ফিরে এসেছে লীলা। পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ এজেন্ট সলিল সেনের স্ত্রী - লীলা। তিন বছর আগে পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছিল লীলা সেন ভারতে। ফিরে এসেছে সে। কিন্তু পিছু পিছু ধাওয়া করে এসেছে ভারতীয় গুপ্তচর বাহিনীর দুজন মৃত্যুদূত। পাকিস্তানে মুখ খুলবার আগেই ফিরিয়ে নিয়ে যেতে হবে লীলাকে জীবিত বা মৃত অবস্থায়। - রুখে দাঁড়াল দেশপ্রেমিক সলিল সেন। বন্ধুর দুঃসময়ে পাশে এসে দাঁড়াল মাসুদ রানা।
এই প্রথম কোনো বইয়ে মাসুদ রানাকে সহকারী চরিত্রে দেখলাম। সলিলের বন্ধু হিসেবে। যে কিনা পিসিআই ছেড়ে W-4 এ join হয়। লীলা বাঁচার জন্য সলীলের কাছে আসে। শেষে লীলাকে বিশ্বাস করে তাকে বাঁচাতে এগিয়েও আসে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস , লীলা বাঁচতে পারে নি। সলিল ও লীলাকে নিয়ে পুনরায় ঘর বাঁধতে পারে নি।