ব্যাগলে আর বেনন, দুই বন্ধু। অস্থায়ী রেঞ্চার ওরা; দুর্ধর্ষ, বেপরোয়া, সাহসী অথচ সহজ-সরল মানুষ। বিপজ্জনক সব অ্যাসাইনমেন্টে ব্যস্ত। বেনন গেছে রেড রিভারে এক ব্যাঙ্ক ডাকাতকে ধরতে। হাতে উপযুক্ত লোক না থাকায় গভর্নর ডুক ব্যাগলেকে পাঠালেন মেক্সিকোর গভীরে ঢুকে ব্ল্যাক শ্যাডো নামের এক ভয়াবহ দস্যুকে ধরে আনতে। দুই বন্ধু দুই কাজে ছুটেছে দু'দিকে। ওরা কি জানত দু'জনকে কিসের মোকাবিলা করতে হবে? জানত যে জীবনের সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্টে জড়িয়ে যাবে ওরা? এবার রক্ষা নেই। একদিকে দস্যু ব্ল্যাক শ্যাডো, আরেকদিকে ঠান্ডা মাথার প্রাক্তন রাজনীতিবিদ ট্রিসট্রাম গ্রিফিন। শেষ পর্যন্ত বেনন আর ব্যাগলে বন্দি হলো। ব্যাগলের তৈরি অস্ত্র দিয়েই বেননকে খুন করতে চায় গ্রিফিন। অস্ত্রটা না বানিয়ে উপায় রইল না ব্যাগলের। বেননকে দুয়েকদিন বেশি বাঁচাতেই ওকে খুন করার যন্ত্র তৈরি করতে হলো!
কাজীদার ছোট ছেলে কাজী মায়মুর হোসেন। সেবা প্রকাশনীতে তার বিচরণ বিভিন্ন সিরিজে। তবে সবচেয়ে তার কাছ থেকে আমরা বেশি পেয়েছি ওয়েস্টার্ন বই। এছাড়া পেয়েছি কৌতুক, রহস্য ও রোমাঞ্চ উপন্যাস, কিশোর ক্লাসিক, অনুবাদ, সংকলন এবং রূপকথা সিরিজের অসংখ্য বই।