বি.দ্র: এই বইয়ে থাকা ছয়টা গল্প নামবিহীন, শুধু নম্বর দেয়া গল্পগুলোর শুরুতে।
বেশীরভাগ মানুষ তিন তারা দিলেও আমি কেন চার তারা দিলাম? কারণ বইটি তার ফ্ল্যাপে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা ভালভাবেই পূরণ করতে পেরেছে আমার মতে। বলা হয়েছিল ইমতিয়ার শামীমের এই ছয়টি নামহীন গল্প ছোটগল্পের সীমিত পরিসরের আঙিনাতে থেকেও উপন্যাসের যথাসুলভ গভীরতার সাথে খেলা করে আসবে। গল্পগুলো তা করেছে বটে। প্রথম গল্পটা ছিল সবচেয়ে নান্দনিক, লেখক চেষ্টা করেছেন এক স্কুলবালকের চোখে দেখতে পাওয়া কতিপয় ঘটনার সমষ্টিকে পুরো জাতির ইতিহাসের প্রতিচ্ছবি হিসেবে দেখাতে। বিশেষ করে গল্পের শেষ লাইন: "কোথাও বুনোদের হাসি শুনি, শুনি তারা বলছে আমাকেও অনন্তকাল ধরে একটি গ্রাম খুঁজে ফিরতে হবে...", লেখক গ্রাম নিয়ে অনেক মানুষের সস্তা রোমান্টিকতাকে যেন ভেঙে খানখান করে দিলেন এর মাধ্যমে।
দ্বিতীয় গল্পে আমি কেন জানি রবীন্দ্রনাথের গন্ধ পাচ্ছিলাম মানে নায়ক বিবেকানন্দ সেনকে রবীন্দ্রনাথের ছোটগল্পের চরিত্র মনে হয়েছিল। তৃতীয় গল্পটাও ছিল জমিদারি প্রেক্ষাপট নিয়ে, জাতীয়তাবাদের প্রচ্ছন্ন উপস্থিতি বিদ্যমান ছিল গল্পটাতে৷ চতুর্থ আর পঞ্চম গল্পদুটো অত টানে নি আমাকে সমাপ্তিগুলো নেতিবাচক হওয়ার কারণে। শেষ গল্পটি ছিল সবচাইতে বেশী বিমূর্ত, কিছুটা চিঠিযুগ কুউউ ঝিকঝিকও মিশে ছিল যেন তাতে। চরিত্রগুলোর বৈচিত্র্য এই গল্পটাতেই ছিল সবচেয়ে বেশী, খুবই ভাল নাগরিক উপন্যাস হতে পারতো গল্পটি।