এবারেও দুই ডজন ভৌতিক গল্পের ডালি সাজিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন অনীশ দাস অপু। মৌলিক পিশাচ কাহিনির ভক্তদের খুবই ভাল লাগবে 'ভৌতিক হাত'। আর অনুবাদ গল্পগুলোও যে পাঠকদের রোমাঞ্চিত করে তুল্বে সে গ্যারান্টি স্বইয়ং সম্পাদকের। তিনি বলেছেন, 'আমি এ বইয়ের প্রায় প্রতিটি গল্প পড়েই চমকিত ও শিহরিত হয়েছি। আমার বিশ্বাস, চমৎকার একটি পিশাচ কাহিনী সংকলন হিসেবে পাঠক প্রিয়তা পাবে "ভৌতিক হাত"।' বইয়ে আছে রাতের আঁধারে খুনী কে? ওপারের মেয়ে পিশাচ প্রতিশোধ অদ্ভুত লাশ প্রেতাত্মা এরিকজানের সঙ্গীত অভিশাপ পেইন্টিং অন্য ভুবনের একজন ভৌতিক হাত অশরীরী মোনালিসা ক্যালগার্থ হলের জীবন্ত খুলি কার্তিক চাঁদ ফকির আয়না পোখরাজ প্রম প্রেতাত্মা প্রেক্ষন ওপার হতে পাথর রাতের সঙ্গী সেই ভয়ংকর রাত
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।
মোট ২৪টি গল্পের এই সংকলন পড়ে তিনটে কথা মনে হল: - ১. অনূদিত গল্পগুলো সত্যিই ভালো। লাভক্র্যাফট, এম.আর. জেমস, স্টিফেন কিং, এঁদের যেসব গল্প এখানে পেশ করা হয়েছে সেগুলো বিশ্বসাহিত্যের সম্পদ, অনুবাদের মানও খুব ভালো। ২. (না বলিয়া গৃহীত পরের সম্পত্তি) গোদা বাংলায় যাকে বিদেশি গল্প ঝেড়ে লেখা বলা হয়, সেগুলো পড়তে গিয়েই চোখে কটকটিয়ে উঠে নিজের পরিচয় দিয়েছে। ৩. দেশজ গল্পগুলোর মধ্যে কোনো মৌলিকত্ব নেই। সব পিসতুতো দাদা-র জামাইবাবু-র আপন ভায়রার শোনা গল্প টাইপের। তবু, এক লটে দু'ডজন গপ্পো পড়তে পাওয়া কি চাট্টিখানি কথা? তাই তিন তারা দেওয়া গেল।
বেশী না গুনে গুনে মাত্র ২৪টা গল্প আছে গল্প আছে ২৪০ পেজের বই এ। মানে ১০ পেজ দৈর্ঘ্য প্রতিটা গল্প গড়ে। কোনটা মাত্র পৃষ্ঠারও আছে আবার কোনটা ৩০ পৃষ্ঠার কম না। গল্প গুলো অনেকগুলোই হয়ত পড়ে মনে হবে এই কাহিনী তো আমি আগে। গ্রামীন ভূতের গল্প অনেক গুলোই উঠে এসেছে। আবার কিছু বেদেশী এখার অনুবাদও আছে। পড়া শুরু করলে বোরিং লাগবে না বিচিত্রের কারনে।
- প্রেতাত্মা (A Warning to the Curious - M.R. James) - এরিক জানের সঙ্গীত (The Music of Erik Zann - H.P. Lovecraft) - ভৌতিক হাত (The Hand - Guy De Maupassant) - পোখরাজ (Topaz - Ruskin Bond) - সেই ভয়ঙ্কর রাত (One for the road - Stephen King)