Goodreads helps you keep track of books you want to read.
Start by marking “সবুজ মানুষ (Sobuj Manush)” as Want to Read:
সবুজ মানুষ (Sobuj Manush)
by
১৯৬৬ সাল, ১৬ ফেব্রুয়ারি, রাত আটটায় রেডিওতে শোনা গেলো এক বারোয়ারি কল্পবিজ্ঞান গল্পপাঠের অনুষ্ঠান। তার প্রায় একবছর আগে এমনই এক গল্পপাঠের আসরে ছিলেন অদ্রীশ বর্ধন, প্রেমেন্দ্র মিত্র আর দিলীপ রায়চৌধুরী। এবারে তাঁদের সঙ্গে আছেন সত্যজিৎ রায়। গল্পটির নাম 'সবুজ মানুষ', লিখেছেন এই চারজন মিলেই এক একটা অধ্যায়। এতটাই জনপ্রিয় হয়েছিল সেই অনুষ্ঠান শ্রোতাদের অনুরোধে তার পুনঃসম্প্র
...more
Paperback, 260 pages
Published
July 19th 2019
by কল্পবিশ্ব পাবলিকেশন (kalpabiswa)
(first published 1983)
Friend Reviews
To see what your friends thought of this book,
please sign up.
Reader Q&A
To ask other readers questions about
সবুজ মানুষ,
please sign up.
Be the first to ask a question about সবুজ মানুষ
This book is not yet featured on Listopia.
Add this book to your favorite list »
Community Reviews
Showing 1-40

Start your review of সবুজ মানুষ (Sobuj Manush)

কল্পবিজ্ঞান সাহিত্য তথা বাংলা স্পেকুলেটিভ ফিকশনের জগতে 'সবুজ মানুষ' শব্দদ্বয়ের আলাদা তাৎপর্য আছে। ঠিক কীভাবে এই রেডিও নাটকটি পরিবেশিত হয়েছিল, তা অনেকেই জানেন। পরে তার শ্রুতিরূপটি কীভাবে প্রায় হারিয়েই গেছিল - এও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার আলোচনায় এসেছে। তাই সেইসব প্রসঙ্গে আর যাচ্ছি না।
আমি এই বইটি নিয়েই কথা বলছি।
প্রচ্ছদে একটি ছোট্ট কমিক্স দিয়ে কাহিনির পরিপ্রেক্ষিত বোঝানোর প্রয়াসটি অভিনব। এর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। কিন্তু ছবিগুলোর আঁকা আমার ভীষণ বাজে লাগল। হয়তো ওঙ্কারনাথ ভট্টাচার্য, ...more
আমি এই বইটি নিয়েই কথা বলছি।
প্রচ্ছদে একটি ছোট্ট কমিক্স দিয়ে কাহিনির পরিপ্রেক্ষিত বোঝানোর প্রয়াসটি অভিনব। এর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। কিন্তু ছবিগুলোর আঁকা আমার ভীষণ বাজে লাগল। হয়তো ওঙ্কারনাথ ভট্টাচার্য, ...more

ছোটবেলায় সব ভাইবোন অথবা বন্ধুবান্ধব মিলে খেলেছেন কখনো – যে একজন গল্প বলা শুরু করবে , সে কিছু অংশ বলবে, তারপর অন্য আরেকজন তার মত করে সেই গল্প টেনে নিয়ে যাবে ? এইভাবে সবাই মিলে একটা গল্প শেষ করবে। সবুজ মানুষ বইটার ভূমিকা পড়তে গিয়ে প্রথম এই খেলাটার কথা মনে হয়েছে। এরপর মনে পড়েছে ইউনিভার্সিটির হল লাইফে রাতে লোডশেডিং এর পর আসেপাশের রুমের অনেকে মিলে জ্বিন ভূতের গল্প করতাম। কেউ কারো গল্প জানতাম না। কিন্তু গল্পের থিম সবার এক ই রকম। আপনি আমি তো সাধারণ মানুষ। এবার চিন্তা করেন বাংলা সাহিত্যের কালজয়ী
...more

Rating: 3.5/5
এই বইটা মূলত অদ্রীশ বর্ধনের সম্পাদনায় ৬০-এর দশকে প্রকাশিত বাংলা সাহিত্য জগতের প্রথম সায়েন্স ফিকশন ম্যাগাজিন 'আশ্চর্য' এবং পরবর্তীতে 'ফ্যান্টাস্টিক' ম্যাগাজিনে প্রকাশিত গল্প নিয়ে একটি সংকলন।
সেই সময়টায় প্রথম সায়েন্স ফিকশনের গুরুতর চর্চা কিন্তু নর্থ আমেরিকাতেও মাত্র শুরু হয়েছে।
এমন সময়ে অদ্রীশ বর্ধনের উৎসাহে আকাশবাণী বেতারে দু'টি বারোয়ারি গল্পও (যে গল্প একজন শুরু করেন, অন্য আরেকজন তা এগিয়ে নিয়ে যান) প্রচারিত হয় - 'মহাকাশযাত্রী বাঙালি' (প্রেমেন্দ্র মিত্র, দিলীপ রায়চৌধুরী ও ...more
এই বইটা মূলত অদ্রীশ বর্ধনের সম্পাদনায় ৬০-এর দশকে প্রকাশিত বাংলা সাহিত্য জগতের প্রথম সায়েন্স ফিকশন ম্যাগাজিন 'আশ্চর্য' এবং পরবর্তীতে 'ফ্যান্টাস্টিক' ম্যাগাজিনে প্রকাশিত গল্প নিয়ে একটি সংকলন।
সেই সময়টায় প্রথম সায়েন্স ফিকশনের গুরুতর চর্চা কিন্তু নর্থ আমেরিকাতেও মাত্র শুরু হয়েছে।
এমন সময়ে অদ্রীশ বর্ধনের উৎসাহে আকাশবাণী বেতারে দু'টি বারোয়ারি গল্পও (যে গল্প একজন শুরু করেন, অন্য আরেকজন তা এগিয়ে নিয়ে যান) প্রচারিত হয় - 'মহাকাশযাত্রী বাঙালি' (প্রেমেন্দ্র মিত্র, দিলীপ রায়চৌধুরী ও ...more

শেষ করলাম বাংলা কল্পবিজ্ঞান ইতিহাসের এক অনস্বীকার্য অঙ্গ―‘সবুজ মানুষ’। বছর পঞ্চাশেক আগে আকাশবাণীর ‘সাহিত্যবাসরে’ এই বারোয়ারি গল্পটি পাঠ করেন প্রেমেন্দ্র মিত্র, অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী ও সত্যজিৎ রায়। পুরো গল্পটা কেউ কাউকে বলেননি। পরবর্তীকালে এই গল্পের অদ্রীশ বর্ধনকৃত একটি নাট্যরূপও অল ইন্ডিয়া রেডিওতে প্রচারিত হয়। ‘সবুজ মানুষ’ যখন পাঠ করা হয়, তখন বাংলা কল্পবিজ্ঞানের সবে পথচলা শুরু। সেসময়ে বসে এরকম একটি অভিনব উদ্যোগ ছিল কল্পনাতীত। কিন্তু সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছিলেন চার মহারথী। তা
...more

~ বাংলা কল্পবিজ্ঞানের স্বর্ণযুগের উজ্জ্বল জ্যোতিষ্ক সবুজ মানুষ ~
বই- সবুজ মানুষ
লেখক- প্রেমেন্দ্র মিত্র, অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী, সত্যজিৎ রায় এবং অন্যান্য
প্রকাশক- ফ্যান্টাস্টিক ও কল্পবিশ্ব যৌথ উদ্যোগ
প্রচ্ছদ- লংফর্ম কালেকটিভ
দাম- ৩২৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা- ২৬০
সবুজ মানুষ আপনারা কি দেখেছেন? না দেখারই কথা। দেখলে আপনি আর জীবিত থাকতেন না। ওরা ঠিক মানুষও নয়, সম্ভবতঃ অন্য গ্রহের প্রাণী যারা বেশ কিছুটা মানুষের মত দেখতে। এদের ফিকে সবুজ গায়ের রঙ, হাতের হাঁটুর চেয়েও নীচে পর্যন্ত আর রক্তের রঙ সবুজ। সবুজ ...more
বই- সবুজ মানুষ
লেখক- প্রেমেন্দ্র মিত্র, অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী, সত্যজিৎ রায় এবং অন্যান্য
প্রকাশক- ফ্যান্টাস্টিক ও কল্পবিশ্ব যৌথ উদ্যোগ
প্রচ্ছদ- লংফর্ম কালেকটিভ
দাম- ৩২৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা- ২৬০
সবুজ মানুষ আপনারা কি দেখেছেন? না দেখারই কথা। দেখলে আপনি আর জীবিত থাকতেন না। ওরা ঠিক মানুষও নয়, সম্ভবতঃ অন্য গ্রহের প্রাণী যারা বেশ কিছুটা মানুষের মত দেখতে। এদের ফিকে সবুজ গায়ের রঙ, হাতের হাঁটুর চেয়েও নীচে পর্যন্ত আর রক্তের রঙ সবুজ। সবুজ ...more

বই: সবুজ মানুষ
লেখক: প্রেমেন্দ্র মিত্র, অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী, সত্যজিৎ রায় ও অন্যান্য
প্রকাশনা: ফ্যানটাসটিক ও কল্পবিশ্ব এর যৌথ প্রয়াস
রেটিং: ৪.৫/৫.০
পৃষ্ঠা:২৬৮
সবুজ মানুষ বা দ্যা লিটল গ্ৰীন ম্যান হচ্ছে ভিনগ্ৰহ থেকে আগত প্রাণী। সায়েন্স ফিকশন জগতে খুব পরিচিত গল্পের প্লট। অধিকাংশ সায়েন্স ফিকশন পাঠকরা এই শব্দটির সাথে পরিচিত। সায়েন্স ফিকশন প্রেমিকরা অবশ্যই সবুজ মানুষ বইটি পড়বেন এবং পারলে সংগ্ৰহে রাখবেন।
ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা 'আশ্চর্য' প্রকাশ করেন ১৯৬৩ সালে অদ্রীশ বর্ধন। প্রধান উপদ ...more
লেখক: প্রেমেন্দ্র মিত্র, অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী, সত্যজিৎ রায় ও অন্যান্য
প্রকাশনা: ফ্যানটাসটিক ও কল্পবিশ্ব এর যৌথ প্রয়াস
রেটিং: ৪.৫/৫.০
পৃষ্ঠা:২৬৮
সবুজ মানুষ বা দ্যা লিটল গ্ৰীন ম্যান হচ্ছে ভিনগ্ৰহ থেকে আগত প্রাণী। সায়েন্স ফিকশন জগতে খুব পরিচিত গল্পের প্লট। অধিকাংশ সায়েন্স ফিকশন পাঠকরা এই শব্দটির সাথে পরিচিত। সায়েন্স ফিকশন প্রেমিকরা অবশ্যই সবুজ মানুষ বইটি পড়বেন এবং পারলে সংগ্ৰহে রাখবেন।
ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা 'আশ্চর্য' প্রকাশ করেন ১৯৬৩ সালে অদ্রীশ বর্ধন। প্রধান উপদ ...more

বইয়ের নাম : সবুজ মানুষ
লেখক : প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, অদ্রীশ বর্ধন , দিলীপ রায় চৌধুরী এবং প্রমুখ
এই প্রথম আমার সবুজ মানুষ পড়া। এর আগে এই বিষয়ে সত্যি বলতে আমার কোনো ধারণা ছিলো না। এই গ্রুপে আসার পর দিয়ে কল্পবিজ্ঞান এর বিভিন্ন লেখক , তাদের লেখা সম্পর্কে জেনে আমি অভিভূত হচ্ছি। এই সবুজ মানুষ সেই দিক থেকে অনবদ্য এবং পরবর্তীতে সেই বিষয়ক আরো লেখক এর বিভিন্ন লেখাও পরে ভালো লাগছে। এই বইয়ে শুধু সবুজ মানুষের গল্পটি ছাড়াও বিভিন্ন আরো গল্প, কবিতা , একটি নাট্য রুপ ও আছে। বিভিন্ন লেখকের র গল্পে ...more
লেখক : প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, অদ্রীশ বর্ধন , দিলীপ রায় চৌধুরী এবং প্রমুখ
এই প্রথম আমার সবুজ মানুষ পড়া। এর আগে এই বিষয়ে সত্যি বলতে আমার কোনো ধারণা ছিলো না। এই গ্রুপে আসার পর দিয়ে কল্পবিজ্ঞান এর বিভিন্ন লেখক , তাদের লেখা সম্পর্কে জেনে আমি অভিভূত হচ্ছি। এই সবুজ মানুষ সেই দিক থেকে অনবদ্য এবং পরবর্তীতে সেই বিষয়ক আরো লেখক এর বিভিন্ন লেখাও পরে ভালো লাগছে। এই বইয়ে শুধু সবুজ মানুষের গল্পটি ছাড়াও বিভিন্ন আরো গল্প, কবিতা , একটি নাট্য রুপ ও আছে। বিভিন্ন লেখকের র গল্পে ...more

সাম্প্রতিক কালে 'সবুজ মানুষ' বইটি বাংলা কল্পবিজ্ঞানের জগতে এক উজ্জ্বল সংযোজন । সেই ৬৬ সালে চার প্রোথিত জসা সাহিত্যিদের কলমে রচিত ওই নামের বারোয়ারি গল্প পাঠ করা হয় রেডিও তে । সেই গল্পই বইটির মূল আকর্ষণ । এ ছাড়াও রয়েছে ভিনগ্রহীদের নিয়ে বেশ কয়েকটি ভাল গল্প । লাল পোকার কাহিনী, পঞ্চম শক্তি, বাঁশি বাজালেন স্যার সত্য প্রকাশ, দ্বিতীয় জগৎ আমার বেশ লাগল । আশাকরি 'লাল পোকার কাহিনী' র মত ব্যতিক্রমী গল্পনিয়ে কোনদিন আরেকটি সংকলন পাব ।
...more
There are no discussion topics on this book yet.
Be the first to start one »
জন্ম: ১ ডিসেম্বর, ১৯৩২ | কলকাতায় | একটি শিক্ষক পরিবারে
ছোট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ | অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে | চোদ্দবার চাকরি বদল | নামী একটি প্রতিষ্ঠানের পারচেস-ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে | গোয়েন্দাকাহিনী দিয়ে লেখালেখির শুরু |
' রচনারীতি র দিক থেকে শরদিন্দু বন্দোপাধ্যায় এর উত্তরসুরী ' - অভিনন্দন জানিয়েছে একটি নামী সাপ্তাহিক | সেরা ...more
ছোট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ | অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে | চোদ্দবার চাকরি বদল | নামী একটি প্রতিষ্ঠানের পারচেস-ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে | গোয়েন্দাকাহিনী দিয়ে লেখালেখির শুরু |
' রচনারীতি র দিক থেকে শরদিন্দু বন্দোপাধ্যায় এর উত্তরসুরী ' - অভিনন্দন জানিয়েছে একটি নামী সাপ্তাহিক | সেরা ...more
Related Articles
Bestselling author Jeff VanderMeer is perhaps best known for his creepy sci-fi thriller Annihilation, which was made into a movie and kicked...
155 likes · 34 comments
No trivia or quizzes yet. Add some now »