অবলীলায় ঘরে ঢুকে পড়ে সে, বেরিয়েও যায়। রেখে যায় বিশাল পায়ের ছাপ। মানুষের অত বড় পা হতে পারে না। তাহলে কি দৈত্য? রূপকথার পাথে থেকে বেরিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে নাকি গ্রীনহিলস গাঁয়ের আনাচে কানাচে? রহস্য উদ্ধারের জন্য তৈরি হলো তিন গোয়েন্দা। সঙ্গী তাদের ছোট্ট মেয়ে ফারিহা, আর কিশোরের প্রিয় কুকুর টিটু। আর বিপক্ষে? হ্যারিসন ওয়াগনার ফগর্যাম্পারকট, ওরফে 'ঝামেলা'। উদ্দেশ্য সবার একটাই, দৈত্যকে খুঁজে বের করা।
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।