মুসলিম-বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কে প্রায় প্রতিটি মুসলিম অবগত। বিশাল সাগরের মাঝে চালকহীন দিশাহারা জাহাজের অবস্থা যেমন, মুসলিম জাতির অবস্থাও আজ তেমন। কুফফারশক্তি বিশেষ করে পশ্চিমাদের ক্ষমতার দাপট, প্রভাব-প্রতিপত্তি এত ব্যাপক যে, মুসলিম জাতির সােনালি অতীত বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে এখন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক এমনকি চিন্তা ও বুদ্ধিভিত্তিক সকল বিষয়ে পশ্চিমাদের তথাকথিত অগ্রসরতা ও জয়জয়কার দেখে মুসলিম উম্মাহর অনেকে হীনম্মন্যতায় ভুগতে শুরু করেছে। বহু মুসলিম আজ পশ্চিমাদেরকে বিশ্বের অধিপতি, আদর্শ ও একমাত্র সভ্য জাতি হিসেবে মনেপ্রাণে মেনে নিয়েছে। এমন হওয়ার প্রধান কারণ হলাে বর্তমান বিশ্বব্যবস্থাকে চিনতে না পারা। আজকের বিশ্বব্যবস্থা কী করে প্রতিষ্ঠিত হয়েছে, কীই-বা ছিল এর অতীত, তা না জানা। বর্তমান বিশ্ব-বিন্যাস না বুঝতে পারলে তার বিপরীতে ইসলামি সিস্টেম চালু করা যাবে না কখনােই। কোন কোন স্তম্ভের ওপর ভিত্তি করে আজ আমেরিকা তথা পশ্চিমাদের আধিপত্য টিকে আছে, তা নির্ণয় করতে না পারলে উম্মাহর করণীয় নির্ধারণ করা যাবে না।... সুতরাং কী ছিল ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস, কীভাবে আজ পুরাে বিশ্ব তাদের হাতের মুঠোয় এসেছে, কীভাবেই বা ইসলামের সােনালি ইতিহাস ও খিলাফত নিশ্চিহ্ন হয়ে গেছে, কীভাবে আজ আমেরিকা একক পরাশক্তির অধিকারী হয়ে বিশ্বমােড়লের আসনে আসীন হয়েছে, কীভাবে ধন-দৌলতে, জ্ঞানে-বিজ্ঞানে, সামরিক-কৌশলে পশ্চিমারা অগ্রসর হয়েছে, এগুলাে আমাদের জানতে হবে। বিশ্বব্যবস্থার প্রতিটি দিককে আলাদাভাবে বিশ্লেষণ না করে, সকল বিষয়কে একই ফ্রেমে নিয়ে আসার দারুণ এক প্রয়াস ‘ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা (ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার)' বইটি...
বইটি পড়ার সময় মনে হয়েছে যে হিস্টোরি, রাজনীতি, দর্শন এবং বিশ্বব্যবস্থার উপরে যেই বিশাল সিলেবাসের জ্ঞানভান্ডার ছড়িয়ে আছে, সেটাকে এই ছোট বইয়ের শ’তিনেক পৃষ্ঠার ভিতরেই খুব পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে। খুবই ব্রিফ কিন্তু ওয়েল আর্টিকুলেটেড। পড়ার সময়টা একটা জার্নির মতো মনে হয়েছে (৮০% বই জার্নি করার সময়ই পড়েছি - বাসা আর অফিসই যাওয়া আসার যাত্রাপথে)।
বইটি সুখপাঠ্য। প্রাথমিক পর্যায়ের ইতিহাস, রাজনীতি, দর্শন, সোশ্যলজি ইত্যাদি বিষয়ের আগ্রহীদের জন্যে খুবই উপকারী।
বিশ্বব্যবস্থা সম্পর্কে জানার জন্য চমৎকার একটা বই। বিশেষ করে প্রথম খণ্ডে বর্ণিত ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের নিয়ে বলা ইতিহাসগুলো পড়ার সময় মনে হচ্ছিলো থ্রিলার কাহিনি পড়ছি! শেষদিকের অর্থনীতি নিয়ে আলাপগুলো ভালো বুঝিনি, আর সামরিক ব্যাপারগুলো নিয়ে করা আলোচনা অনেক জায়গাতেই প্রয়োজনাতিরিক্ত মনে হয়েছে।
যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে—
ইহুদি ও খ্রিস্টবাদের ইতিহাস ইউরোপের ইতিহাস (অন্ধকার, মধ্যযুগ, রেনেসাঁ) ফরাসী বিপ্লব প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোল্ড ওয়ার
আন্ডাররেটেড একটা বই। এটা নিয়ে আরো আলোচনা হওয়া উচিত।