বইয়ের ফ্ল্যাপে লেখা কথা - ভাইরে / আপুরে ! ! ! এই নিন আমার ফেসবুক টাইমলাইনের বিভিন্ন স্ট্যাটাস থেকে নিয়ে লেখা দ্বিতীয় বই । এটা শুধু ছাত্রছাত্রীদের জন্য নয় , বাবা মা , শিক্ষক - শিক্ষিকা সবার জন্যই লেখা । আগের বইটির মতাে আমি আশা করছি এই বইটিও আপনাদের সবার মনের খােড়াক জোগাবে । আমি কোনাে মােটিভেশনাল লেখক বা বক্তা নই । আমি মনে করি সবচেয়ে বড়াে মােটিভেশন আসে নিজের ভেতর থেকেই । আগের বারের মতােই বইটি লিখতে আমি যেভাবে কথা বলি সে ভাষাই ব্যবহার করেছি । এতে বাংলা , ইংরেজি , কথ্য , সাধু , চলিত মিশ্রণ আছে । পাঠক আমার এই ব্যত্যয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করবাে । আমার প্রােফাইল -www.facebook.com/I.am,Shabbir.Ahsan
ভূমিকা
এ খণ্ডের ভূমিকা নেই । জীবন আমাদের অনেক আগেই শুরু হয়ে গেছে । এটা চলমান জীবন নিয়ে লেখা বই । এটা তাই ভূমিকা হীনভাবেই প্রকাশ করা হলাে ! আর হ্যা ! বইয়ে সাধু , চলিত , কথ্য , বাংলা , ইংরেজী , বাংলিশ ইত্যাদি ভাষার সংমিশ্রণ আছে । প্রমিত বাংলা বানান বা ব্যাকরণের ব্যবহার খুবই কম । আমরা ছােট ভাই বা ইয়ার দোস্তদের সাথে যেভাবে কথা বলি সেভাবেই লেখা । কিছু কিছু চ্যাপ্টারে একই জিনিসের পুনরাবৃত্তি মনে হতে পারে যদিও সেগুলাে বিভিন্ন পটভূমি অনুযায়ী লেখা । হাতজোড় করে এ ধৃষ্টতা আর ব্যত্যয়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । আগেই । আরেকটা কথা ! একদিনে এই বইয়ের একটা চ্যাপ্টারের বেশি পড়বেন না , প্লিজ !
ছোট্ট একটা বই, কিন্তু নানারকম জীবনমুখী উপদেশে ঠাসা। অনেকটা সেই সিনিয়র ভাইয়ের মত যে আড্ডার ছলে ছোট ভাইদের দিক নির্দেশনা দেয়, ঝামেলা থেকে নিরাপদে উত্রে যাওয়ার পথ বলে দেয়।
ছন্ন ছাড়া একটা একাডেমিক জীবনে সিলেবাসের ভেতরে মুখ গুজে থাকা Nerd রা কিংবা Don't care ভাব দেখানো দামাল ছেলেগুলো শিক্ষা জীবনের বাইরের জগতের স্বাদ পাই এসব বড় ভাইদের অভিজ্ঞতা থেকেই।
বইটা খুব causally লেখা, সাহিত্যের শুদ্ধ অশুদ্ধ, ভাবগাম্ভীর্যের পথ মারান নি লেখক। যা বলতে চেয়েছেন সহজ ভাষায়, মন খুলে বলেছেন, রাখডাক রাখেন নি।
লেখককে অসংখ্য ধন্যবাদ ভাইরে/আপুরে এর পর এমন দুর্দান্ত একটি বইয়ের জন্য। আশা করি লেখক ভবিষ্যতেও এমন ধারার বই আরও দিয়ে যাবেন।
বর্তমান তরুনদের পথ নির্দেশক হিসেবে হাজারো মোটিভেশান বিক্রেতার চেয়ে একজন কেয়ারিং বড় ভাইয়ের পরামর্শ দরকার।
“ বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে- বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে ” - কাজী নজরুল ইসলাম
আমাদের সময়কে কীভাবে কাজে লাগাতে হয়, সেই সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনার বড্ড অভাব। জীবনকে শুধু জিপিএর ভিত্তিতে সাজালে ভুল হবে। বরং কোন পথে গেলে আধুনিক বিশ্বের জ্ঞানচর্চার সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে, সেই পথনির্দেশ করেছেন শাব্বির আহসান। এটিও মোটিভেশনাল বই। তবে ওনার লেখার ধরন আলাদা। একটা আকর্ষণ ক্ষমতা আছে। রাতারাতি নিজেকে বদলে ফেলার কোনো মন্ত্র লেখক শেখাননি। তবে যা বুঝিয়েছেন তা খুব দরকারি।
ভাষা অত্যন্ত সহজবোধ্য। প্রচলিত ভাষারীতির বাইরে একেবারেই বাংলা-ইংরেজি মিশিয়ে কথ্য ভাষায় লিখেছেন।
বাংলাদেশের টিনেজার থেকে তরুণসমাজ সবারই বইটা পড়লে উপকার হবে। তবে সবচেয়ে বেশি জরুরত এই বইটা আমাদের অভিভাবকদের পড়া। তাহলে বৃত্তের বাইরে চিন্তা করার ও সন্তানকে চিন্তা করতে দেওয়ার একটা হিম্মত তাদের তৈরি হবে।
দেড় শ পাতার বইটা এই সিরিজের দুসরা বই। যদিও প্রথম কেতাবখানা এটির চাইতে উমদা।
একাডেমিক শিক্ষার বাইরে আলাদা একটা দুনিয়া আছে,সেটার সাথে পরিচয়ের হাতেখড়ি বই এটা। আমরা কত কম জানি সেটা বেশ সাবলীল ভাষায় ফুটে উঠেছে। শাব্বির আহসানের পড়া ২য় বই এটা। টপ-নচ না লাগলেও অনেক প্রয়োজনীয় বই মনে করি। বইটি জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা, কার্যকর নেটওয়ার্ক তৈরি এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করে। লেখব বরাবর'ই অভ্যন্তরীণ প্রেরণা দ্বারা চালিত ব্যক্তিদের সৃজনশীল চিন্তাবিদ এবং পারদর্শী সমস্যা সমাধানকারী হওয়ার পক্ষে উৎসাহ দেন। আত্ম-উন্নয়নমূলক বই পড়তে চাইলে অবশ্যই হাইলি রিকমেন্ডেড থাকবে।
The book is overall good. Any new reader will love the book. But I am in doubt with regular readers. Some of the chapters are Supperb.😍 Some are with mis-infonmaion.😕 Please be careful while reading. The author should have done a little research on Islmaic religion before writing on it. Obviously, he is more knowledgeable than me. But, I am just sharing my feelings here. I've got some CIP (Chorom important) info from some chapters. My personal rating is 3.5/5 because of some mis-infonmaion, the aimlessness of the book and the randomly selected contents. But it's ok to be random as it is collected from his FB posts. I couldn't take the book under any perfect catagory or genre. But overall, after omitting all the bad points, the book is nice. And it should be mentioned that, I was in love ❤️ with sir while reading"Vaire/ Apure" the 1st book. And always remember: There is nothing like a bad book. Every book had at least one new idea or lesson. And that's we all need.