detective stories of a junior (assistant) detective who mostly works in north Bengal (India). This is the 3rd volume of the series. There are 6 volumes in total. This book contains 6 stories: Hisab a bhulchilo (Miss-calculation) Laban Hrad Londo Vondo (Trouble of Salt Lake) Dindoopur ei Raatdoopur (Midnight at Noon) Yeti er Attio (Bigfoot's Relative) Ekmukhi Rudraksha (One directional Rudraksha) Dracula er Sandhane Arjun (In search of Dracula)
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।
অর্জুন। যাকে আর পাঁচটা গোয়েন্দার মতো ভাবা মোটেই উচিত নয়। সে সত্যসন্ধানী। গোয়েন্দা গিরির চেয়ে সত্য অনুসন্ধান করতেই তার ভালো লাগে। লেখকের মতে সে ফেলুদার একনিষ্ঠ ভক্ত এবং খুব সাধারণ একটা ছেলে। ব্যোমকেশ, ফেলুদা, কিরীটী কিংবা কাকাবাবুর মতো ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী সে নয়। তাই তাদের সাথে তুলনা করা চলে না। অথচ কৈশোরে আমি প্রত্যেকবার অর্জুন কে অন্য সব গোয়েন্দার সাথে প্রতিযোগিতায় নামিয়ে দিতাম। ফলে একরাশ হতাশা ছাড়া কিছুই পেতাম না। সেই হিসেবে অর্জুনের গল্পগুলো গোয়েন্দা গল্প হিসেবে না পড়ে রহস্য রোমাঞ্চ হিসেবে পড়লেই বরং ভালো। হতাশাও কিছুটা কমে যাবে।
এই খন্ডে আছে মোটমাট ৬ টি উপন্যাস। যথা ১. হিসেবে ভুল ছিল ২. লবনহ্রদ লন্ডভন্ড ৩. দিনদুপুরেই রাতদুপুর ৪. ইয়েতির আত্মীয় ৫. একমুখী রূদ্রাক্ষ ৬. ড্রাকুলার সন্ধানে অর্জুন।
সবগুলো গল্পই গড়পড়তা মানের। রহস্য আর অ্যাডভেঞ্চারের কমতি না থাকলেও প্রত্যেকটা গল্পের দুটো নেতিবাচক দিক আছে যা আমার অসন্তোষের মূল কারণ। প্রচুর পরিমাণে কাকতালীয় ঘটনার উপস্থিতি এবং হুট করে গল্পের শেষটা টেনে ফেলা। এই দুটো দিকে লেখক আরেকটু দৃষ্টি দিলে প্রত্যেকটা গল্পই হয়ে উঠত মাস্টারপিস। তো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং হালকা বই সময় কাটাতে চান তারা অর্জুনকে নিয়ে বসতে পারেন। মন্দ লাগবে না।
Arjun - the sleuth cum science fiction character by Samaresh Majumdar, is a character for children. Don't compare him with Byomkesh/Feluda, and you may like the stories :)
Obviously not on par with the 2 giants of Bengali Detective literature, but a good thriller in it's own worth nonetheless. Served as a good late night time killers 3 years back.