একই দিনে আলাদা সময়ে ফুলটন শহরে প্রবেশ করল তিনজন লোক। তাদের মধ্যে একটা বিষয়ে মিল রয়েছে। তিনজনই তারা অস্ত্রের জোরে বেঁচে আছে। তাদের একজন প্রাক্তন আউট-ল, একজন জেদী এক প্রাক্তন রেঞ্জার আর তৃতীয়জন ভীষণ চতুর এক ভাড়াটে খুনী। একই কাজ করতে ফুলটনে এসেছে তারা একজন মানুষের মৃত্যুর প্রতিশোধ নেবে, সেই সঙ্গে প্রতিষ্ঠিত করবে ওরা আইনের শাসন। শুরুতেই বিরোধে জড়িয়ে গেল তিনজন। একের পর এক রহস্যের জাল ছিন্ন করে ব্লাকজ্যাক স্মিথের শক্ত ঘাঁটি থেকে প্রাণ নিয়ে বেরোতে হবে। কে ভাল, কে মন্দ, কে জানে! চারদিকে বিপদ আর রহস্যের বেড়াজাল!
কাজীদার ছোট ছেলে কাজী মায়মুর হোসেন। সেবা প্রকাশনীতে তার বিচরণ বিভিন্ন সিরিজে। তবে সবচেয়ে তার কাছ থেকে আমরা বেশি পেয়েছি ওয়েস্টার্ন বই। এছাড়া পেয়েছি কৌতুক, রহস্য ও রোমাঞ্চ উপন্যাস, কিশোর ক্লাসিক, অনুবাদ, সংকলন এবং রূপকথা সিরিজের অসংখ্য বই।
অন্তিম টুইস্টটা ভাল ছিল। যদিও একটা খটকা থেকে শেষ দৃশ্যটা আন্দাজ করা সম্ভব হয়েছিল। তবে সার্বিকভাবে ভাল লেগেছে। বেনন যে ফাস্ট ড্র পারে সেটা ভুলতে ভুলতে আবার এখানে মনে করানো হয়েছে। Liked this book.
রানডম ওয়েস্টার্ন গল্প নিয়ে রক বেনন চরিত্রে বসিয়ে দেওয়া হয়েছে। তাই বেনন চরিত্রের স্বকীয়তা গল্পে অনুপস্থিত। তবে সাধারন ওয়েস্টার্ন ঘরনার কাহিনী হিসেবে খুবই ভাল গল্প।