Jump to ratings and reviews
Rate this book

অনিমেষ ##১

উত্তরাধিকার

Rate this book

288 pages, Hardcover

Published February 1, 2004

149 people are currently reading
1963 people want to read

About the author

Samaresh Majumdar

337 books698 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
929 (42%)
4 stars
914 (41%)
3 stars
296 (13%)
2 stars
35 (1%)
1 star
16 (<1%)
Displaying 1 - 30 of 123 reviews
Profile Image for Nishat.
27 reviews537 followers
August 23, 2018
স্বর্গছেঁড়া-জলপাইগুড়ি-কলকাতা। সমরেশ নিপুণ দক্ষতায় অনেকগুলো জায়গা জুড়ে, বিস্তৃত এক সময়ের গল্প বলে গেছেন, অনিমেষের বেড়ে উঠার গল্প বলেছেন।

স্বর্গছেঁড়া বাগান থেকে শুরু- চারদিকে শীত শীত আমেজ, সবুজে ঘেরা, যেখানেই যায় অনিমেষ, ছায়ার মত ঘেঁষে থাকে মায়ের আশীর্বাদ। মধ্যে জলপাইগুড়ি - শৈশবের সোনালি পর্দার ফাঁক গলে সেখানেই অনিমেষের বাস্তবতার প্রথম স্বাদ পাওয়া, গা শিউরে উঠা, এক কদম পিছিয়ে দুই কদম এগিয়ে যাওয়া। অবশেষে আছড়ে পড়া কলকাতায় - উত্তাল রাজপথে যেখানে আগামী দিনের জন্য সকলের অধীর অপেক্ষা।

চিরকাল পরিবারের যে মানুষগুলোর কাঁধে চড়ে অনিমেষ বড় হয়েছে, কালের পরিক্রমায় জীবনের বাঁকে বাঁকে তাদের নিজেদের মধ্যকার বাঁধন আলগা হয়েছে, ক্লান্তি এসে ভর করেছে তাদের প্রত্যেকের উপর। বুকে আগলে তিলতিল করে মানুষ করেছেন যারা অনিমেষকে, সময়ের সাথে তাদের পরিবর্তন খুব চোখে পড়ার মত - শেষকালে এসে বিষণ্ণ, জরাগ্রস্ত, অতীত জীবনের নেশায় বুঁদ।

ব্যাপারটি এতই হৃদয়বিদারক যে যতই চোখের সামনে প্রতিনিয়ত দেখি না কেন, মানুষ বদলে যাবার মত জীবনের এই অমোঘ সত্য সহজে মেনে নেওয়া যায় না; কাঁটার মতই গলায় বিঁধে থাকে। সকলে বদলে গেলে আমার বলে কি থাকে? সবকিছুর অবসানে, মানুষ ধরে রাখতে পারে কাকে? ওই অতীত জীবন?

রাজনীতি নিয়ে আলোচনা আছে বিশদ, যদিও অনিমেষের অনভিজ্ঞ চোখ দিয়েই দেখতে হবে সব। জন্মভূমির সে কী করে যোগ্য হবে? বুকের ভেতর ফুলে ফেঁপে উঠা যে দেশপ্রেম সেটি প্রমাণের শ্রেষ্ঠ উপায় কি? রাজনীতিবিদের বুলির সাথে নীতিনির্ধারকের কাজে এত অমিল কেন? অনিমেষ নিজেকে বারবার প্রশ্ন করেছে। যে দোলাচলের মধ্যে অনিমেষ নিজেকে আবিষ্কার করে সেটি অপরিচিত নয়, কারণ জীবনের কোন একপর্যায়ে অধিকাংশ লোকই এই পথ মাড়িয়ে এসেছেন। লেখকের ঝরঝরে লেখায় উঠে আসা অনিমেষের মানবিক গুণাবলির চর্চা, নিজের একটি পরিচয় গড়ে তুলবার প্রচেষ্টা, পায়ের নিচে মাটি খুঁজে পাবার যে এই লড়াই এসবই, অভিজ্ঞতার আলোকে, সত্যের খুব কাছাকাছি বলে মনে হল।

চমৎকার বই!
Profile Image for Abhishek Saha Joy.
191 reviews56 followers
January 27, 2021
সমরেশ মজুমদারের 'অনিমেষ' সিরিজের প্রথম বই 'উত্তরাধিকার'।প্রথম বইতে অনিমেষের প্রথম ষোল বছরের জীবনকে তুলে ধরেছেন লেখক।

অনিমেষের জন্ম ডুয়ার্সের স্বর্গছেঁড়া টি এস্টেটে।সেখানে তার বাবা,মা,দাদু আর কাকাদের নিয়ে তাদের সংসার।তার সঙ্গে রয়েছে আঙরাভাসা নদী,চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য আর কালী গাই।এরকম পরিবেশে থাকলে সাধারণত যেরকম মানসিকতা নিয়ে একটা বাচ্চা বেড়ে উঠে অনিমেষও তার ব্যাতিক্রম নয়।সেও মনের দিক দিয়ে নরম,অনুসন্ধিৎসু এবং পরোপকারী।সাধারণত গ্রামের একটু ভালো ছাত্র যাদের আর্থিক সংগতি ভালো,তারা শহরে চলে আসে ভালো স্কুলে পড়ার জন্যে।অনিমেষও স্বর্গছেঁড়া ছেড়ে তার দাদুর সাথে চলে আসে জলপাইগুড়িতে।সেখানে জেলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার জন্যে সে পা বাড়ায় স্বপ্নের শহর কলকাতায়।

অনিমেষের বেড়ে উঠার সময়টা ছিলো ভারতের রাজনীতির জন্যে ক্রিটিক্যাল সময়।সবে মাত্র দেশ স্বাধীন হয়েছে,সবাই তখন কংগ্রেসের প্রতি অনুরক্ত।অনিমেষ বাচ্চা ছেলে,সে না বুঝেই কংগ্রেস এর প্রতি ঝুঁকে পড়ে স্বাভাবিকভাবেই।ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি একটা আগ্রহ নিয়ে বড় হয়ে উঠে সে।যার বিভিন্ন রূপ সে আবিষ্কার করে তার বড় হওয়ার প্রতি বাঁকে।

রাজনীতি সচেতন মানুষ মাত্রই অনিমেষের সাথে রিলেট করতে পারবেন।রাজনীতি সেটা ডানপন্থী বা মধ্যপন্থী বা বামপন্থী যাই হোক না কেন তাতে একটা দেশের অধিকাংশ মানুষের অংশগ্রহণ থাকে না।বাংলাদেশের মুক্তিযুদ্ধও কিন্তু সবাই করেনি।জনগণের যে অংশটা প্রত্যক্ষভাবে রাজনীতি থেকে দূরে থাকে,তাদের জীবনের ধ্যানধারণা পুরোটাই তাদের নিজেদের নিয়ে।অনিমেষ যখন ট্রেনে করে কলকাতায় যায়,তখনকার রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের চিন্তাভাবনার পরিবর্তনগুলো একেকটা লাইফ লেসন।

মানুষ যদি নিজে সুখে থাকে,আরামে থাকে সে কখনো নিজের গরজে আন্দোলন সংগ্রাম করতে যাবে না।একদল ক্ষমতায় থাকবে,আরেকদল কার্ল মার্কসের তত্ত্ব দিয়ে শ্রেণি সংগ্রাম করবে।তারা ক্ষমতায় গেলে আবার অন্য দল তাদের বিরুদ্ধে আন্দোলন করবে।অথচ সাধারণ মানুষ কিন্তু এই শ্রেণি সংগ্রামের তত্ত্ব শুনতে চায় না বা উন্নয়নের বুলিও শুনতে চায় না।তারা খেয়েপড়ে বউ বাচ্চা নিয়ে একটু আরাম করে জীবন কাটিয়ে দিতে পারলেই খুশি।

রাজনীতি শিক্ষার জন্যে এই বইটি ভালো একটি সংযোজন।তবে বামপন্থীদের প্রতি লেখক সম্পূর্ণ নির্মোহ থাকতে পারেননি বেশ কিছু ক্ষেত্রেই।তাছাড়া স্বর্গছেঁড়া চা বাগান,জলপাইগুড়ি শহর,তিস্তা নদীর সাথে একটি ছেলের বেড়ে উঠা আপনাকে আগ্রহী করে তুলবে।হয়তো নিজের অজান্তেই ফিরে যাবেন নিজের বেড়ে উঠার সময়টাতে।
Profile Image for Dystopian.
434 reviews228 followers
May 31, 2023
বইটা যখন শুরু করি তখন লেখক ছিলেন আমাদের মাঝে। বই শেষ হলো না কিন্তু কালজয়ী লেখক এর জীবন অধ্যায় ঠিকই শেষ হয়ে গেল। প্রতিটা পৃষ্ঠার মাঝে জীবন মৃত্যুর মত সবচেয়ে প্রাকৃতিক ব্যাপারটাই অদ্ভুত ভাবে নাড়া দিচ্ছিল।

পাঠক শ্রেনীর কাছে উত্তরাধিকার অপরিচিত কোনো বই নয়। বলা যায় বাংলা সাহিত্যের অন্যতম এক চরিত্রের জন্ম দেন লেখক এই বই এর মাধ্যমে। গল্পের শুরু থেকে শিশু অনিমেষ থেকে কিশোর অনিমেষের দৃষ্টিকোণ থেকে ১৯৪৭ এর ভারতের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক অবস্থা ও আন্দোলন এর অবস্থা উঠে এসেছে।
তবে যে ব্যাপার টা আমাকে মনোমুগ্ধ ভাবে আকর্ষন করত তা হলো লেখক যেভাবে অনির বয়সের সাথে মনস্তাত্ত্বিক বিশ্লেষন করে গেছেন।

বইটা প্রথম পড়ি আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে। যখন সেবার তিন গোয়েন্দা ছিল প্রকাশ্য পাঠ্য, আর বড় বোনের বই এর গাদা ছিল লুকিয়ে পড়ার মতো বড়দের বই স্তুপ!
তখন বই এর কতটুকু নিতে পেরেছিলাম আর এখন থেকে ১০ বছর পর আবার যদি কখনো পড়ি বইটা তাহলে আজ আর সেদিনের মাঝে বিশ্লেষনের পার্থক্য টা ভাবার চেষ্টা করে বার বার ব্যার্থ্য হচ্ছি। হয়তো এটাও লেখকের এক দারুন ক্ষমতা! হয়তো সাতকাহন ও আবার পড়তে গিয়ে আরেক ভাবে আবিষ্কার করব!

উত্তরাধিকার এর ভেতর দিয়ে গুডরিডস চ্যালেঞ্জ ২০২৩ এর ১২০ তম বই শেষ হলো।
কাজের মডারেট ব্যাস্ততা বই এর সাথে সম্পর্ক টা অনেক বাড়িয়ে দিয়েছিল। পরবর্তী ৭ মাস কেমন যায়, দেখা যাক! তবে উত্তরাধিকার আমার জন্যও মাইলফলক হয়ে থাকবে।

My Reaction and Ratings can be biased
Profile Image for Shadin Pranto.
1,469 reviews560 followers
August 29, 2017
জমে উঠেছিল।

দুঃখিত, শেষ পর্যন্ত রেশ ধরে রাখতে পারেন নি সমরেশ।

ওভাররেটেড বই।
Profile Image for Sirazum Munira.
5 reviews16 followers
October 9, 2015
শান্ত নিরিবিলি চা বাগান, ওপারে খুঁটিমারির জঙ্গলের মাথায় এলিয়ে পড়া লাল সূর্যটার টুপ করে হারিয়ে যাওয়া, আঙরাভাসা নদীর কাপড় কাচা পাথরটার নিচে লুকিয়ে থাকা লাল চিংড়িটা, পাশেই কুল গাছে বসে নিঃসঙ্গ ডাহুক পাখিটার একটানা করুণ সুরে ডেকে যাওয়া, মাথার ওপরে ভুটানের পাহাড় থেক��� ভেসে আসা বিষণ্ণ মেঘের দলের জটলা পাকানো, মাঠ পেরিয়ে আসাম রোড, মদেসিয়া কুলিদের লাইন--- 'উত্তরাধিকার' নিয়ে কিছু বলতে গেলেই সবার আগে স্বর্গছেঁড়ার চা বাগানের এই প্রশান্ত রূপটা চোখের সামনে ছবির চেয়েও বাস্তব রূপে দৃশ্যমান হয়ে উঠে, আর স্নিগ্ধতার পরশ বুলিয়ে যায় মনে। আর এই স্নিগ্ধ পরিবেশে জন্মানো ও শৈশব কাটানো কোমল কচি হৃদয়ের অনিমেষের সবকিছুকে পেছনে রেখে জলপাইগুড়ি শহরে গিয়ে নতুন জীবন শুরু করা, ফেলে আসা স্বর্গছেঁড়ার স্মৃতি, মাকে হারিয়ে পিসিমা'র আগলে রাখা আঁচলের ছায়ায়, আর বুকের ভেতরের প্রগাঢ় ভালোবাসা প্রকাশ না করতে সদা তৎপর দাদুর কঠোরতা ও দৃঢ়তার আদর্শের মাঝে একটু একটু করে বেড়ে ওঠা, কৈশর পেরোনো, বিভিন্ন পরিস্থিতির মুখোমুখী হয়ে ভালো-মন্দের পার্থক্য করতে শেখা, বিবেকবান হয়ে ওঠা, দেশকে ভালোবাসতে শেখা--- এই রকম আরও অনেক অনেক চিত্র নিয়েই 'উত্তরাধিকার'।
Profile Image for Sabbir  Pavel.
1 review6 followers
November 17, 2017
ভালো দিক আগে বলি... শৈশব-কৈশোর; অনিমেষের জীবনের এই সময় টা যেমন গেছে আমার জীবনের এই সময় টা ও কাছাকাছি রকম ই ছিল। কিছু সুন্দর জীবন স্মৃতিকে নাড়া দিয়ে গেল।

এবার উলটো কথায় আসি।
প্রথমত, এত অল্প বয়সে অত অধিক রাজনীতি সচেতনতা অসম্ভব না হলেও অস্বাভাবিক। সমরেশের গল্পের নায়ক ছাড়া অন্য কারো ক্ষেত্রে এমন ঘটবে বলে মনে হয় না।
দ্বিতীয়ত, পুরো জিনিষটা একটা উপন্যাস হয়েছে, জীবন হয়ে উঠে নি ঠিক। অনিমেষের ট্রেনে একজন সঙ্গী লাগবে সে পেয়ে গেল। তার কোলকাতা চিনে এমন একজন লোক লাগবে , পাশের সিটে সে বুড়ো দাদু বসে গেলেন। একজন বিপ্লবির সাথে কথা বলা দরকার তখন ই একজন সুনিল দা পাশের রুমে উঠে গেলেন।
সমরেশ অনিমেষকে যতটা উদার ভাবে রসদ দিএছেন জীবন আমাদের সাথে ততটা উদার কখনো হয় না।
Profile Image for Nabonita Pramanik.
Author 1 book20 followers
September 13, 2021
উত্তরাধিকারের পুরো কাহিনির মূলে রয়েছে অনিমেষ তথা অনির জীবনের বিচিত্র সব আখ্যান। ছোট্ট অনির শৈশব, শৈশব থেকে তারুণ্যে পদার্পণের নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনির বর্ণনা।

সূচনা স্বর্গছেঁড়ার চা বাগানে। স্বর্গছেঁড়া যেন স্বর্গ থেকে ছিঁড়ে আসা ছোট্ট এক টুকরা। যেখানে রয়েছে সুদৃশ্য চা বাগানের সমাহার, স্বচ্ছ জলের নদী - আঙরাভাসির অবিরাম ছুটে চলা। সবমিলিয়ে অনিমেষের শৈশবের দিনগুলোকে রাঙিয়ে তুলতে স্বর্গছেঁড়া ছিল যথেষ্ট।

সময়ের সাথে সাথে স্বর্গছেঁড়ার ছোট্ট অনিমেষের জীবন থেকে উধাও হয়ে যায় শৈশবের সোনালি দিনগুলো। অনি পাড়ি জমায় জলপাইগুড়িতে, পেছনে পড়ে থাকে স্বর্গছেঁড়ার স্বর্গরাজ্য। অতীতের সুখস্মৃতি নিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছিল অনির। কিন্তু বিপত্তি বাঁধল তখন; যখন আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ল অনির মা, মাধুরী। আর তারপর?
তারপর হঠাৎ করেই যেন জীবনের নতুন নতুন অর্থ খুঁজে পেতে লাগল অনি। সত্যি-মিথ্যার ছোট ছোট পার্থক্য থেকে শুরু করে দেশপ্রেমের প্রকৃত স্বরূপ জানা, পাশাপাশি রাজনীতির নানা জটিল বিষয়াবলীর গূঢ় তত্ত্বগুলো উপলব্ধি করতে শুরু করল অনি। একইসঙ্গে উত্তরাধিকারের বৈচিত্র্যময় কাহিনিতে যুক্ত হতে লাগল নতুন নতুন মোড়।

মূলত দেশভাগ-পরবর্তী সময়ের প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে রচিত হয়েছে উত্তরাধিকারের কাহিনি। যে সময়ে বিস্তৃতি লাভ করেছিল অদ্ভুত এক টানাপোড়েন, সাধারণ জনজীবনে নেমে এসেছিল তীব্র অস্থিরতা। এমন এক ভাঙাগড়ার দিনে অনির হাত ধরে দেশের প্রতি শ্রদ্ধা ও কর্তব্যবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছেন লেখক। মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন উত্তরাধিকার উপন্যাস।

তাছাড়া উত্তরাধিকারে প্রাধান্য পেয়েছে রাজনীতির নানা প্রসঙ্গ, যা উপন্যাসের কাহিনিতে যোগ করেছে একটি নতুন মাত্রা। তবে উত্তরাধিকার সুখপাঠ্য উপন্যাসে পরিণত হয়েছে মূলত লেখকের কাহিনি বর্ণনার গুণে। অনিমেষের শৈশবের ছোট ছোট ঘটনা থেকে শুরু করে স্বর্গছেঁড়ার প্রাকৃতিক সৌন্দর্য, রাজনৈতিক ওঠানামার প্রভাব, মানবজীবনের নানা জটিলতার বর্ণনা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে উত্তরাধিকারে।

প্রজন্ম থেকে প্রজন্মের কাহিনি - এই নিয়েই উত্তরাধিকার। নামকরণের আড়ালেই লুকিয়ে রয়েছে বিশাল কলেবরের এই উপন্যাসের সময়কে ছাড়িয়ে যাওয়ার আখ্যান, হয়েছেও তাই। উত্তরাধিকারের আখ্যান এক খণ্ডে আবদ্ধ থাকেনি। প্রয়োজন এসেছে কালবেলার।

কিন্তু উত্তরাধিকার উপন্যাসের সবচেয়ে সুন্দর দিকের কথা যদি বলতে হয় - তাহলে বলব অতৃপ্তির কথা। কারণ উত্তরাধিকার এমন এক উপন্যাস, যা একবার পড়লে অতৃপ্তি থেকেই যায়। পরিপূর্ণ তৃপ্তির জন্য প্রয়োজন হয় আরেকবার পড়ার। বারবার পড়ার প্রয়োজন হয়!
Profile Image for Salwa.
Author 2 books10 followers
January 14, 2018
meh. I don't know why this type of book doesn't touch me. I read it and couldn't get what the hype was about. Maybe I wasn't mature enough yet. But do not wish re read it for the sake of doing it justice in a review. Life is too short for that. If it is a good book, it'll touch you the first time you read it. There are so many books to finish in a lifetime but only few books in this world are worth re-reads. This ain't one of them for me.
Profile Image for Sourav Anando.
132 reviews5 followers
December 23, 2014
আমার পড়া সেরা বই !! আমার ছোটবেলার সপ্নের বই :)
Profile Image for Dhiman.
177 reviews14 followers
April 14, 2025
3.5/5
একটা ছোট ছেলে। দেশভাগের সমসাময়িক বেড়ে উঠছে। সে দেশভাগ দেখছে, স্বাধীনতা দেখছে, বুঝতে শিখছে স্বাধীনতা কি, মনের মধ্যে হাজারো রকমের প্রশ্ন কংগ্রেস কি, কমিউনিস্ট কি, কেন তাদের মধ্যে দ্বন্দ্ব দেশ স্বাধীন হবার পরেও। বড় হতে হতে এসব জিনিস তার চোখের সামনে ফুটে উঠছে এবং জিনিসগুলো বোঝার চেষ্টা করছে সে অথচ পুরোপুরি সব বুঝতে পারছে না। লেখক যখন বেড়ে উঠছিলেন তখন যেসব জিনিস চোখের সামনে দেখে অনুভব করেছিলেন সেই জিনিসগুলোরই রূপান্তর হচ্ছে উত্তরাধিকার। তবে বইটা কিছু কিছু জায়গায় বড্ড স্লো হয়ে যায়।
Profile Image for Maliha Tabassum Arna.
186 reviews49 followers
June 7, 2021
সমরেশ বাবুর নাম শুনলেই মনে পড়ে যায় সাতকাহন সিরিজ আর অনিমেষ সিরিজের কথা। এই সেই অনিমেষ। এইটুকুন ছেলেটাকে চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখা, সব ছেড়ে জল্পাইগুড়িতে ভেড়া, মায়ের মৃত্যু, বাবার দ্বিতীয় বিয়ে, কিশোর জীবন কাটানো- তাতে মেশানো নানা অশ্লীলতা, ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করা, আবারো প্রিয় মানুষগুলোকে ছেড়েছুড়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা।
ওভারঅল কম কষ্টদায়ক ছিল না। একেকটা মোড় ঘোরা, একেকটা খুঁটিনাটি জিনিস মনের ভেতর তীব্রভাবে প্রভাব ফেলছিল। নাহ, এই সিরিজের পরবর্তী বইগুলো যদি না বেরোতো, তবে হয়তো তেনাকে ছাই থেকে উঠিয়ে এনে সবাই মিলে লিখতে বসানোর চেষ্টা চলতো।
Profile Image for Peal R.  Partha.
211 reviews13 followers
January 5, 2022
একটি উপন্যাসের দারুণ সূচনা। অনিমেষ চরিত্রটির প্রতিটি পদচারণায় মোহগ্রস্ত হয়ে পড়েছি। শৈশব থেকে কৈশোর পর্যন্ত গড়ে ওঠা চরিত্রটি এতটা যত্ন নিয়ে গড়া; যা এই উপন্যাসের অন্দরমহলে না ঢুকলে কখনও বোঝা যেত না। অনিমেষের পাশাপাশি প্রত্যকটি চরিত্র ছিল স্বতন্ত্র। এত জীবন্ত যে, কখনো কখনো মনে হয়েছে—আমি নিজের অতীত এই বইয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারছি। যদিও প্রেক্ষাপট ভিন্ন��কিন্তু বাংলা তো!

উত্তরবঙ্গের নৈসর্গিক স্বর্গছেঁড়ার বর্ণনা, স্বাধীনতা ও রাজনীতির টানাপোড়েনের দৃশ্য এবং একজন তরুণের চোখে বদলে যাওয়া পুরো পরিবার ও দেশের চিত্র নিয়ে লেখা ❛উত্তরাধিকার❜ উপন্যাসটি প্রত্যেক পাঠকের একবার হলেও পড়া উচিত। সমরেশ মজুমদার-এর রচনাশৈলীর জাদুতে পুরো উপন্যাসটি সিনেমা হয়ে মানসনেত্রে ধরা দিয়েছে। আমিও যে কখন শুরু থেকে শেষ পর্যন্ত এই উপন্যাসের পাতায় মিশে ছিলাম—টের পাইনি। এক কথায়—অনবদ্য।
Profile Image for Ibnathism.
25 reviews7 followers
July 19, 2021
“বুকের মধ্যেটা হঠাৎ থম-ধরা দুপুর হয়ে গেল অনিমেষের, সীতার দুই চোখের পাতা শ্রাবণের আকাশ রয়েছে”

কয়েকটা লাইন কেন যেন মনে ধরে যায় :’)

৭৫% শেষ হওয়ার পর ধৈর্য রাখতে খানিকটা বেগ পেতে হয়েছ। এছাড়া বাকিটা বেশ ভালো লেগেছে।

বহুকাল আগ থেকে আম্মু অনিমেষ সিরিজ পড়তে বলছিল, আম্মুকে ধন্যবাদ 💕
Profile Image for Hazera Khatun.
2 reviews4 followers
June 28, 2021
সমরেশ মজুমদার ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক আন্দোলন বা পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা স্বর্গছেঁড়ার মিত্র পরিবারের একমাত্র ছোট্ট শিশু অনির(অনিমেষ) মনস্তাত্বিক যে জগত সে জগতকে অসাধারনভাবে ব্যাখা করেছেন এই উত্তরাধিকার উপন্যাসে। উত্তরাধিকার উপন্যাসের গল্পটা খুবই সাদামাটা। স্বর্গছেঁড়ার চা বাগানের অপরূপ সৌন্দর্য্য এবং সেই চা বাগানে ইংরেজ সরকারের অধীনে চাকরি করা মিত্র পরিবারের গল্প। এই গল্পে অনিমেষের শিশু থেকে কিশোর হয়ে উঠার সময়ে আশেপাশের জটিলতায় কি ভাবে সে মানিয়ে নেয় তা সুন্দর ভাবে বর্ননা করা হয়েছে।তৎকালীন ভারতের যে রাজনৈতিক টালমাতাল অবস্থা সেই অবস্থায়  রাজনৈতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া একটা শিশু কিভাবে একটা দেশের দুটো রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে নিজেকে তুলে ধরে  বা সে কিভাবে চিন্তা করে আমি এই রাজনৈতিক মতাদর্শ নিয়ে এগিয়ে যাব এবং আমার দেশকে সেবা করবো সেই গল্পটা তুলে ধরা হয়েছে উত্তরাধিকার বইয়ে।তৎকালীন ভারতের রাজনৈতিক অবস্থা এবং সেটার সাথে সে সময় একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদের জীবনের যে পরিবর্তন তা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই উত্তরাধিকার উপন্যাসে।
Profile Image for Rifat.
501 reviews329 followers
November 13, 2020
"তুমি কলকাতায় গিয়ে শিক্ষিত হও,তোমার স্থিতি হোক সেটাই আমার আনন্দ।আমি যা পারিনি আমার ছেলেরা যা করেনি তুমি তাই কর।মানুষের জন্ম পূর্ণতার জন্যে,তোমার মধ্যেই আমি সেটা পেতে পারি।আমার জন্যে ভেবো না,যতদিন না তুমি মাথা উঁচু করে ফিরে আসছ ততদিন আমি বেঁচে থাকব।আই উইল ওয়েট ফর ইউ।"

একটি ছেলের বড় হয়ে ওঠার গল্প।অনিমেষ!
শৈশব কেটেছে স্বর্গছেড়ায়।চারধারে চায়ের বাগান।বাবা মহীতোষ, মা মাধুরী, বড় পিসি হেমলতা, দাদু সরিৎশেখর, ছোট কাকা প্রিয়তোষ,আর ত্যাজ্যপুত্র হওয়া বড় কাকাকে নিয়ে ছিল অনিমেষের পরিবার।

১৯৪৭ এর দেশ ভাগের পরের কাহিনী। অনিমেষ সিরিজের প্রথম ভাগ এটি। ১৯৪৭ এর রাজনৈতিক অবস্থাও উঠে এসেছে। তবে এ পর্বে দেখানো হয়েছে অনিমেষের যৌবনে পদার্পণের বিশদ চিত্র।গল্পটা একটু ধীর গতিতে এগিয়েছে। ছোট্ট অনিমেষের বেড়ে ওঠার কাহিনী ভালো লেগেছে অনেক।

বাকি তিনটা পার্ট জলদি পড়তে হবে :)
10 reviews3 followers
November 20, 2015
সাতকাহনের সাথে পটভূমিতে বেশ মিল। শুরুতে অনেকদূর পর্যন্ত মনে হচ্ছিলো, সাতকাহন আবার পড়ছি, শুধু চরিত্রগুলো আলাদা। কিন্তু পরেরটুকু দারুণ ছিল, ঘটনাপ্রবাহটা বেশ মনে ধরেছে, তাই শেষেরটুকু পড়তে বেশি সময় লাগলো না।
Profile Image for Moumita Islam.
33 reviews28 followers
February 9, 2021
one of my friends almost forced (!) me to read it. শুরুতে মনে হচ্ছিল আমি আবার সাতকাহন পড়ছি । সেই চা বাগান,জলপাইগুড়ি, বাঙ্গাল মাস্টার এছাড়া আরও অনেক জায়গায় খুব বেশি মিল যা একসময়ে একটু বিরক্ত ও লেগেছে ।
Profile Image for Sheikh Marzia Amin.
45 reviews1 follower
March 15, 2021
উত্তরাধিকার উপন্যাসটিতে উত্তরবঙ্গের চা-বাগানের অবস্থাকে অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে। সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে স্বাধীনতার পর বন্দেমাতারাম শব্দটি অনিমেষ প্রথম শুনতে পায় এবং এই শব্দটি তার মনে ধ্বনি ব্যঞ্জন ভাবে নাড়া দেয় এবং এর মাধ্যমে তাঁর দেশের সম্পর্কে নতুন বিশ্বাস নিজের সম্পর্কে পূর্ণ বিশ্বাস এবং দেশ আসলে কি সে সম্পর্কে জ্ঞান হয় এবং এই উপন্যাসটিতে ছোট্ট অনির জীবনের অনেক দিক তুলে ধরা হয়েছে।
Profile Image for Shaid Zaman.
290 reviews47 followers
May 10, 2020
একটা বিশাল ক্যানভাস জুড়ে লেখক রং তুলির আঁচড় কেঁটে চলেছেন। একটা ছোট বাচ্চার বড় হয়ে ওঠার সাথে সাথে রাজনৈতিক আবহ পরিবর্তন কে লেখক তুলিতে মেখে ছবি আঁকছেন। দারুন ভাবে এগিয়ে চলছে। অনিমেষের সাথে আরো ভালভাবে দেখতে চাই সময় কে, বাস্তবতা কে।
Profile Image for Shithy Brizet.
22 reviews3 followers
February 19, 2023
বইটা ভালোর কাতারেই পরে। অনিমেষের মনস্তাত্ত্বিক বিকাশকে সুন্দর ভাবেই তুলে ধরা হয়েছে। তবে কিছু যায়গায় একঘেয়ে লেগেছে খুব
Profile Image for Kishore.
103 reviews
Read
November 4, 2025
🍵 Part 1: Swargachhera – Childhood and Departure
Sharit Shekhar's Retirement
The story begins in the Swargachhera tea garden, where Sharit Shekhar, the "Borobabu" (Head Clerk), is preparing for his retirement after 45 years of service. His retirement is scheduled for August 15, 1947, the same day as Indian Independence. Sharit Shekhar is a stern, stoic man, seen by many as "pashan" (stone-hearted) because he has stoically endured numerous family tragedies, including the deaths of his two wives , his daughter Hemlata (Pishima) being widowed at 13 , and his eldest son, Paritosh, becoming a wayward vagabond.
Ani and Independence Day
The narrative focuses on Sharit Shekhar's young grandson, Animesh, known as Ani. Ani is sensitive, close to his mother Madhuri , and anxious about the family's impending move from the tea garden to the town of Jalpaiguri.
A pivotal event occurs on August 15th, 1947. At the local school's Independence Day celebration, a visiting freedom fighter, Harbilas Roy, unexpectedly selects Ani from the crowd to hoist the very first independent Indian flag in Swargachhera. This profound moment deeply impacts Ani.
The Farewell
Sharit Shekhar refuses a formal farewell from the British manager, Mr. Hay, stating that on Independence Day, such a ceremony would make him feel "disabled". The family—Sharit Shekhar, his daughter Hemlata (Pishima), and Ani—prepares to leave. Ani's father, Mohitosh, and mother, Madhuri, stay behind temporarily.
The departure is deeply emotional. The tea garden workers, whom Sharit Shekhar had ruled over for decades, give him a spontaneous and loving farewell. They refuse to let him pay for a formal gift, instead collecting their own coins in a cloth as a present. They then unhitch the lorry's engine and physically push the vehicle by hand to start the family on their journey, weeping as they go.

🏙️ Part 2: Jalpaiguri – A New Home, Tragedy, and Awakening
The Prophecy
The family settles into their new home in Jalpaiguri. Sharit Shekhar had previously disowned his eldest son, Paritosh, for his alcoholism and negligence while overseeing the house's construction.
For the house-warming ceremony ("Griha Prabesh"), they invite a renowned tantrik named Sani Baba. The tantrik senses "shadows of misfortune" in the house. He meets Ani, whom Sharit Shekhar identifies as his "most beloved person". Sani Baba delivers a startling prophecy:
Ani is "fated to leave the family".
He will be "soft-hearted but equally ruthless".
He will face jail time for political reasons at age 18.
His life will be profoundly influenced by women, who will bring him both "extreme sorrow" and the strength to "stand tall".
The Death of Madhuri
That very night, a catastrophic storm and flood hit Jalpaiguri. Madhuri, who is pregnant and deeply disturbed by the prophecy , goes to the wet roof, slips, and falls. The fall induces premature labor and severe hemorrhaging.
Trapped by the rising floodwaters, the family cannot get her to a hospital. As she dies, Madhuri holds Ani and tells him, "I will be with you. Even if you go to jail, I will be with you".
The next day, a traumatized Ani is forced to perform the mukhagni (lighting the funeral pyre). He is horrified, crying out, "If I light the fire, her face will burn!". He notices his hand is stained with his mother's dried blood from the night she died.
A Fractured Family and Political Education
After his mother's death, Ani becomes quiet, withdrawn, and a voracious reader. He develops a private ritual of "talking" to his mother by gazing at the stars.
The family fractures further:
Priyotosh (Choto Kaka): Ani's young uncle becomes a member of the banned Communist party. He visits the house in secret to retrieve his Marxist books , telling Ani, "Yeh Azadi Jhoota Hai" (This freedom is false). Immediately after, police raid the house. Ani lies to the police to protect his uncle, and is called a "trained liar" , a deep insult to him as his mother had taught him to always tell the truth.
Sharit Shekhar: His financial situation becomes dire. He is forced to rent out part of his new house to government employees from the Teesta Dam project.
Mohitosh: Ani's father remarries. Ani develops a respectful bond with his stepmother, whom he calls "Choto Ma".
Mentors: Congress vs. Communism
Ani's worldview is shaped by two opposing political influences:
Nikhilesh (Nishid Babu): His school teacher, a charismatic and fervent Congress supporter. He mentors Ani, teaching him about patriotism (Bande Mataram) and the glory of the Congress party.
Sunil: A young Communist and tenant in their house. He introduces Ani to the poetry of Sukanta Bhattacharya , class struggle, and the idea that the post-independence Congress government is just a new oppressor.

💔 Part 3: Adolescence – Disillusionment and Loss
First Loves and Hypocrisy
Ani is introduced to the local Congress leader, Biam Kor, and his family. He is confused by his first romantic and physical attractions:
He is intrigued by the seemingly deep daughter, Urvashi.
He is repulsed when the younger sister, Rambha, aggressively kisses him.
Urvashi witnesses this and misunderstands, treating Ani with coldness.
On a final visit to Swargachhera, Ani discovers his childhood friend, Seeta, is being married off to a much older man. He sees her for the last time as her car drives away, her eyes filled with tears. Only then does Ani realize he truly loved her.
The Death of Sunil
The political conflict turns violent when Sunil, Ani's communist mentor, is murdered by rivals after successfully organizing tea garden workers. Ani is devastated and joins Sunil's funeral procession, which turns into a defiant political march, leaving a lasting impact on him.
Disillusionment
Ani's faith in Congress is shattered during a flood relief mission with Nishid Babu. He watches in horror as Nishid Babu:
Intentionally bypasses a starving village simply because they voted Communist.
Visits a leper colony, not for charity, but to recruit "unblemished" individuals for political work.
Father's Decline
Ani visits Swargachhera and finds his father, Mohitosh, has descended into alcoholism. He is abusive to "Choto Ma" and obsessively worships a large portrait of Ani's dead mother, Madhuri. When Ani confronts his drunken father, Mohitosh falls and injures himself. Choto Ma begs Ani to keep the incident a secret.
The Uncle's Return
Priyotosh (Choto Kaka) returns, but he is no longer a poor Communist. He arrives by plane , wears expensive suits , and is an acquaintance of a Congress Minister. He is now a high-level political operative, carrying a revolver and trying to bribe his old Communist comrades (like the one-armed leader, Tejen) to work against Congress.

🚂 Part 4: Kolkata – The Final Inheritance
The Departure
Ani passes his School Final exams with a First Division. His father wants him to study science and become a doctor , but Ani, supported by his grandfather, wants to study Arts. Sharit Shekhar arranges for him to go to Kolkata.
The farewell at Jalpaiguri station is heartbreaking. Sharit Shekhar, barely holding back tears, tells Ani, "I will wait for you. Go... I will wait for you".
The Journey
Ani's train journey to Kolkata coincides with a statewide hartal (strike) called by the left-wing parties. The train is filled with heated political debates. At Bardhaman station, the train is stopped by protestors. Ani watches in horror as his fellow middle-class passengers lock the carriage doors, refusing to help the people outside who are being beaten by the police.
Arrival in Chaos
Ani arrives at Sealdah Station late at night. The city is under a curfew. The station is filled with tear gas , and his family friend is not there to meet him.
An elderly co-passenger offers to guide Ani to his address, as it's in his neighborhood. They sneak out of the station onto the dark, deserted streets.
The Climax
As they walk, they witness revolutionaries set a tram on fire. Police and the fire brigade arrive, and the revolutionaries throw bombs to cover their escape. The police open fire.
In the crossfire, Ani is shot. He feels a sharp pain and collapses in an alley, bleeding heavily from his thigh. He is found and carried off by the revolutionaries, who mistake him for one of their own comrades. As he loses consciousness from the pain and blood loss, he hallucinates his mother's face. The story ends with a revolutionary leaning over his wounded body, asking, "Who are you?"
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Aaneela_reads.
65 reviews2 followers
January 1, 2024
অনির জার্নির প্রথম পর্যায় যখন নিজের পরিচিত পরিবেশ স্বর্গছেরা ছেড়ে জলপাইগুড়ির উদ্দেশে রওনা হয়, নস্টালজিয়া ঝাঁপি খুলে বসেছিল আমার জন্য। পরবর্তীতে এইযে রাজনীতির এক রূপ ভিতরে আরেক বাহিরে, বয়সে অনির থেকে বড় হলেও,এই দ্বিধা আজও আমাকে ঘিরে রেখেছে। অনির এই যাত্রা যেনো আমারও,আমাদেরও।
Profile Image for Mohana.
100 reviews8 followers
August 20, 2020
কালবেলা সিরিজের নাম শোনেনি এমন বাঙালী বলতে গেলে খুব কমই আছে। প্রায় বেশিরভাগেরই এই সিরিজ পড়া শেষ। আমিও বাদ থাকি কেন, তাই শুরু করে দিলাম পড়া একেবারে প্রথম থেকেই। এমন রত্ন বাদ থেকে গেলে পরে ভীষণ লজ্জা পাবো। দু'দিন আগেই শেষ করে ফেললাম উত্তরাধিকার, মনে দাগ কেটে গেলো বইটি।

উত্তরাধিকার বইটি সমরেশ বাবুর সৃষ্ট বিখ্যাত চরিত্র অনিমেষের বাল্যকাল থেকে কৈশোর হয়ে তারুণ্যে পা দেওয়ার সম্পূর্ণ সময়কে তুলে ধরেছে অত্যন্ত নিপুণভাবে। এই উপন্যাসের কাহিনী শুরু উত্তরবঙ্গের স্বর্গছেঁড়া নামক একটি চা-বাগানের পটভূমিকায়, তারপর দেশের স্বাধীনতার মুহূর্তকে সঙ্গে নিয়ে এই কাহিনী গড়িয়েছে জলপাইগুড়ি শহরে এবং সেখান থেকে সবশেষে কলকাতায় পৌঁছে সে শেষ হয়েছে এক অন্য গন্তব্যের অপেক্ষায়।

ছোট্ট থেকে চা বাগানের কোয়ার্টারে বড় হওয়া অনিমেষের নিজের নাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা মাথাতেও আসে না। তার প্রিয় গাছগুলো, আঙরাভাসা নদীর নীচে লুকিয়ে থাকা অজস্র কাঁকড়া, চিংড়ি, তাদের গোয়ালঘরে পোষা কালী গাই, ঝারিকাকু, মা এদের ছেড়ে কিভাবে থাকা যায়, এটাই তার কল্পনার বাইরে। তবু দাদু তাকে একপ্রকার জোড় করেই নিয়ে যাবেন, আর তাকেও যেতেই হবে জলপাইগুড়ি শহরে, ওখানে না গেলে নাকি বড় হওয়া যায় না। তাই, মা, বাবা, ঝারিকাকু, কালীগাই, আঙরাভাসা, তার ছোট্ট স্কুল, ভবানীমাস্টার, নতুন দিদিমণি, সীতা, বাপি, স্বর্গছেঁড়ায় প্রথম বলা 'বন্দেমাতরম' সব পেছনে ফেলে সে এগিয়ে চললো জলপাইগুড়ি তার দাদু ও পিসীমার সাথে। জলপাইগুড়ি তাকে শেখালো রাজনীতি, মায়ের মৃত্যু, ছোটকাকার দালালি, জেঠুর শয়তানী, পিসীমার ত্যাগ, বাবার দুঃখ, ছোট মায়ের কষ্ট ও উদারতা, কংগ্রেস এবং 'ইনকিলাব জিন্দাবাদ'। আর কলকাতা তাকে প্রথম রাতেই দিলো, টিয়ার গ্যাস, হরতাল, কারফু, রক্ত, গুলি।

স্বর্গছেঁড়া থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে কলকাতা অনিমেষের বড় হওয়ার সাথে সাথে বড় হলাম আমিও অনেকটা। অনিমেষের মনে জেগে ওঠা প্রত্যেকটা প্রশ্ন নাড়িয়ে দিয়ে গেলো আমায় ভেতর থেকে। মনে মনে যেন অনিমেষের পাশে গিয়ে দাঁড়িয়ে একই প্রশ্ন করে ফেললাম আমিও। বাবার নতুন করে বিয়ে হতে পারে পিসীমার কেন হয় না? গ্রাম ছেড়ে শহরে আসায় বড়দের কেন কষ্ট হয় না? স্বাধীনতা যদি কষ্ট করেই পাওয়া হয়ে থাকে, তবে তা মিথ্যে হতে যাবে কেন? কম্যুনিস্টরা সমানাধিকার চায়, কংগ্রেস তা দেয় না কেন? কংগ্রেসের বড়লোকরা আরো বড়লোক হচ্ছেন কেন? গান্ধীজি কি এই কংগ্রেসই গড়ে তুলতে চেয়েছিলেন? মানুষ রাজনীতির পাশে থাকতে ভয় পায় কেন, আর যারা রাজনীতি করেন তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করেন কেন? অনিমেষের মনে আসা প্রত্যেকটি প্রশ্ন আমায় ভাবতে বাধ্য করেছে। অনিমেষের চরিত্রের সারল্য, নতুন কিছু জানার আগ্রহ, আর দুঃখকে দমিয়ে না রেখে প্রকাশ করার শক্তি আমায় তৃপ্তি দিয়েছে।

গ্রামের প্রকৃতির বর্ণনা, আঙরাভাসা নদীর সঙ্গে অনিমেষের আত্মিক সম্পর্কের বর্ণনা, উল্লিখিত প্রত্যেকটি সম্পর্কের গভীরতা, অনুভূতির গভীরতার বর্ণনা আমায় মুগ্ধ করেছে। কিছু কিছু জায়গা বারবার পড়েছি, পাঠ্যবইয়ের মতো, যাতে সম্পূর্ণটা শুষে নিতে পারি। যদিও কতটুকু পেরেছি, জানি না। এক কথায়, সম্পূর্ণ বইটি গোগ্রাসে গিলেছি। প্রথম থেকে শেষ অবধি এমন কোনো জায়গা নেই, যা মুগ্ধ করেনি। এমন কোনো চরিত্র নেই যার গভীরতা আমি বুঝতে পারিনি। বইটি শেষ করার পর, কিছুক্ষণ চুপ করে বসেছিলাম, ওই নিস্তব্ধতাই আমায় বুঝিয়ে দিয়েছিল আমিও বেশ অনেকটা বড় হলাম অনিমেষের সাথে সাথে, আরো বড় হতে হবে অনিমেষের হাত ধরেই।
Profile Image for Ananda Mohan  (আনন্দ মোহন).
33 reviews1 follower
August 23, 2025
বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদারের উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এই তিনটি বই হলো ধারাবাহিক সিরিজ বই। এই তিনটি বইকে ট্রিলজি হিসেবে বিবেচনা করা হয়।
আজকে কথা বলবো উত্তরাধিকার বই বা উপন্যাস নিয়ে -
১৯৪৫ সালের পরে প্রায় দশবছর সময়কালের কথা লেখক এই বইতে বলেছেন। লেখক কিন্তু ইতিহাস বলেননি বরং তিনি এই সময়টাকে দেখিয়েছেন একজন কিশোরের তথা অনিমেষের দৃষ্টি দিয়ে। অনিমেষের সাথে বইয়ের কাহিনী এগিয়েছে।
উপন্যাসটির কাহিনী সম্পর্কে এখন আমি আপনাদের সামনে ধারণা দেওয়ার চেষ্টা করবো,আশা করি কাহিনি সংক্ষেপ শোনার পর আপনাদের উপন্যাসটি পড়ার ক্ষেত্রে আগ্রহ জন্মাবে...
উপন্যাসটির মূল চরিত্র অনিমেষ মিত্র বা সংক্ষেপে 'অনি'। অনিমেষের শৈশব থেকে তারুণ্য পর্যন্ত যে জার্নি সেটাই বিশদভাবে এই বইয়ে বর্ণনা করা হয়েছে। আবার অনিমেষের জীবনে রাজনৈতিক দর্শনের সূচনাও উঠে আসে ট্রিলজির এই উত্তরাধিকার খন্ডে। অনি��েষ চরিত্র ছাড়াও এ বইয়ে আরো অনেকগুলো চরিত্রের দেখা পাওয়া যায়। প্রত্যেক চরিত্রের স্থায়িত্ব অল্প হলেও চরিত্রগুলোর ঘটনাবলী একজন পাঠকের হৃদয় স্পর্শ করবে।
শুরুতেই পেয়ে যাবেন- শান্ত নিরিবিলি স্বর্গছেঁড়া চা বাগান, চা বাগানের ওপারে খুঁটিমারির জঙ্গল আর এপারে আঙরাভাসা নদী, মাথার ওপরে ভুটানের পাহাড় থেকে ভেসে আসা বিষণ্ন মেঘের দল, মাঠ পেরিয়ে আসাম রোড। এইসবকিছু একজন পাঠকের নিকট ওই স্থানকে জীবন্ত করে তুলবে। এই চা বাগানের রাস্তাতেই শিশু অনিমেষ ধীরে ধীরে শৈশবে বড় হতে থাকে।

নিজের পরিবারের সঙ্গেই অনিমেষ বসবাস করছিল স্বর্গ ছেঁড়ার চা বাগানের কোয়ার্টারে। স্বর্গ ছেঁড়া চা বাগানে ইংরেজ সরকারের অধীনে চাকরি করতেন মিত্র পরিবার।
বই রিভিউ দেখতে Visit: youtube.com/AMClubBD
বই রিভিউ Page: facebook.com/amclub.bd
বই রিভিউ পড়তে FB Group: facebook.com/groups/bd.pathok

চা বাগানের ব্রিটিশ কোম্পানিতে বড় বাবু পদে চাকরি করা তার দাদা সরিৎশেখরের পরিচিতির সুবাদে সে'ও চা বাগানে বড়বাবুর নাতি বলেই পরিচিত। তখন ছিল এমন এক অস্থির সময়, যখন সবেমাত্র ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে।
১৯৪৭ এর পনেরই আগস্টে স্বাধীনতা দিবস উদযাপনের সময় প্রথম 'বন্দেমাতরম' শব্দটি শোনা হয় অনিমেষের । শব্দটির অর্থ পুরোপুরি বুঝতে না পারলেও শব্দটি শোনার পর অনিমেষের শরীরে বিদ্যুৎ চমকের মত একটা শিহরণ জেগে যেতো।এমনকি, স্বাধীনতা দিবস উপলক্ষে 'ধনধান্যে পুষ্পে ভরা' গানটি রপ্ত করতে গিয়েও সেই একই শিহরণ জেগে উঠতো কিশোর অনিমেষের শরীরে।
১৫ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিনে,কলকাতা থেকে আসা কংগ্রেস নেতা স্কুলে অনিমেষের হাত দিয়েই প্রথম পতাকা উত্তোলন করেন। শিশু অনিমেষের মনে দেশপ্রেমের বীজ বপনের শুরু সেখানেই।
অনিমেষের স্কুল শিক্ষকের পুন: পুন: কংগ্রেসী বয়ানে অনিমেষ তার অবচতেনেই শৈশবের স্বাভাবিক কৌতুহল থেকে রাজনীতি ও দেশকে নিয়ে ভাবতে শুরু করে। অনিমেষের শিক্ষক দেশকে মায়ের মত ভালবাসার শিক্ষা দেন।


অনিমেষকে নিয়ে অনেক বিশাল স্বপ্ন তার দাদা সরিৎশেখরের, যে স্বপ্ন কিনা উত্তরবঙ্গের এই স্বর্গছেঁড়ার চা বাগানে পূরণ করা সম্ভব নয়। তাই সরিৎশেখর অবসরগ্রহণের পর বিধবা মেয়ে হেমলতা ও অনিমেষকে নিয়ে জলপাইগুড়ির নতুন বাড়িতে শুরু করেন নতুন জীবন।
অর্থাৎ, স্বর্গ ছেঁড়ার চা বাগানের এই অপরুপ স্নিগ্ধ পরিবেশে জন্মানো অনিমেষের শৈশবটা বেশ ভালো কাটতে থাকলেও শৈশবে যে মানুষগুলোর কাঁধে চড়ে অনিমেষ বড় হয়েছেন কালের পরিক্রমায় জীবনের ঘটনাপ্রবাহে তাদের সাথে অনিমেষের নিজের বাঁধন আলগা হয়েছে। অনিমেষের সাথে ওই চা বাগান অঞ্চলে তখন অনেকেই ছিলো। অবাঙালি ঝাড়িকাকুর স্নেহ, ভবানী মাস্টার, বিশু বাপীর সঙ্গে ছুটে বেড়ানো, খেলার সাথী সীতা, যাকে অনিমেষ মনের মধ্যে গোপনে ধারণ করে বা পছন্দ করে।

যাইহোক, জলপাইগুড়িতে অনিমেষ বাস্তবতার প্রথম স্বাদ পায়। নতুন জীবনের শুরুতেই ঘটে দুর্ঘটনা। অনিমেষের মা মাধুরীর অকাল মৃত্যুতে সবাই তখন দিশেহারা। ফেলে আসা স্বর্গছেঁড়ার স্মৃতির তাড়না আর মায়ের শূন্যতায় পিসিমার আঁচলে সর্বোচ্চ আশ্রয় পায় অনিমেষ। দাদুর কঠোরতা ও দৃঢ়তার আদর্শের মাঝে একটু একটু করে এগিয়ে চলে সে।
পরিচিত হতে থাকে নতুন নতুন চরিত্রের সাথে৷ রম্ভা, উর্বশী, মেনকা, মুভিং ক্যাসেল, তপু পিসী- এমন বিচিত্র সব নারীর সংস্পর্শে আসে, যারা সবাই কাছাকাছি থেকেও ভিন্ন জীবনধারার ভিন্ন মতাদর্শের এবং তারা সবাই তার জীবনে শিক্ষণীয় প্রভাব ফেলে৷ বিরামবাবু, নিশীথবাবু, প্রিয়তোষ- যাদের কাছে তার রাজনীতির হাতেখড়ি, রাজনীতির আড়ালের রূপ দেখা। স্কুলের বন্ধু মন্টু, তপন- যাদের কাছ থেকে জীবনের অনেক অপ্রিয় বিষয়ের ধারণা পায় সে। অনিমেষ তার নতুন পরিবেশ আর জীবনের বয়ঃসন্ধিতে এসে যেন একসাথে বহু বিষয়ের প্যাঁচে পড়ে যায়। নারী-পুরুষের সম্পর্ক, পারিবারিক কলহ, অর্থনৈতিক টানাপোড়েন, রাজনীতি সব কিছুর ছোঁয়া একসাথে পেতে শুরু করে কিশোর অনিমেষ।


অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য এত দিনের অপেক্ষা! বাস্তবতার নিষ্ঠুর ধাক্কায় উপন্যাসের শেষ পর্যন্ত কিশোর থেকে তরুণ হয়ে ওঠে অনিমেষ, আছড়ে পড়ে কলকাতার উত্তাল রাজপথে, যেখানে আগামী দিনের জন্য সবার অধীর অপেক্ষা।

আরেকটু বলে শেষ করতে চাই-
অনিমেষ স্বর্গছেড়া থাকতেই তার ছোটকাকার মাধ্যমে কংগ্রেসের বাইরে আরেকটি দলের আভাস পায়।
ছোটো কাকার কাছে নতুন একটি শব্দ শুনলো যেটা কিনা 'মার্কসবাদী'। যেখানে কোনো ধনী গরীব থাকবে না,সবাই সমান থাকবে। নতুন করে দুটি স্লোগান শুনলো – “এ আজাদি ঝুটা হ্যায়”, “ইনকিলাব জিন্দাবাদ”। অনিমেষ জানতে পারে এসব মূলত কম্যুনিস্টদের স্লোগান।

অনিমেষ মেধাবী, সাহসী, কৌতুহলী, সৎ, রাজনীতি সচেতন ও পরোপকারী মানুষ। ছোটকালে মাকে হারালেও সে দেশকে মায়ের মত ভালবাসতে চায়। কিন্তু রাজনীতির মাঠে তার চিন্তাজগত বারবার হোঁচট খেয়েছে।

অনিমেষের বয়স বাড়ার সাথে সাথে রাজনীতির হিপোক্রেসিগুলো তার চোখে ধরা পড়তে থাকে। মহত্মা গান্ধীর কংগ্রেসের নৈতিক অবক্ষয় তার সামনে আসতে থাকে। কম্যুনিস্টদের কথা তার ভালো লাগে। তাদের মুলনীতি তাকে আকৃষ্ট করে। এদিকে স্বাধীনতা যাদের হাত ধরে এসেছে তাদের ত্যাগও সে অস্বীকার করতে পারে না।

সোজা কথায়-
অনিমেষের ১৯৪৫সালের স্বর্গছেঁড়ায় শৈশব কাটিয়ে জলপাইগুড়ির জেলা স্কুল থেকে ভালো ফলাফল করে এবং সেখান থেকে উচ্চশিক্ষার জন্য কলকাতায় যাওয়া পর্যন্ত লেখক দক্ষতার সাথে অনেকগুলো জায়গা জুড়ে বিস্তৃত বিপন্ন অস্থির উত্তাল এক সময়ের গল্প বলে গেছেন,সাথে বলেছেন অনিমেষের বেড়ে ওঠার গল্প এবং তৎকালীন রাজনৈতিক দর্শন ও ঘটনাবলী।
এই বইয়ের কিছু উল্লেখযোগ্য লাইন বলে শেষ করবো-
o প্রত্যেক মেয়ের মধ্যে অভিমান এত দীর্ঘ সময় ধরে একইভাবে গোপনে গোপনে কী আশ্চর্য সততায় বেঁচে থাকে যা কোনো পুরুষমানুষ লালন করতে পারেনা।
o মাতাপিতার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান জীবনে উন্নতি করতে পারেনা।
o শখের ভালোলাগা আর বেঁচে থাকা এককথা নউ।
o লোক যে কেন মানুষ করার কথা বলে, মানুষ কেউ কাউকে করতে পারে না। শরীর বড় হওয়া আর মানুষ হওয়া এক ব্যপার নয়।
Profile Image for Arindam Mitra.
19 reviews13 followers
November 15, 2017
I was born and raised in North Bengal. I have visited almost all the places that the author has talked about. So I was getting very nostalgic while reading this novel, given that now I am thousand miles away from my birthplace. The novel talks about events that happened with almost all of us. Such as how we learned lying, how we started understanding the person around us. It was simply an amazing read.
Profile Image for Rabiraj Banerjee.
35 reviews13 followers
January 4, 2019
A bildungsroman by one of the great writers of modern Bengali literature . This book traces the journey of Animesh , from his childhood in a North Bengal district Jalpaiguri, his education, his adolescence, political exposure and his arrival in Kolkata where he will eventually get embroiled in the Naxalite movement of the 70s in the next book Kalbela
Profile Image for  Sabit Ara Orpa.
78 reviews14 followers
January 8, 2022
চা-বাগানের ঝুপ করে নেমে আসা সন্ধ্যা বা স্বর্গের মত স্বর্গছেড়া থেকে হুট করে কলকাতায় এক কিশোরের নির্বাসিত হয়ে নিজের পরিচয় গড়ে তোলার গল্প। সমরেশ পাঠক কে জলপাইগুড়ির অলিগলি ঘুরিয়ে আনলেও অনিমেষের মস্তিষ্ক ঘুরিয়ে আনতে পারেন��ি। অনিমেষের মানসিক টানাপোড়েন এর আরেকটু পরিষ্কার চিত্র আকতে পারলে ভালো হত।
Profile Image for Aurin Shaila Nusrat Sheyck.
Author 1 book10 followers
July 26, 2016
This is must-read for anyone who likes Indian-Bangla fiction. I particularly loved it for the very beautiful and serene literal backdrop of tea-estate of north-eastern India against which the major part of the story was set.
Profile Image for Arif Hossain.
43 reviews2 followers
March 23, 2021
ছোট্ট অনিমেষের বড় হয়ে ওঠা। স্বর্গছেড়া ও জলপাইগুড়িতে বেড়ে উঠার গল্প। অনিমেষ চরিত্রকে গড়ে তোলার গল্প এটা। "কালবেলা" তে কি অপেক্ষা করছে, তার জন্য অধীর আগ্রহ আমার। তাই আর বেশি কিছু না বলে "কালবেলা" পড়া শুরু করে দেই...
1 review
January 17, 2021
সমরেশ মজুমদারের লেখনী যেন জিবনের কোন না কোন ঘটনার সাথে একটা মেলবন্ধন করিয়ে দেয়।যে যেই বয়সেই পরুক না কেন,যেন মনে চরিত্রের তার বয়সের সাথে মিল থাকা মানুষটি যেন সে নিজেই।
Displaying 1 - 30 of 123 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.