না। এই শিক্ষা আমাদের কাছে বোঝা মনে হয়। বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে দৈনন্দিন ব্যবহার্য প্রযুক্তিগুলোকেও আমাদের এই অজ্ঞতা আর শেখার প্রতি অনিহার কারণে ভুলপথে ব্যবহার বরে বসি। এজন্যই দেখা যায় বেশ উচ্চ শিক্ষা অর্জন করেও ভবিষ্যৎ নিয়ে নানা দ্বিধা-দন্দ্বে পড়তে হয়। কিন্তু শেখাটা যদি হয় ব্যবহারিক আর বেশ যৌক্তিক উপায়ে তাহলে এই সমস্যাটা আর থাকে না। আমার কাছেও লেখা-পড়াটা অনেক বোঝা মনে হত। কিন্তু এই বইটি পড়ার পরে বুঝলাম যে আসলে লেখাপড়া বিষয়টাকে আমরা যতটা বোরিং মনে করি এটা আসলে ততটাও না। আমরা যদি আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি আর মন-মানসিকতাটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় আমাদের কাছে। আয়মান সাদিক ভাইয়া তার এই বইটিতে এরকমই বিভিন্ন কৌশল অোর পরামর্শ দিয়ে সাজিয়েছেন তার এই বইটিকে। আমার পড়া সবচাইতে সেরা বইগুলোর মধ্যে এটি একটা।
Student life এর হতাশা আর career tension থেকে বের হওয়ার এক অন্যতম হাতিয়ার এ বইটি৷ নিজেকে শক্তিশালী এবং উৎসাহিত করতে শিখাবে৷ হয়তো বইটির কিছু কথা আমার আগেই পরিচিত ছিলো, তবুও এটি আমাকে উদ্দীপনা দিয়েছে। Ayman Sadiq এর “নেভার স্টপ লার্নিং” বইটি শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রতি মুহুর্তে apply করার মতো একটি guide. Tips from this book for students: KEEP THE NETWORKING ALIVE USE YOUR DIGITAL PROFILE LEARN A NEW LANGUAGE GET USED TO THE PRESENTATION SOLVE YOUR OWN PROBLEMS START WRITTING YOUR OWN CV FOCUS ON CORPORATE GROOMING TAKE PART IN EXTRA CURRICULAR ACTIVITIES FIND YOUR OWN MENTOR BECOME A SOFTWARE MAESTRO!
আমার ভালো লেগেছে এই বইটা। অনেক কিছু শেখার আছে আমার মনে হয় বইটা থেকে। ছোট ছোট করেই তো শুরু? ডেইলি চেকলিস্ট, অপরিচিত কাউকে ফোন কলিং,কিছু কিছু বিখ্যাত মানুষের উক্তি আমার সত্যি ভালো লেগেছে। সব হয়তো ভালো লাগে নাই যেমন কোচিং পরীক্ষা আর ক্যালকুলেটর নিয়ে নিজের অভিজ্ঞতা যখন শেয়ার করছে পছন্দ হয় নাই আমার। তখন ডেইলি চেকলিস্ট টা অনেক হেল্প করেছিল আমাকে আর এটা অনেক সুন্দর একটা বিষয় ও বটে। হয়তো অনেকেে জানে বা এগুলা অনেকে বলে তবে আইডিয়া টা সেই প্রথম ই পেয়েছিলাম। 💙💙
যেহেতু আমি ইউটিউবে আয়মান সাদিকের বেশিরভাগ ভিডিওই দেখেছি, তাই এই বইয়ের বেশিরভাগ কন্টেন্টই আমার আগে থেকে জানা। তবে বাংলাদেশে নন-ফিকশন বই এর ব্যাপক কমতি আছে। শুধুমাত্র একটা বই এর কন্টেন্ট আমি ইউটিউবে আগে দেখেছি বলে বই হিসাবে পড়তে আমার খারাপ লেগেছে এমনটা মোটেই নয়। এই বই আমি একদম জাজমেন্ট ছাড়া পড়েছি। পড়ার সময় ভেবে নিয়েছি, এই জিনিশগুলো আমি একবারেই জানি না। কিছু জায়গায় ঘাটতি ছাড়া আমার কাছে বইটি ভালোই লেগেছে।
Some good lessons. Some valuable advice. Wish this book were written when I was a bit younger. Will be a good read for today's young generation, I believe. A worthy self-help book for people of all walks, all ages.