জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।
উনিশটি গল্প। তাতে স্বীকৃত অনুবাদ, অনুপ্রাণিত বঙ্গীকরণ, মৌলিকের নামে বি-গ্রেড হরর মুভির প্লট নামিয়ে দেওয়া, সম্পূর্ণ দিশাহীন গদ্য আর এক-আধটা ব্যতিক্রমী প্লট - সবই আছে। কী আর বলব! নষ্ট করার মতো সময় আর অর্থ থাকলে পড়ে দেখতে পারেন। ব্যস, এটুকুই।
অনেকদিন পরে বলতে দ্বিধা নেই বেশ ভালো একটা ভয়ের বই পড়লাম। অসাধারণ ছিল প্রায় সবগুলো গল্পই; মনের ভিতরে ভয় এবং আতঙ্ক ধরানো গল্পগুলো ছিল সত্যিই রোমাঞ্চকর। তাই বলাই যায় এই বইটা কেনা আমার জন্য পুরোপুরি সার্থক হয়েছে।।
১৯টি গল্প নিয়ে এই বইটি সম্পাদিত। পূর্বে যেমন বললাম প্রায় প্রত্যেকটি গল্পই আমার খুবই ভালো লেগেছে। লেখক সাঈদ আজাদ এর পিশাচ চক্র, ফারহানা নাতাশার তৃতীয় রাত্রি, আরাফ করিমের রহস্যময় ছবি, অনিরুদ্ধ এর গল্প তেরো নাম্বার দারুন ছিল। রতন চক্রবর্তীর লেখা পিশাচী এবং সামারা সারণী তিন্নি এর লেখা রুম নং ২১৩ পড়েতো মনে বেশ ভালই ভয় ধরেছিল। সর্বশেষ অনীশ দাস অপু এর লেখা অনূদিত গল্প (মূল লেখক ডুলসি গ্র) ভো-ডু গল্পটাও অসাধারণ ছিল। বেশ রোমাঞ্চকর একটা গল্প ছিল বলতেই হবে।।
অতএব কেউ যদি সত্যিই হরর ভালোবাসেন অবশ্যই এই বইটি পড়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। রেটিং এ ৫ এর বেশি যদি থাকতো তাও হয়তো এই বইয়ের জন্য দিয়ে দিতাম আমি। এ পর্যন্তই থাক আজ।।
- বিদ্যা (Lot No. 249 - Sir Arthur Conan Doyle) - তৃতীয় রাত্রি (The Horror of the Upper Sea - Sir Arthur Conan Doyle) - সম্মোহন (The Facts in the Case of M. Valdemar - Edgar Allan Poe) - রহস্যময় আংটি (The Ring of Thoth - Sir Arthur Conan Doyle) - নাম্বার ১৩ (Number 13 - M.R. James) - আতঙ্ক (The Feather Pillow - Horacio Quiroga) - ভোডু (The Fur Brooch - Dulcie Gray)