একসময় মুসলিমরা ছিল সবার ওপরে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, যে সময়ে আমরা আল্লাহর কিতাব ও রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ আঁকড়ে ধরেছিলাম, সে সময়ে আল্লাহ তা‘আলা আমাদের সম্মানিত করেছেন। আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজেছি, রাসূলের ﷺ সুন্নাহর চেয়ে অন্য কিছুকে শ্রেষ্ঠ ভেবেছি, তখন পদে পদে লাঞ্ছিত হয়েছি। . রাসূল ﷺ বলেছেন, সামনে তোমাদের জন্য রয়েছে ধৈর্য্যের সময়। সে সময় ধৈর্য্য অবলম্বন করা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতোই কঠিন হবে। (সে সময়ে) যারা ভালো কাজ করবে, তারা পঞ্চাশজনের সমপরিমাণ পুরস্কার পাবে।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসূল! তাদের পঞ্চাশজনের সমপরিমাণ?’ রাসূল ﷺ বললেন, ‘তোমাদের পঞ্চাশজনের সমপরিমাণ।’ (আবু দাউদ, হাদিস নংঃ ৪৩৪১) কোনো কোনো বর্ণনায় এসেছে, ‘তারা হচ্ছে সেসব ব্যক্তি, যারা আমার সুন্নাহকে জীবিত করবে এবং মানুষকে তা শেখাবে’।” ` . একজন মুসলিম হিসেবে তাই আমাদের সবার কাছে সুন্নাহর গুরুত্ব স্পষ্ট। রাসূলের ﷺ হাদিসের মাধ্যমে আমরা এটাও বুঝতে পেরেছি; ফিতনার সময়ে সুন্নাহকে আঁকড়ে ধরা, মানুষকে ভুলে যাওয়া সুন্নাহ স্মরণ করিয়ে দেয়া এবং হারানো সুন্নাহকে জীবিত করার মর্যাদা কতোখানি। ঈমানের দাবীদার কোনো মুসলিমই এটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে না। রাসূলের ﷺ হারানো সুন্নাহকে পুনরুজ্জীবিত করার তাড়না থেকেই ‘হারিয়ে যাওয়া মুক্তো’ বইটির জন্ম।আশা করব, এ বইটি পড়ে সবাই সুন্নাহকে অন্যভাবে দেখতে শিখবেন। ভালোবাসতে শিখবেন। তারা বুঝতে শিখবেন, সুন্নাহ মানে শুধু যোহরের আগের চার রাকাত কিংবা মাগরিবের পর দুই রাকাত সালাত নয়। সুন্নাহ হতে পারে দুপুর বেলা ঝুম বৃষ্টিতে ভেজা। কোথাও পরিষ্কার মাটি দেখলে খালি পায়ে হাঁটা। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলা প্রিয়তমার সাথে হাঁটা। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা।শারঈ সম্পাদনা : শায়খ ড.আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Book: হারিয়ে যাওয়া মুক্তো Author: শিহাব আহমেদ তুহিন হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নতের দাম আমাদের জীবনে মোটেও মুক্তোর চেয়ে কম না বরং অনেক বেশি। কিন্তু দুঃখজনক হলেও এটি সত্যি যে, সময়ের পরিক্রমায় হয়ত অনেক সুন্নাহ হারিয়ে গিয়েছে বা হারিয়ে যেতে বসেছে আমাদের অবহেলার দরুন। আর এমনই অনেক সুন্নাহকে নিয়েই মূলত সাজানো হয়েছে এই বইটি। বইটি মূলত একটি অনুবাদ গ্রন্থ। যদিও এটি কোন বইয়ের অনুবাদ নয়। এটি মূলততে উস্তাদ আলী হাম্মুদার (হাফি) এর Daily Revivals সিরিজটির অনুবাদ। মূলত একচল্লিশটি বিলুপ্তপ্রায় সুন্নাহকে নিয়ে সাজানো এই বইটি। বৃষ্টিতে আমাদের নবী (সা.) কি করতেন, হালাল কোন খাবার যদি পছন্দ না হয় তবে তার আচরন ব্যবহার কিরুপ ছিল, গুনাহের পর ২ রাকাত সালাত নিয়ে কথা, “আমি জানি না” বলতে পারা, অন্যের খোঁজ খবর নেয়া, আকাশের দিকে তাকানো, খুশির মুহূর্তে, ভয় পেলে করনীয়, মাল্টিটাস্কিং, ভরপেট খাওয়া সম্পর্কে, ঝগড়া মিটিয়ে দেয়া সম্পর্কে, খালি পায়ে হাঁটা আরও অনেক চমৎকার সব বিষয় এখানে উঠে এসেছে।
ব্যাক্তিগতভাবে আমার কাছে ২ টি অধ্যায় আলহামদুলিল্লাহ্ অনেক বেশি ভালো লেগেছে। সেই ২ টি হচ্ছে, ““আমি জানি না” বলতে পারা” এবং “সবখানেই তার নিদর্শন দেখা”। বাকিগুলো অধ্যায়কেও মোটেই ছোট করে দেখছি না প্রতিটি সুন্নাহই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর।
আমাদের কাছে এইসব সুন্নাহ নিয়ে যদি একটি বই থাকে তাহলে ইনশাআল্লাহ্ আমরা ধীরে ধীরে হলেও এই সব সুন্নাহকে আমাদের ভিতরে স্থান দিতে পারব। বইটি ইনশাআল্লাহ্ প্রতিটি মুসলিমের জন্যই অত্যন্ত উপকারী হবে।
হারিয়ে যাওয়া মুক্তো গুলোর সন্ধান পেতে বইটি কিনে পড়ুন যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত PDF পড়ুন! তবুও পড়ুন... . To get pdf just search in google ' হারিয়ে যাওয়া মুক্তো pdf'
"বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদেরকে ভালবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।" (আল-ইমরানঃ-৩১)
বইটি মূলত আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এমন সব সুন্নাহ দিয়ে সাজানো যেগুলো আজ দুঃখজনক ভাবে উম্মাহর কাছ থেকে হারিয়ে গেছে। কিন্তু তা হেফাজত করে রেখেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা। হাদিসের বইগুলোতে যা আজও বিদ্যমান। বা এখনও সংখ্যায় অল্প হলেও আল্লাহর এমন কিছু বান্দা আছেন আমাদের মধ্যে যাদের আমলে এগুলো দেখা যায়। আল্লাহর রাসূলের অনুসরণ করা ছেড়েছি বলেই আজ আমাদের উপর এই বিপর্যয় ও লাঞ্চনা।
আর সাহাবারা অক্ষরে অক্ষরে অনুসরণ করেছিলেন বলেই সফলকাম হয়েছেন দুনিয়া ও আখিরাতে। জয় করেছেন বিশ্ব। আর আমরা প্রতিনিয়ত হারিয়ে চলেছি নিজেদের ভিটেমাটিটুকুও। বইটিতে আমরা বিভিন্ন সাহাবাদের ও আলেমদের রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহর ভিত্তিতে করা বিভিন্ন আমলের ব্যাপারেও জানতে পারবো। যেগুলো আমাদের দেখিয়ে দেবে কিভাবে সালাফরা আল্লাহর রাসূলের অনুসরণ করতেন। আর এগুলো আমাদের মনেও উৎসাহ যোগাবে ইন শা আল্লাহ।
বইতে খুব সহজ সহজ অথচ ব্যপক ফযিলতপূর্ণ কিছু হারিয়ে যাওয়া আমল নিয়ে আলোচনা এসেছে। যেমনঃ- ★নিয়ত ঠিক রাখা, যার দ্বারা আমরা ছোট ছোট অত্যন্ত সাধারণ কাজ করেও অনেক নেকী অর্জন করতে পারবো। ★বাড়ি থেকে বের হওয়ার দুয়া, যাতে আমরা আল্লাহর হেফাযতে থাকি। ★ঘুমানোর আগে ওযু করে বিছানায় যাওয়া, এতে শয়তানের বিভিন্ন ফাঁদ থেকে রক্ষা পাওয়া যায়। ★বিভিন্ন সহজ সহজ ঝিকির যেগুলোর বদৌলতে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন কেবল কবিরা গুনাহ গুলো বাদে। ★বন্ধু বা আত্মীয়-স্বজনের সাথে আড্ডা বা কথাবার্তার পর নিজের ভুল-ত্রুটি মুছার আমল। ★ঝুম বৃষ্টিতে ভেজা, কেননা এতে রয়েছে আল্লাহর রহমত । ★খালি পায়ে হাঁটা, এতে বান্দার অন্তর থেকে অহংকার দূর হয়। ★খাবারের সমালোচনা না করা, পছন্দ হলে খাওয়া না হলে রেখে দেওয়া। ★স্ত্রীদের সময় দেয়া,তাদের নিয়ে হাঁটতে যাওয়া,তাদের সাথে গল্প করা।
এরকম অনেক সুন্দর সুন্দর আর সহজ আমলের সমষ্টি নিয়েই এই বই। এখন হয়তো অনেকে ভাববেন আমি বললাম বিশ্ব জয়ের কথা আর এখানে এসে উল্লেখ করছি ব্যক্তিগত সব আমল। আসলে সফলতা আসবে এভাবেই। আমরা যেসময় যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের জন্য আল্লাহর রাসূলের দিক নির্দেশনা আছে আর এটাই অনুসরণ করা আল্লাহর পক্ষ থেকে আমাদের হুকুম। সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম)-ও এভাবেই করেছেন। তাহলেই আমরা প্রয়োজনের সময়, কঠিন পরিস্থিতির সময়ে আল্লাহর রাসূলকে আরো ভালো ভাবে অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহর তৌফিক অর্জন করতে পারবো ইন শা আল্লাহ।
আর যে কেউ আল্লাহর রাসূলের কোনো সুন্নাহ জীবিত করবে কেয়ামত পর্যন্ত যতজন লোক তার উপর আমল করবে সে তার জন্যে সওয়াব পেতে থাকবে। -হাদিসের ভাবার্থ
অমূল্য এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। সুন্দর প্রচ্ছদ,পৃষ্ঠা,ফন্ট,অনুবাদ সবকিছু। জানি না কতটুকু নিজে আমল করতে সক্ষম হব তবে ০ থেকে তো ১-ও ভালো। সকল প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর!!
বইটির রিভিউয়ের জন্য এর ব্যাকপেইজে লেখা কথাগুলোই যথেষ্ট।
"অবহেলায় মুক্তোগুলো হারিয়ে যায়। আমরা তখন মুক্তো ফেলে জঞ্জালকে ধরি। কিন্তু মুক্তো আর জঞ্জাল কি কখনো এক হয়? একমাত্র মুক্তোগুলোই পারে এ নোংরা পৃথিবীতে আমাদের পথ চলতে সাহায্য করতে। হতাশ জীবনে এক চিলতে আলো হতে। এ বইটি আমাদের ডাকছে আঁকড়ে ধরা জঞ্জালকে ফেলে মুক্তোগুলো খুঁজে বের করতে। পৃথিবীটাকে আবার মুক্তোর আলোয় আলোকিত করতে।"
অযত্নে, অবহেলায় মুক্তোগুলো হারিয়ে যায়। মানসপটে ভোগের কুয়াশা পরে, আস্তে আস্তে চারিদিক থেকে ঘিরে ধরে চোরাবালির মতন। ইসলামে একজন মানুষের প্রতিটি কাজই মহান রবের ভালোবাসায় ইবাদত তুল্য, যদি মুক্তোটা চিনা যায়। বইটি পড়ে বেশ ভালো লেগেছে। আল্লাহর কাছে দোয়া করি, এই মুক্তোগুলো যাতে আর না হারায়।
নির্জন জলাশয়ের নীচে ঘুমন্ত ঝিনুকের মাঝে বেড়ে উঠা মুক্তোয় সব��র আগ্রহ সমান হবে এমনটি নয়, একে পাওয়ার তাড়নাও মানুষ ভেদে ভিন্ন। এর প্রকৃত মুল্যের জ্ঞান একজনকে মুক্তোর সন্ধানে পা বাড়াতে শেখায়। পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ মানুষটিও আমাদের মুক্তোর চেয়ে মুল্যের কথা বলেছে, শিখিয়েছেন এর ভাষা যে ভাষা হৃদয়ে ধারন ও বাস্তবায়ন এনে দিতে পারে প্রশান্তির খোঁজ থেকে পরকাল মুক্তির পথ। তবে অবহেলায় যেমন স্বর্ণেও প্রলেপ পরে তেমনি আমাদের অনীহাও সে মানুষটির রেখে যাওয়া বানীর অনেকটাই হারিয়ে যেতে দিয়েছে। লেখক হেঁটেছেন তাই সে হারিয়ে যাওয়া মুক্তোর সন্ধানে, সে বানীকে হৃদয় পানে পুনরায় ফিরিয়ে দিতে, সে মানুষটির বানী যে মানুষটি আমাদের হৃদয় জুড়ে, তিনিই আমাদের মুহাম্মাদ (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)। যিনি শিখিয়েছেন ধর্ম কেবল মুষ্টিমেয় কিছু নিয়মেই আবদ্ধ নয় এর ব্যাপকতা আরও দূরে, বৃষ্টির জলে ভেজা শরীরে, প্রিয়জনের হাত ধরে নির্জন রাত পথে, আকাশ পানে তাকিয়ে প্রভুর স্মরণে, ভোরের আলোয় খোঁজা প্রাপ্তির মাঝে, ভাঙ্গা সম্পর্ক জুড়ে দেয়ার কাজে এমনকি জুতোজোড়া পরার ভঙ্গীতে...এবং এর ব্যাপকতা আরও দূরে। হাত বাড়িয়ে এ বানী তারাই খোঁজে মুক্তোর মুল্য যারা বোঝে, হারিয়ে যাওয়া সুন্নাহ যারা ফিরিয়ে আনে।
বইটিতে কী সুন্দরভাবে রাসূল (সাঃ) এর সুন্নাহ গুলো তুলে ধরা হয়েছে।সুন্নত কাজগুলোকে বেশীরভাগ মানুষই অবহেলা করে,আরেএএ সুন্নত এই তো!এতো আমলে নেওয়ার কী আছে?ফরজ আগে আদায় করি। এত্তো এত্তো সুন্দর সুন্নাহ গুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।আমাদের উচিত এই সুন্দর সুন্নাহ গুলো ফরজ কাজগুলোর পাশাপাশি আদায় করা❤ . 📖পাঠ প্রতিক্রিয়া~ এতো সুন্নত সম্পর্কে তো আমি জানতাম এই না।এতো ছোট ছোট কাজ ও সুন্নতের আওতায় পড়ে,তা আমি জানতাম ও না।লাস্ট লেখাটা পড়ে কান্না করতে বাধ্য যে কেউ।অসিয়তনামার ব্যাপারটা!আসলেই আমাদের সবার একটা অসিয়তনামা লিখে রাখা উচিত।
বইটা মূলত এক অনুবাদগ্রন্থ। উস্তাদ আলী হাম্মুদা ( হাফি.) এর ভিডিও লেকচার সিরিজ ‘ Daily Revivals' থেকে অনুপ্রাণিত হয়ে লেখক এই বইটা লিখেছেন। সিরিজটাতে উস্তাদ নবী করিম (স.) এর এমন চল্লিশটা হাদিস নিয়ে আলোচনা করেছিলেন যা একদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অন্যদিক থেকে বর্তমান মুসলমানরা সেসব ভুলে গিয়েছেন। নবীর (স.) হাদিসের মূল্য মুক্তোর চেয়ে কম কিসে ; তাইতো লেখক সেই ভুলে যাওয়া বা হারিয়ে ফেলা মুক্তোগুলোকে পুনরায় প্রতিষ্ঠা করতে মুসলিমদের অনুপ্রাণিত করতে ‘ হারিয়ে যাওয়া মুক্তো' বইটা লিখেছেন।
ছোট ছোট কাজ যেসবকে আমরা অগুরুত্বপূর্ণ মনে করি সেসবও যে নিয়ত আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা হলে কতটা মূল্যবান হতে পারে এই বইটাতে উল্লেখিত হাদিসগুলো তার প্রমাণ। বৃষ্টিতে ভেজা, খালি পায়ে হাঁটা, দাম্পত্যসঙ্গীর সাথে কথা বলা, খাবারের দোষ না ধরা, অনুপস্থিত ব্যক্তির খোঁজ নেওয়া, গরম খাবার না খাওয়া, নিজের সীমাবদ্ধতা স্বীকার করা বা বসে জুতো পরার মতো ছোট ছোট কাজও যে কত বেশি ফায়দা দিতে পারে বইটা সে কথাই বারবার বলেছে।
লেখক খুবই সহজ ভাষায় বইটা লিখেছেন। ফলে পড়তে কোনো সমস্যাই হয় না। আবার প্রতিটা হাদিসের পাশাপাশি প্রতিটা বাড়তি তথ্যেরও রেফারেন্স দেওয়ায় সহজেই ক্রস চেকও করা সম্ভব হবে। লেখকের লেখনশৈলী দারুণ। প্রতিটা অধ্যায়ের শিরোনাম দেওয়া, একটু পরপরই পাঠককে সম্বোধন করে প্রশ্ন রাখা এসব বইটাকে আরও আকর্ষণীয় করেছে। জানি সব মানা সম্ভব হবে না, তবে নিজের মধ্যে যদি সামান্যতম পরিবর্তনও আসে তবে সেটার জন্য লেখক অবশ্যই ধন্যবাদ পাবেন।
বইটির শেষের দিকের একটা অধ্যায়ের নাম ' যে আয় মৃত্যুর পরেও থেকে যায়' যেখানে মৃত্যুর পরেও আমাদের আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লেখাতে চাইলে কী কী কাজ করা যেতে পারে তা নিয়ে কিছু চমৎকার আইডিয়া শেয়ার করা হয়েছে। ইসলামিক কোন লেকচারের প্রতিলিপি তৈরি করা, ইসলামি বই প্রকাশে সহযোগিতা করা, নসীহামূলক বই লিখা ইত্যাদি শেয়ারকৃত আইডিয়াগুলোর প্রথম কয়েকটা পয়েন্ট। আর 'হারিয়ে যাওয়া মুক্তো ' বইটি সেই মৃত্যুর পরের আয়ের অনন্য একটা উদাহরণ।
লেখক বইটিতে উস্তাদ আলী হাম্মুদা (হাফি) এর Daily Revivals সিরিজের লেকচারগুলোকে নিজের মত করে লিখেছেন। এখানে মূলত রাসূল (স) ও তার সাহাবিদের মধ্যে প্রচলিত এমন চল্লিশটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা বর্তমান মুসলিমদের কাছে প্রায় হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়া সুন্নাহগুলো পূনর্জীবিত করার জন্য তিনি বইটিতে ৪১ টি অধ্যায় রেখেছেন যেখানে খুব সহজ ভাষায় আমাদের প্রতিদিনকার জীবনে রাসুল (স) এর সুন্নাহগুলো পালন করার তাগিদ খুঁজে পাই। রাসুল (স) এর হারিয়ে যাওয়া এই অসাধারণ সুন্নাহগুলো অনেক বেশি জীবনঘনিষ্ঠ ও সহজে পালনযোগ্য। যেমন- বৃষ্টিতে ভিজা, আকাশের দিকে তাকানো, খাবারের দোষ না ধরা, গরম ধোঁয়া উঠা খাবারকে একটু ঠান্ডা করে খাওয়া, খালি পায়ে হাঁটা, প্রিয়জনের খবর নেয়া, দাঁড়িয়ে কষ্ট করে জুতো না পড়ে বসে পড়া কিংবা বন্ধুর সাথে দেখা হলে হাত মিলানো। এই কাজগুলো আমরা অনেকেই সঠিকভাবে পালন করি কিন্তু জানিনা এগুলো আমাদের প্রিয় রাসূল (স) এর সুন্নাহ। এই কাজগুলো করার সময়ে যদি আমরা রাসুল (স) এর সুন্নাহ ভেবে করি তাহলেই আমরা সুন্নাহ আদায়ের সওয়াটুকু পেয়ে যাবো। আর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ লাভে অগ্রগণ্য হতে পারবো। বইটি পড়ার সময়ে এর প্রতিটি অনুচ্ছেদ পাঠকের মনে রিমাইন্ডার হিসেবে কাজ করবে। এছাড়া বইটিতে ছোট ছোট অনেক প্রয়োজনীয় দুয়া রেফারেন্সসহ উল্লেখ আছে চাইলে খুব সহজেই আমরা দুয়াগুলো শিখে আমল করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফীক দিন।
এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা রইলো। আল্লাহ তাদের সবাইকে এই দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আমিন।
বইটির শুরুতে থাকা লেখকের কথা থেকে একটা অনুচ্ছেদ তুলে ধরাটা আবশ্যিক মনে করছি-
"আমি আশা করব, এ বইটি পড়ে সবাই সুন্নাহকে অন্যভাবে দেখতে শিখবেন। ভালোবাসতে শিখবেন। তারা বুঝতে শিখবেন, সুন্নাহ মানে শুধু যোহরের আগের চার রাকাত কিংবা মাগরিবের পর দুই রাকাত সালাত নয়। সুন্নাহ হতে পারে দুপুর বেলা ঝুম বৃষ্টিতে ভেজা। কোথাও পরিষ্কার মাটি দেখলে খালি পায়ে হাঁটা। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলা প্রিয়তমার সাথে হাঁটা। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা।
খুব সহজ সাবলিল ভাষায় লেখা একটি বই যেটা আমাদের দৈনন্দিন জীবনে করতে পারার মত খুব সাধারন কিন্তু অনেক বারকাময় ৪১ টি সুন্নাহর কথা জানায় বা মনে করিয়ে দেয়। বইটির লেখনি বা শব্দ চয়ন পড়ে মনে হয় আসলে ঠিক পড়ছি না, কেউ কথাগুলো বলছে। এত সহজ ভাবে এবং সমসাময়িক উদাহারন দেওয়ায় বইটা বেশ প্রাসঙ্গিক লেগেছে, এবং মনে হয়েছে না জানার বা আমাদের অজ্ঞতার জন্য কত শত সওয়াবের সুযোগ আমরা হেলায় হারাই। আমার কাছে বাক্তিগত ভাবে মনে হয়েছে এর অনেকগুলোই আমি এখন থেকে শুরু করতে পারি ইন শা আল্লাহ্, এবং চেষ্টারত আছি।
এই বইটা একবার পড়ে রেখে দেওয়ার মত বই না, বার বার পড়ার এবং কথাগুলো নিয়ে ভাবার মত একটা বই। এবং মোটামুটি সব বয়সি পাঠকদের জন্য উপযোগী এবং উপভোগ্য।
আল্লাহ লেখকের লেখনিতে বারাকা দিক, এবং তার লেখা কবুল করে নিক। এবং আমাদেরকে নিজেদের জীবন সুন্নাহ দিয়ে সাজানর তউফিক দিক।
বইটির শেষের দিকের একটা অধ্যায়ের নাম ' যে আয় মৃত্যুর পরেও থেকে যায়' যেখানে মৃত্যুর পরেও আমাদের আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লেখাতে চাইলে কী কী কাজ করা যেতে পারে তা নিয়ে কিছু চমৎকার আইডিয়া শেয়ার করা হয়েছে। ইসলামিক কোন লেকচারের প্রতিলিপি তৈরি করা, ইসলামি বই প্রকাশে সহযোগিতা করা, নসীহামূলক বই লিখা ইত্যাদি শেয়ারকৃত আইডিয়াগুলোর প্রথম কয়েকটা পয়েন্ট। আর 'হারিয়ে যাওয়া মুক্তো ' বইটি সেই মৃত্যুর পরের আয়ের অনন্য একটা উদাহরণ।
লেখক বইটিতে উস্তাদ আলী হাম্মুদা (হাফি) এর Daily Revivals সিরিজের লেকচারগুলোকে নিজের মত করে লিখেছেন। এখানে মূলত রাসূল (স) ও তার সাহাবিদের মধ্যে প্রচলিত এমন চল্লিশটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা বর্তমান মুসলিমদের কাছে প্রায় হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়া সুন্নাহগুলো পূনর্জীবিত করার জন্য তিনি বইটিতে ৪১ টি অধ্যায় রেখেছেন যেখানে খুব সহজ ভাষায় আমাদের প্রতিদিনকার জীবনে রাসুল (স) এর সুন্নাহগুলো পালন করার তাগিদ খুঁজে পাই। রাসুল (স) এর হারিয়ে যাওয়া এই অসাধারণ সুন্নাহগুলো অনেক বেশি জীবনঘনিষ্ঠ ও সহজে পালনযোগ্য। যেমন- বৃষ্টিতে ভিজা, আকাশের দিকে তাকানো, খাবারের দোষ না ধরা, গরম ধোঁয়া উঠা খাবারকে একটু ঠান্ডা করে খাওয়া, খালি পায়ে হাঁটা, প্রিয়জনের খবর নেয়া, দাঁড়িয়ে কষ্ট করে জুতো না পড়ে বসে পড়া কিংবা বন্ধুর সাথে দেখা হলে হাত মিলানো। এই কাজগুলো আমরা অনেকেই সঠিকভাবে পালন করি কিন্তু জানিনা এগুলো আমাদের প্রিয় রাসূল (স) এর সুন্নাহ। এই কাজগুলো করার সময়ে যদি আমরা রাসুল (স) এর সুন্নাহ ভেবে করি তাহলেই আমরা সুন্নাহ আদায়ের সওয়াটুকু পেয়ে যাবো। আর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ লাভে অগ্রগণ্য হতে পারবো। বইটি পড়ার সময়ে এর প্রতিটি অনুচ্ছেদ পাঠকের মনে রিমাইন্ডার হিসেবে কাজ করবে। এছাড়া বইটিতে ছোট ছোট অনেক প্রয়োজনীয় দুয়া রেফারেন্সসহ উল্লেখ আছে চাইলে খুব সহজেই আমরা দুয়াগুলো শিখে আমল করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফীক দিন।
এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা রইলো। আল্লাহ তাদের সবাইকে এই দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আমিন।
বইটির শুরুতে থাকা লেখকের কথা থেকে একটা অনুচ্ছেদ তুলে ধরাটা আবশ্যিক মনে করছি-
"আমি আশা করব, এ বইটি পড়ে সবাই সুন্নাহকে অন্যভাবে দেখতে শিখবেন। ভালোবাসতে শিখবেন। তারা বুঝতে শিখবেন, সুন্নাহ মানে শুধু যোহরের আগের চার রাকাত কিংবা মাগরিবের পর দুই রাকাত সালাত নয়। সুন্নাহ হতে পারে দুপুর বেলা ঝুম বৃষ্টিতে ভেজা। কোথাও পরিষ্কার মাটি দেখলে খালি পায়ে হাঁটা। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলা প্রিয়তমার সাথে হাঁটা। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা।
বইয়ের নামের সাথে বইয়ের লেখা অত মিল আমি কখনো পাইনি। হারিয়ে যাওয়া মুক্তো বইটিতে মুক্তোতে ভরপুর। বইটি পড়ার পরে বুঝতে পারি মুক্তোগুলোকে আমরা কতটা অবহেলা রেখেছিলাম।
বইটি আমাদের চিনিয়ে দিয়ে গেল আল্লাহর রাসূলে সা. সুন্নাত কতটা গুরুত্বপূর্ণ দেওয়া উচিত আমাদের। কতটা জীবনের সাথে জড়িয়ে রয়েছে। জীবনটা কতটা সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়।
পশ্চিমার নোংরা হাওয়া আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। এত ভালো থাকার মাঝেও মানুষ খুঁজে পায় না একটু শান্তির পরশ। যা ভিতরটাকে একটু তৃপ্তি দিবে?! এর কারণটা অনুভব করতে পারবেন যদি আপনি রাসূল্লাহর সা. সুন্নাহ অনুসরণ করেন। পার্থক্যটা আপনি নিজেই অনুভব করতে পারবেন।
সুন্নাহকে নিজের মাঝে ধারণ করুন আর জীবনের তৃপ্তির পরশে খুঁজে নিন।
বই: হারিয়ে যাওয়া মুক্তো লেখক: শিহাব আহমেদ তুহিন সমর্পণ প্রকাশনী
অনবদ্য একটা বই। হারিয়ে যাওয়া বা হারাতে বসা কিছু সুন্নাহকে নতুন করে করে জনমনে আগ্রহ জাগিয়ে তুলতে বা জানিয়ে দিতে লেখকের প্রয়াস। আল্লাহ তাকে উত্তম জা জা দান করুক, আমিন। বর্তমান সময়ে যখন মুসলিম সম্প্রদায় নিজেকে মডারেট মুসলিম হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে, এমন একটা সময়ে সুন্নাহকে নিয়ে কত জন ভাবে? কিন্তু রাসুল সাঃ এর সুন্নাহ গুলোতো ভুলে গেলে চলবে না, সেই ক্ষুদ্র প্রয়াস নিয়েই লেখকের লেখা এই বই।
বইটি পড়লে কেউ নিরাশ হবে না আশা করা যায়, অনেক কিছু জানতে ও শিখতে পারবে পাঠকগণ।
"হারিয়ে যাওয়া মুক্তো" শিহাব আহমেদ তুহিনের লিখা বই। এটি মূলত আত্মউন্নয়নমূলক এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে জীবন গঠনের অনুপ্রেরণাদায়ক একটি বই। লেখক এখানে মানুষের জীবনের লক্ষ্য, সময়ের সঠিক ব্যবহার, আত্মশুদ্ধি, ও দ্বীন অনুযায়ী জীবন পরিচালনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
বইটি হারিয়ে যাওয়া সুন্নাহগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে রচিত। এতে বিভিন্ন সুন্নাহর বিবরণ, তা পালনের গুরুত্ব এবং আমাদের জীবনে তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।
বইটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো—সহজ ভাষায় গভীর কথা বলা। লেখক বাস্তব জীবনের উদাহরণ, কুরআনের আয়াত, হাদিস এবং ইসলামিক স্কলারদের কথার মাধ্যমে বইটিকে উপদেশমূলক এবং আনন্দদায়ক করে তুলেছেন।
“বল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। পরম দয়ালু। (সূরা আল-ইমরান, আয়াত: ৩১)
নবীজীর সুন্নাত মেনেও যে সুন্দর জীবন যাপন করা যা��় সেটা সহজেই বুঝতে পারবেন এই বইটি পড়ে। কেউ যদি সরাসরি কুরআন হাদীস পড়ে বা ইসলামিক স্কলারদের লেকচার শুনে নবীজীর সুন্নাহ অনুযায়ী নিজেকে চালাতে না পারেন, তাদের এই বইটা পরা অত্যান্ত জরুরি বলে আমি মনে করি। হাদীসগুলো ৪১ টি অধ্যায়ে সুন্দর করে বইটিতে সাজানো হয়েছে।