What do you think?
Rate this book


Unknown Binding
First published January 1, 1931
"ইয়া আল্লাহ! যদি আমি দোজখের ভয়ে এবাদত করি, তবে আমাকে দোজখে নিক্ষেপ কর; আর যদি বেহেশতের আশায় এবাদত করি তবে আমার জন্য বেহেশত হারাম হউক।"
১৯২০-৩০ এর সময়কালে জন্মিলে কী দুঃখেই না পড়িতে হইতো! চিন্তা করিতেছি, এই করোনাকাল প্রত্যক্ষ করা উহার চাইতে কিছুটা স্বস্তিদায়ক কীনা! কোন সন্তোষজনক উত্তর পাইতেছি না।
লেখিকা যেভাবে বর্ণনা দিয়াছেন, ভয় পাওয়া অবান্তর নহে। তৎকালীন বিভীষিকাময় পর্দাপ্রথার বলি হইতে আট বৎসর এর বালিকারাও রেহাই পায় নাই। লেখিকা তাহার স্বভাবজাত ব্যঙ্গাত্মক রসে প্রতিটি ঘটনার বর্ণনা দিয়াছেন। পড়িলেই বুঝিবেন কীরূপ ভয়ানক। থাক, আর ভয় পাওয়াইয়া দিতে চাহি না।