তরুণ আর স্মার্ট পাঠকদের কথা মাথায় রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী যোদ্ধা আর প্রত্যক্ষদর্শীদের লেখা সত্য ঘটনা দিয়ে সাজানো হয়েছে এই সংকলন । ছয় বছরব্যাপী সংঘটিত এই যুদ্ধের ধারাবাহিকতা ঠিক রাখতে গল্পগুলো ক্রমানুসারে সাজানো হয়েছে । গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে প্রতিটি গল্পে ক্যাপশনসহ প্রাসাঙ্গিক ঐতিহাসিক ছবি সংযোজন করা হয়েছে । এছাড়াও সামরিক ইতিহাসের ভক্তদের কথা মাথায় রেখে অধিকাংশ গল্পের শেষে থাকছে পাদর্টীকা, যেখানে গল্পের সাথে সংশ্লিষ্ট অভিযানটির একটি সার্বিক ইতিহাস তুলে ধরা হয়েছে ।
🅓Born as an army brat and joined Bangladesh Army to become a Gunner Officer. 🅓Dived into the Bay of Bengal as a FROGMAN and played with IEDs as Bomb Disposal Expert. 🅓Patrolled the Chittagong Hill Tracts to evict the insurgents and traversed African savanna to witness the birth of South Sudan. 🅓An Army Staff College Graduate. 🅓A writer since childhood and a book author since 2015. 🅓Authored books on Military History, Historical Fiction, War Studies and translations. 🅓A few of the books became bestsellers and received an Army Medal as a contributing military writer. 🅓Writes regularly for various journals and a social media savvy.
যুদ্ধ মানেই নৃশংসতা, মানবিক বিপর্যয়। মুদ্রার ওপিঠে প্রতিপক্ষদের মাঝে চরম উত্তেজনা আর জিঘাংসা। এই উত্তেজনায় বছরের পর যুদ্ধের বীরত্বের গল্প বাঁচিয়ে রাখে মানুষের মধ্যে। মানব ইতিহাসের ভয়ংকরতম যুদ্ধের নাম নিলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম। ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে পোল্যান্ডের ডানজিগ বন্দরে হিটলার নেতৃত্বাধীন জার্মনীর আক্রমণের মধ্য দিয়ে। জাপান, ইতালি সহ আরো বেশ কয়েকটি দেশ যুক্ত হয়ে গড়ে ওঠে অক্ষশক্তি। ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত, যুক্তরাষ্ট্র সহ আরো কিছু দেশ মিলিত হয় মিত্রশক্তির পতাকা তলে। শুরুতে জার্মান জোটের ব্লিটজক্রিগ যুদ্ধ কৌশলে কোনঠাসা হলে মিত্রশক্তিই শেষপর্যন্ত জয়ী হয়। এই মহাযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতায় লেখা ৪০ টি গল্পের সংকলন এই বইটি। বইটির গল্পগুলো ভিন্নভিন্ন জনের। কেউ ছিলেন ফাইটার বিমানের পাইলট, কেউ এয়ার রেইড ওয়ার্ডেন, কেউ ডানকার্ক উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী, কেউ স্পাই, কেউ ইহুদি শিশু উদ্ধারকারী, কেউবা কারাগার থেকে পালানো যুদ্ধবন্দী। সমাজের বিভিন্ন স্তর থেকে আসায় সবার লেখা একই মানের ছিল না। তবে তাঁদের যুদ্ধকালীন অভিজ্ঞতা ছিল প্রতিটা গল্পের চালিকা শক্তি। যারা পরিসংখ্যানের কচকচানি বাদ দিয়ে যুদ্ধের গল্প পড়তে ভালোবাসেন তাঁদের এটি ভালো লাগবেই। বেশ কিছু গল্পের নাম আলাদা ভাবে নিতেই হবে। যেমনঃ জর্জ গ্রাহামের একজন এয়ার রেইড ওয়ার্ডেনের স্মৃতিকথা, জার্মানির দুধর্ষ রেইডার আটলান্টিস ধ্বংসের অভিযান দ্য ক্রুজ দ্য রেইডার আটলান্টিস, ডগ ফাইটের বর্ণনা সমৃদ্ধ দ্য লস্ট এনিমি, এল-আলামিনে রোমেল ও মন্টেগোমারির যুদ্ধ নিয়ে টু ম্যান এন্ড এন আর্মি। তবে সবচে দাগ কেটেছে ডেথ ইন দ্য লাইফবোট। ২৬ দিন সমুদ্রে ছোট এক লাইফবোট আটকে থাকা একদল নৌযাত্রীর গল্প, যারা সংখ্যায় ৮০ জন থেকে কমতে কমতে ৫ জনে নেমে আসে। গ্যাং কিলিং, হেলুসিনেশন, হোমিসাইড, সুইসাইড সব নারকীয়তা ছিল এক গল্পের ভেতর। বইটার অনুবাদও করেছেন বেশ কজন। সবার অনুবাদের ভালো না। সম্পাদনার ত্রুটি ছিল বেশ চোখে পড়ার মতো অসংখ্য বানান ভুল। তবে ঐ যে যুদ্ধের উত্তেজনা সেটাই আপনাকে বইয়ের মধ্যে আটকে রাখবে। সবকটা গল্পই মিত্রবাহিনীর লোকেদের এটাও কিছুটা বিরক্তিকর। গল্পগুলো কালানুক্রমিক, প্রতিটা গল্পের শেষের দিককার টিকাগুলো বইটার ইতিবাচক দিক। বইয়ের দ্বিতীয় খন্ড বের হওয়ার কথা ছিল, হয়নি। হয়তো হবেও না। এই বইও খুব একটা বেশি মানুষের কাছে গিয়েছে মনে হয় না। বইয়ের কন্টেন্ট অসাধারণ। খামতি কিছু থাকলে তা অনুবাদক আর সম্পাদকের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০টি আলাদা আলাদা ঘটনায় অংশগ্রহণকারী যোদ্ধাদের বর্ণনা সংকলিত হয়েছে এই বইয়ে। ঘটনাগুলো মধ্যে কিছু আগে থেকেই জানা, কিছু অজানা ছিল। বর্ণনা অনুযায়ী ঐতিহাসিক ছবি, পাদটীকা দেওয়ায় পড়াতে গতি এসেছে। বাজে অনুবাদের কারণে সেই গতি ক্ষণে ক্ষণে বাধাগ্রস্ত হয়েছে। সম্পাদনা আরও ভালো হওয়া দরকার ছিল।
This book is a compilation of different short non fiction shorties nearly from all the perspectives such from the experience of a air raid warden to the experience of a fighter pilot during the battle of Britain