ছোট্ট একটা বই, কিন্তু নানারকম জীবনমুখী উপদেশে ঠাসা।
অনেকটা সেই সিনিয়র ভাইয়ের মত যে আড্ডার ছলে ছোট ভাইদের দিক নির্দেশনা দেয়, ঝামেলা থেকে নিরাপদে উত্রে যাওয়ার পথ বলে দেয়।
ছন্ন ছাড়া একটা একাডেমিক জীবনে সিলেবাসের ভেতরে মুখ গুজে থাকা Nerd রা কিংবা Don't care ভাব দেখানো দামাল ছেলেগুলো শিক্ষা জীবনের বাইরের জগতের স্বাদ পাই এসব বড় ভাইদের অভিজ্ঞতা থেকেই।
বইটা খুব causally লেখা, সাহিত্যের শুদ্ধ অশুদ্ধ, ভাবগাম্ভীর্যের পথ মারান নি লেখক। যা বলতে চেয়েছেন সহজ ভাষায়, মন খুলে বলেছেন, রাখডাক রাখেন নি।
লেখককে অসংখ্য ধন্যবাদ ভাইরে/আপুরে এর পর এমন দুর্দান্ত একটি বইয়ের জন্য।
আশা করি লেখক ভবিষ্যতেও এমন ধারার বই আরও দিয়ে যাবেন।
বর্তমান তরুনদের পথ নির্দেশক হিসেবে হাজারো মোটিভেশান বিক্রেতার চেয়ে একজন কেয়ারিং বড় ভাইয়ের পরামর্শ দরকার।