বাংলাতে বিজ্ঞানচর্চার অগ্রমুখী হিসেবে সবসময় ড. মোহাম্মদ জাফর ইকবালের নাম দেখা যায়। তার ২০১৪ সালের বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত সুখপাঠ 'আরও একটুখানি বিজ্ঞান' পপ সায়েন্সের এক দারুণ বই। বিশেষ করে ছোটোদের জন্য বইটা উপযুক্ত, বিজ্ঞানমণা যে কারও দৃষ্টি কারবে। বিজ্ঞানের রসকসহীন কঠিন বিষয়গুলোকে মজার মজার গল্প দ্বারা বেশ সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
বইটিতে লেখক ধারাবাহিকভাবে বিজ্ঞানের বিভিন্ন শাখার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। প্রযুক্তি, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীজগত, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিবেশ, সৌরজগত, জোর্তিবিদ্যার অনেকগগলো বিষয় এনেছেন। তবে শুরুর বিজ্ঞান- অপবিজ্ঞান অধ্যায়টা আমার নজর করেছে। বিজ্ঞানের জার্নাল, পিয়ার রিভিউ সিস্টেমের একটা আঁচ পাবেন, যা অপবিজ্ঞানের মাঝে মূল বিজ্ঞানের পার্থক্যটুকু ধরতে সহায়তা করবে।