কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
এইটা বেশ ভাল। প্রথমে কিছু বিচ্ছিন্ন ঘটনা থেকে শুরু, এরপর সেখান থেকে মালা গাথাঁ, রানার আগমন, বেশ একটু টানটান উত্তেজনা আর লাস্যময়ী নারী, পুরো জেমস বন্ডের কার্বনকপি।
তবে পড়তে খারাপ লাগেনি। কিন্তু নিম্নমানের বাংলা সিনেমার পোস্টারের মত প্রচ্ছদ করল কোন শালা?
রাশিয়া থেকে চুরি হলো রেড বুক, যেখানে রয়েছে শতাধিক স্লিপার সেল এজেন্টদের জাগিয়ে তোলার কোড। আর এই স্লিপার সেল এজেন্টদের প্রত্যেকের বাস আমেরিকায়, সাধারণ নাগরিক হিসেবে। রেড বুকটা চুরি করেছে ডালচিমস্কি, এক নারী দেহলোভী ম্যানিয়্যাক। সেই ডালচিমস্কিকে পাকড়াও করার দায়িত্ব কেজিবি দিলো রানার হাতে। দেখা যাক, রানা কদ্দূর কি করতে পারে।