একটা লাইন পড়ার পর আরেকটি লাইন,অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদ, পাতার পর পাতা নিরালস ভাবে পড়ার আগ্রহ তৈরি করতে পেরেছেন আজ পর্যন্ত দুজন লেখক,তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এক নদীর চর জেগে ওঠাকে কেন্দ্র করে দুই জমিদার,প্রজা,সাওতাল,মহাজনের এক অনবদ্য রচনা।