বিদেশী কাহিনী অবলম্বনে লেখা দেখেই পড়া শুরু করেছিলাম।কিন্তু ভাবিনি যে এবছরই জানুয়ারীতে পড়া James Hadley Chase এর Wary Transgressor অবলম্বনে। ১০/১২ পেজ পড়ার পর টের পাইছি।পক্ষাঘাতগ্রস্থ ধনীর স্ত্রীর পরকীয়া,স্বামী ও সৎ কন্যার হত্যার ষড়যন্ত্র এবং খুন না করে ফেরার হওয়া আবার পরবরতীতে খুন করে ফেরার হওয়া এক হতভাগা মুক্তিযোদ্ধা যুবকের গল্প নিয়ে লেখা জমজমাট থ্রিলার।অসাধারণ আডাপ্টেশন অথবা খারাপ অনুবাদ যে কারনেই হোক,মূল বইয়ের তুলনায় আমার কাছে এটাই বেশী ভালো লাগছে।