বড়লোক বাবার সুনিশ্চিত জীবন থেকে পালিয়ে নিজের মত কিছু করতে ঘর থেকে বেরিয়ে পড়ে রিশাদ নামের এক তরুন। ঘনকালো রাতে একা একা পালাবার সময় হঠাত অদ্ভূত এক আলো জ্বলে ওঠে পথে! তারপরে আর কিছু মনে নেই। জেগে উঠে হতভম্ব রিশাদ আবিষ্কার করে সে কোন অচেনা জায়গায় চলে এসেছে, কিছু বুঝে ওঠার আগেই তাকে আক্রমণ করে বসে অদ্ভূত কিছু, আতংকে ছুটতে ছুটতে রিশাদ ভাবতে থাকে আবার কখনো বেঁচে ফিরতে পারবে তার চেনা জগতে?
অঙ্কন ভালো লেগেছে। একটা গভীর চিন্তা দেয় আমাদেরকে। একটা রহস্য দেয়। 'এটা রহস্যময়!' 'আরে বাপরে! কী ভীতিকর!' এসব বাহুল্য দিয়ে চাপিয়ে দেয়ার বদলে আঁকা দিয়েই জিনিসটা পাঠকের মাথায় আনার চেষ্টা করা হয়েছে।
তবে আরেকটু দীর্ঘায়িত করাই যেত। তৌহিদুল ইকবাল সম্পদের 'মারুফ' ক্রমশই প্রত্যাশা বাড়াচ্ছে। রিশাদের বন্ধুবান্ধব ছেড়ে যাচ্ছে, রিশাদের কোনো পাগুলে ভালোবাসার মানুষ আছে, তাদের কাছ থেকে বিদায় নিচ্ছে–এভাবে আরো আকর্ষণীয় আর নতুন হতো!
পরবর্তী মুদ্রণে নতুন ঘরানার ফন্ট ব্যবহার করে চমক দেয়া হবে আশা করি! আরেকটা জিনিস, বক্স-বক্স করা কমিকস ছাড়াও নির্দিষ্ট আকৃতিহীন (amorphous) অবয়বে কমিক আঁকলে কেমন হয়? একটু unpredictability বাড়ল আরকি!
এই প্রথম পার্টটাতে বলতে গেলে কিছুই ছিল না।আবছা একটা ধারণা দেওয়া হয়েছে মূল গল্প সম্পর্কে যেটা গল্পের সিনোপসিসেই কিছুটা বলে দেওয়া আছে। আর্টওয়ার্ক আর ইঙ্কিং ভালোই ছিল।